Dr. Shahida Begum Minu; Womens health

Dr. Shahida Begum Minu; Womens health This is a Question and Answer place on Obstetrics and Gynecology. Here you can ask any medical health question you like from the privacy of your home.

Dr. Shahida Begum (MBBS, DGO, MCPS, FCPS), is an expert in Gynecology, Obs & Laparoscopy, as well as gynecological cancer & infertility with 23+ Years of experience. Our online gynecologist Dr.Shahida Begum(MBBS,DGO,MCPS,FCPS),expert in gynecology, Obs & Laparoscopy as well as specially trained in gynecological cancer & infertility and high risk pregnancy will try to reply Shortly. The advantage o

f online consultation is that you can ask your question from the privacy of your home at any time you want - morning, day or midnight. You can plan out what you want to ask or even prepare a questionnaire about your concerns. Our expert would be glad to answer every detail. This site is also meant as a helping hand for the people who have spent hours and days logged onto the internet searching for medical health information online. If you would like to ask a question on pregnancy, gynecology or any other gynecological and obstetrical health condition, or would like to get a second opinion on a diagnosis you have received, Ask Dr.Shahida.

আগামীকাল ৩০.৭.২৫, বুধবার চেম্বারের সময় সকাল ১০.৩০ থেকে ২.৩০ টা।সন্ধ্যা ৭.৩০ থেকে ৯ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনষ্টিক, সদর...
29/07/2025

আগামীকাল ৩০.৭.২৫, বুধবার চেম্বারের সময় সকাল ১০.৩০ থেকে ২.৩০ টা।

সন্ধ্যা ৭.৩০ থেকে ৯ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনষ্টিক, সদর রোড, বরিশাল।

Dr. Shahida Begum Minu; Womens health

যে রুগী বিশ্বাস করে তার জন্য কষ্ট করতেও শান্তি লাগে।

প্রসবের রাস্তার সাথে যখন বাচ্চার মাথার মিল না থাকে তখন বাঁধাগ্রস্ত প্রসবের ঝুঁকি থাকে।

এটা রুগীর একটি নির্দিষ্ট সময়ে pelvic assesment করে বোঝা যায়।

বাচ্চা খারাপ হওয়ার পর্যায়ে ছিলো।

তাই সি- সেকশন করেছি।

আলহামদুলিল্লাহ মা ও বাচ্চা ভালো আছে।

রুগী ও তার বাচ্চার জন্য শুভকামনা।

আগামীকাল, ২৯.৭.২৫, মঙ্গলবার, চেম্বারের সময় সকাল ১০.৩০ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।Dr. Shahida Begu...
28/07/2025

আগামীকাল, ২৯.৭.২৫, মঙ্গলবার, চেম্বারের সময় সকাল ১০.৩০ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

Dr. Shahida Begum Minu; Womens health

গতকাল একজন রুগী দেখলাম tetralogy of fallot operation করা।

রুগীকে এক বছরের আগে বাচ্চা নিতে নিষেধ করা হয় সেখানে সে একমাসের শেষেই কনসিভ করেছে।

তার প্রেগন্যান্সি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

“হৃদরোগে আক্রান্ত মা ও গর্ভাবস্থা – টেট্রালজি অফ ফেলট (TOF) সার্জারির পর গর্ভকালীন যত্ন”

অনেক মা আছেন যাদের জন্মগত হৃদরোগ (TOF) সার্জারির পর গর্ভবতী হন। এদের জন্য কিছু বাড়তি যত্ন জরুরি:

রক্তচাপ ও ওজন নিয়মিত পরীক্ষা করুন।

প্রতিদিন হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম নিন।

ডাক্তার পরামর্শে কম মাত্রার Aspirin (প্রি-এক্ল্যাম্পসিয়া প্রতিরোধে) সেবন করুন।

হার্টে চাপ এড়াতে লবণ ও অতিরিক্ত পানি এড়ান।

প্রতিমাসে আল্ট্রাসনোগ্রাফি কারণ বাচ্চার গ্রোথ নিয়ে ঝামেলা হতে পারে।

মাসে একবার হার্ট চেকআপ ECG, and Echocadiography করুন কারণ হার্টের রিদম পরিবর্তন বা হার্ট ফেইলুর হতে পারে।

প্রসব অবশ্যই বিশেষায়িত হাসপাতালে করুন, অভিজ্ঞ কার্ডিওলজি ও গাইনী টিমের অধীনে।

সঠিক যত্ন নিলে মা ও শিশু দুজনেই নিরাপদ থাকতে পারে।

৪ বার বাচ্চা নষ্টের পর আজ একজন বাচ্চা পেলেন দীর্ঘ ১২ বছর পর।আগে অনেক চিকিৎসক দেখিয়েছেন।এবার এসেছেন আমার কাছে।ছিলো হরমোন ...
27/07/2025

৪ বার বাচ্চা নষ্টের পর আজ একজন বাচ্চা পেলেন দীর্ঘ ১২ বছর পর।
আগে অনেক চিকিৎসক দেখিয়েছেন।
এবার এসেছেন আমার কাছে।

ছিলো হরমোন সমস্যা, আগে কারণ নির্ণয় হয়নি।

এই প্রেগনান্সিতে এসেছিলেন।

রুগী ও তার চিকিৎসক উভয়কেই কষ্ট করতে হয় সঠিক ফলাফল এর জন্য।

বাচ্চার জন্য শুভঃ কামনা।

Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, ২৮.৭.২৫, সোমবার চেম্বারের সময় সকাল ১০.৩০ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক সদর রোড, বরিশাল।

চারিদিকে জ্বরের আর ডায়রিয়ার মহামারী।গতকাল অনেক জ্বর আর ডায়রিয়ার রুগী দেখলাম।তার মধ্যে অনেকের বাচ্চা পেটে কারণ বাচ্চা পেট...
26/07/2025

চারিদিকে জ্বরের আর ডায়রিয়ার মহামারী।
গতকাল অনেক জ্বর আর ডায়রিয়ার রুগী দেখলাম।

তার মধ্যে অনেকের বাচ্চা পেটে কারণ বাচ্চা পেটে অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।

এদের মধ্যে কারো করোনা কারো ডেঙ্গু।
কারো অন্য ভাইরাল ফিভার।

চেম্বারে এসে কেউ পরের দিন আক্রান্ত হয়েছেন এমন রুগীর সংখ্যাও কম নয়।

নিকটাত্মীয় ছাড়া অন্য অপিরিচিত রুগীর সংগে গল্প করা বন্ধ করুন।

চেম্বারের মধ্য থেকেও আক্রান্ত হতে পারেন, কারণ চেম্বারের মধ্যে জীবাণু বেশী কারণ বদ্ধ স্থান।
চেম্বারে ঢোকার পূর্বে মাস্ক পড়ুন।

Dr. Shahida Begum Minu; Womens health

চিকিৎসক রোবট নয়।তারও  বিশ্রামের প্রয়োজন।তাহলে তার চিন্তাশক্তি ও কাজের ক্ষমতা বাড়ে।Dr. Shahida Begum Minu; Womens health
26/07/2025

চিকিৎসক রোবট নয়।
তারও বিশ্রামের প্রয়োজন।
তাহলে তার চিন্তাশক্তি ও কাজের ক্ষমতা বাড়ে।
Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল,  রবিবার, ২৭.৭.২৫ চেম্বারের সময় সকাল ১০.৩০ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড , বরিশাল।রুগীর ডায়রিয়া হয়ে...
26/07/2025

আগামীকাল, রবিবার, ২৭.৭.২৫ চেম্বারের সময় সকাল ১০.৩০ টা।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড , বরিশাল।

রুগীর ডায়রিয়া হয়েছে, রুগীকে বোঝানো হয়েছে ডায়রিয়ার সাথে নাকি তার বাচ্চার থলির পানি কমে গেছে।

এটা এক ধরনের ধোঁকাবাজি।

বাচ্চার থলির সাথে পায়খানার রাস্তার কোন সংযোজন নাই।

Dr. Shahida Begum Minu; Womens health

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আগুনে পোড়ার কষ্ট।।।।🔥 শরীরে যেকোনো পোড়া হলে কী করবেন?পোড়া যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে – রান্নাঘরে, দুর্ঘ...
25/07/2025

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আগুনে পোড়ার কষ্ট।।।।

🔥 শরীরে যেকোনো পোড়া হলে কী করবেন?

পোড়া যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে – রান্নাঘরে, দুর্ঘটনায়, এমনকি হঠাৎ আগুনে। সঠিক প্রাথমিক চিকিৎসা (First Aid) দিলে ব্যথা, সংক্রমণ ও ত্বকের ক্ষতি অনেকটাই কমানো যায়।

প্রাথমিক করণীয়:

1. আগুন বা তাপের উৎস থেকে সরিয়ে নিন।

2. পোড়া স্থানে সঙ্গে সঙ্গে ১০-২০ মিনিট ঠান্ডা পানি ঢালুন (বরফ নয়)।

3. তেল, টুথপেস্ট, মাখন লাগাবেন না – ইনফেকশন বাড়ে।

4. পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ঢিলেঢালা ব্যান্ডেজ দিন।

5. ফোসকা ফাটাবেন না।

6. ব্যথা থাকলে প্যারাসিটামল নিতে পারেন।

7. পোড়া বড় হলে, মুখ, হাত-পা, যৌনাঙ্গ বা শ্বাসনালীর কাছে হলে, বা ত্বক কালো হয়ে গেলে – অবিলম্বে হাসপাতালে যান।

একটি সঠিক পদক্ষেপ কারও জীবন বাঁচাতে পারে।
সচেতন হই, সুরক্ষিত থাকি।

Dr. Shahida Begum Minu; Womens health

📢 গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যস্টেরয়েড ইনজেকশন দেওয়ার পর কেন শিশুর নড়াচড়া কমে যায়?গর্ভাবস্থার ২৪-৩৪ সপ্তাহে শি...
25/07/2025

📢 গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

স্টেরয়েড ইনজেকশন দেওয়ার পর কেন শিশুর নড়াচড়া কমে যায়?

গর্ভাবস্থার ২৪-৩৪ সপ্তাহে শিশুর ফুসফুস দ্রুত পরিপক্ক করতে মায়েদের মাঝে মাঝে স্টেরয়েড ইনজেকশন (যেমন Betamethasone/Dexamethasone) দেওয়া হয়।

অনেক মা লক্ষ্য করেন, ইনজেকশন নেওয়ার পর শিশুর নড়াচড়া কিছুটা কমে যায়।

কেন হয়?

স্টেরয়েড শিশুর মস্তিষ্কের কিছু অংশে সাময়িক প্রভাব ফেলে, ফলে শিশুটি অস্থায়ী ঘুমের অবস্থায় থাকে।

এজন্য ২৪-৭২ ঘণ্টা পর্যন্ত নড়াচড়া কম দেখা যেতে পারে।
Steroid, Adrenal gland এবং গর্ভফুল এর কার্যকারিতার উপর প্রভাব ফেলে যার জন্য বাচ্চার মাংসপেশির টোন কমে যায়। এটা সাময়িক।

এটি সাধারণত ক্ষতিকর নয় এবং ২-৩ দিনের মধ্যে নড়াচড়া স্বাভাবিক হয়।

কি করবেন?

যদি নড়াচড়া কমে মনে হয়, শান্ত থাকুন, তবে নন-স্ট্রেস টেস্ট (NST) বা আল্ট্রাসনোগ্রাফি করিয়ে শিশুর অবস্থা দেখে নিন।

ডাক্তারকে জানান এবং পরামর্শ নিন।

মনে রাখবেন:
শিশুর ফুসফুস বাঁচাতে স্টেরয়েড ইনজেকশন জরুরি, আর নড়াচড়া কমে যাওয়া সাধারণত সাময়িক বিষয়।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।

Dr. Shahida Begum Minu; Womens health

বি: দ্র: আজ একজন steroid দেয়ার পর নড়াচড়া কম নিয়ে ভর্তি হয়েছেন।

তার ২৪ সপ্তাহে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় জরায়ু মুখে সেলাই দেয়া হয়েছিলো।

তার উদ্দেশ্যে এই পোস্ট টি দেয়া হোলো।

24/07/2025

আগামীকাল, ২৫.৭.২৫, শুক্রবার চেম্বার বন্ধ।
শনিবার, ২৬.৭.২৫ চেম্বারের সময় সকাল ১০.৩০ টা।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

Dr. Shahida Begum Minu; Womens health

শুভঃ সকাল।ভালো থাকুক সব বাবা মায়ের রাজকন্যা আর রাজ পুত্ররা।☺️☺️Dr. Shahida Begum Minu; Womens health
24/07/2025

শুভঃ সকাল।

ভালো থাকুক সব বাবা মায়ের রাজকন্যা আর রাজ পুত্ররা।☺️☺️

Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, বৃহস্পতিবার, ২৪.৭.২৫ চেম্বারের সময়সকাল ১০.৩০ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।গতকাল এটা ameri...
23/07/2025

আগামীকাল, বৃহস্পতিবার, ২৪.৭.২৫ চেম্বারের সময়
সকাল ১০.৩০ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

গতকাল এটা american journal এ এসেছে।
আমি সাথে সাথেই দেখে নিয়েছি।

কারণ অনলাইনের যুগে বিশ্ব হাতের মুঠোয়।
চাইলেই জানা যায়।

এটা ডেলিভারি পরবর্তী রক্তপাত বন্ধের একটি পদ্ধতি।
যা নুতন করে ডেলিভারি পরবর্তী রক্তপাত বন্ধে ব্যবহার
করা শুরু হয়েছে।

আজ পর্যন্ত আল্লাহর রহমতে ডেলিভারি পরবর্তী রক্তপাতে কোন রুগী মারা যায়নি।
কোন রুগীর জরায়ু কাটতে হয়নি।

অনেক চিকিৎসক এবং রুগীকে বিপদ থেকে উদ্ধার করেছি।

আগে থেকেই রুগীর ঝুঁকি নির্ণয় এবং রুগী এবং রুগীর গার্ডিয়ান কে কাউন্সেলিং খুব জরুরী কারণ রুগী কথা শুনবে না এটাই স্বাভাবিক।

আমাদের দেশের মাতৃমৃত্যুর প্রধান কারণ ডেলিভারি পরবর্তী রক্তপাত।

আমার টাইম লাইনে এমন লোক আছেন যাদের আত্মীয়স্বজন হয়তোবা এই রক্ত পাতে মারা গেছেন।

যারা বলেন চিকিৎসক রা কিছুই পারেনা, তারা ভুল বলেন।

আমাদের দিতে হবে নির্ভুল রিপোর্ট, আধুনিক যন্ত্রপাতি
এবং ভালো একটি হাসপাতাল।

আমি আগে একটি well equipped hospital এ সমস্ত সুযোখ সুবিধা সহ কাজ করেছি যেটা ছিলো refferal hospital, এমন কোন সুযোখ সুবিধা নাই যে সেখানে ছিলোনা, বাইরে এনায়েতপুর আর ভিতরে সিঙ্গাপুর।
যেখানে মৃত্যুর আগে রুগী আসতো সব চেষ্টা করে, আমার ডিপার্টমেন্ট এ আমি থাকাকালীন সময়ে কোন মৃত্যু হয়নি।

মুমূর্ষু রুগী কোনদিন ফিরিয়ে দেইনি। তারা যদিও অনেকে অজ্ঞান অবস্থায় এসে ভালো হয়ে যাওয়ার সময় চিকিৎসককে গালি দিয়ে গিয়েছে কসাই বলে কারণ বিল দিতে হবে তাই যদিও ফিক্সড বেতনের চাকরি ছিলো।

ইংল্যান্ডের একজন বাংলাদেশ এর চিকিৎসকের ওয়াইফ ডেলিভারি পরবর্তী রক্তপাতে মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র প্রটোকল অনুযায়ী ধাপে ধাপে আগানোর জন্য।

আমি ও বিদেশে চাকরি করেছি, দেখেছি প্রটোকল অনুযায়ী চিকিৎসা করতে করতে রুগী খারাপ হয়ে যায়।

এজন্য ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হয়। কারণ রক্তপাত শুরু হলে এক মিনিট সময় নষ্ট করাও রুগীর জন্য ক্ষতিকর।

বি: দ্র: আমার FCPS পরীক্ষার একজন পরীক্ষক ছিলেন ইংল্যান্ডের, যিনি পরীক্ষা নিতেই এসেছিলেন।
কাজেই বাংলাদেশের ডাক্তাররা কিছুই পারেনা এটা বলা থেকে বিরত থাকুন আর পারলে সিস্টেম এর বিরুদ্ধে বলুন এবং সিস্টেম ঠিক করুন।

Dr. Shahida Begum Minu; Womens health

কোন মায়ের স্বপ্ন যেন দু:স্বপ্নে রূপ না নেয়।রুগীর ওজন ছিলো ১০২ কেজি।সাথে প্রেসার বেশী।আরো ২ সপ্তাহ আগে সি- ,সেকশন করতে চে...
22/07/2025

কোন মায়ের স্বপ্ন যেন দু:স্বপ্নে রূপ না নেয়।
রুগীর ওজন ছিলো ১০২ কেজি।

সাথে প্রেসার বেশী।

আরো ২ সপ্তাহ আগে সি- ,সেকশন করতে চেয়েছিলেন, আমি দেইনি, কারণ বাচ্চার বয়স কম ছিলো।

বাচ্চা ভালো আছে আলহামদুললিয়াহ।

আগামীকাল, ২৩.৭.২৫ বুধবার, চেম্বারের সময় সকাল ১০.৩০ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

Dr. Shahida Begum Minu; Womens health

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahida Begum Minu; Womens health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shahida Begum Minu; Womens health:

Share