
29/07/2025
আগামীকাল ৩০.৭.২৫, বুধবার চেম্বারের সময় সকাল ১০.৩০ থেকে ২.৩০ টা।
সন্ধ্যা ৭.৩০ থেকে ৯ টা।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনষ্টিক, সদর রোড, বরিশাল।
Dr. Shahida Begum Minu; Womens health
যে রুগী বিশ্বাস করে তার জন্য কষ্ট করতেও শান্তি লাগে।
প্রসবের রাস্তার সাথে যখন বাচ্চার মাথার মিল না থাকে তখন বাঁধাগ্রস্ত প্রসবের ঝুঁকি থাকে।
এটা রুগীর একটি নির্দিষ্ট সময়ে pelvic assesment করে বোঝা যায়।
বাচ্চা খারাপ হওয়ার পর্যায়ে ছিলো।
তাই সি- সেকশন করেছি।
আলহামদুলিল্লাহ মা ও বাচ্চা ভালো আছে।
রুগী ও তার বাচ্চার জন্য শুভকামনা।