মেসার্স রুবায়িত মেডিসিন কর্ণার

  • Home
  • Bangladesh
  • Barishal
  • মেসার্স রুবায়িত মেডিসিন কর্ণার

মেসার্স রুবায়িত মেডিসিন কর্ণার এখানে স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা মুলক বিভিন্ন তথ্য শেয়ার করা হবে।

Rubait Medicine and Surgical are about to help rural people and provide online delivery of Medicine for helpless people in this area.

কপি পোস্টঃস্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরো...
06/07/2025

কপি পোস্টঃ
স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য দোয়া ও আশীর্বাদ।

ধন্যবাদ।

©

ছেলেরা শেষ বিকেলে বাবার সাথে ঘুরতে যাবে।
18/06/2025

ছেলেরা শেষ বিকেলে বাবার সাথে ঘুরতে যাবে।

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে যান। ঝাড়-ফুক দিয়ে জীবন বিপন্ন করবেন না!
11/06/2025

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে যান। ঝাড়-ফুক দিয়ে জীবন বিপন্ন করবেন না!

05/06/2025
05/06/2025

My Little Effort to.engage with local.people

ক্রেডিট: ড: মুহাম্মদ গিয়াসউদ্দিন টিপু
23/05/2025

ক্রেডিট: ড: মুহাম্মদ গিয়াসউদ্দিন টিপু

বেকুটিয়া ব্রিজে গেছিলাম। গুড ফ্রাইডে! ছবি তোলার কাজে ব্যস্ত থাকায় ক্যামেরার সামনে যাওয়া হয় নি!
17/05/2025

বেকুটিয়া ব্রিজে গেছিলাম। গুড ফ্রাইডে! ছবি তোলার কাজে ব্যস্ত থাকায় ক্যামেরার সামনে যাওয়া হয় নি!

16/05/2025

গ্রামীণ জনপদের মেঠো পথে দেখা অপরূপ সৌন্দর্য্যের সমাহার।

ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে বহুল ব্যবহৃত একটি ওষুধ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন
16/05/2025

ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে বহুল ব্যবহৃত একটি ওষুধ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন

গ্রাম বাংলার নৈসর্গিক, নান্দনিক দৃশ্য মানবজাতিকে চিরকালই মুগ্ধ করে, ঠিক তেমনি আমাকেও। সারাদিনের কর্মযজ্ঞ শেষে, ক্লান্ত দ...
16/05/2025

গ্রাম বাংলার নৈসর্গিক, নান্দনিক দৃশ্য মানবজাতিকে চিরকালই মুগ্ধ করে, ঠিক তেমনি আমাকেও। সারাদিনের কর্মযজ্ঞ শেষে, ক্লান্ত দেহে ঘরে আর কাজ করতে মন চায় না, আপনি অল্প কিছু সময়ের জন্য হলেও প্রকৃতির কাছে চলে যান। একাগ্রতায় হারিয়ে যান, ভাবুন দুনিয়া কত সুন্দর। পুনরায় কাজ করার শক্তি পাবেন।

 া_!Yet close yet so far! This  was a great great experiences. I was very very much enthusiastic to perform. How have it...
10/04/2025

া_!
Yet close yet so far!
This was a great great experiences. I was very very much enthusiastic to perform. How have it done I don't know but try heart and soul. Thanks to all who assisted me on this platform.

Address

J5X9+3XX Jhalokati
Barishal
8404

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801701029842

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স রুবায়িত মেডিসিন কর্ণার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেসার্স রুবায়িত মেডিসিন কর্ণার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram