Dr. Rozi Rahman

Dr. Rozi Rahman Hi!!! This is Dr. Rozi Rahman. I am an Assistant Professor of Fizora Amu Homeopathic College, Zhalokh

নবজাতক থেকে ১০ বছর বয়সের বাচ্চাদের মধ্যে রোগ গুলো দেখা যায়।   শিশুদের ১০টি সাধারন রোগ:1. General Cold  সাধারণ সর্দি2. Br...
08/02/2021

নবজাতক থেকে ১০ বছর বয়সের বাচ্চাদের মধ্যে রোগ গুলো দেখা যায়।
শিশুদের ১০টি সাধারন রোগ:
1. General Cold সাধারণ সর্দি
2. Bronchitis and Bronchiolitis ব্রঙ্কাইটিস এবং ব্রোঙ্কিওলাইটিস
3. Stomach Flu (Gastroenteritis) পেট ফ্লু (গ্যাস্ট্রোন্টারাইটিস)
4. Hand, Foot and Mouth Disease (HFMD)
5. Febrile Seizures ফেব্রুলে খিঁচুনি
6. Chickenpox
7. Eczema একজিমা
8. Asthma হাঁপানি
9. Allergic Rhinitis (Allergies) অ্যালার্জিক রাইনাইটিস (অ্যালার্জি)
10. Constipation কোষ্ঠকাঠিন্য
উল্লেখিত রোগ ছারাও মা ও শিশুদের সকলপ্রকার যেমন : অরুচি, বমি, ঘুমের সল্পতা ইত্যাদি সমস্যার জন্য পরামর্শ নিতে পারেন। আধুনিক হোমিও চিকিৎসার মাধ্যমে প্রথম দিন থেকেই সুফল পাবেন। যেহেতু হোমিও চিকিৎসায় কোন পার্শ¦ প্রতিক্রিয়া নেই তাই আপনার শিশুর জন্য হোমিও চিকিৎসাই হচ্ছে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি।
যোাগাযোগ :
ডা: রোজী রহমান
(এম.এ, ডি এইচ এম এস)
প্রভাষক
ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঝালকাঠি।
চেম্বার: মুান্সী গ্যারেজ, বগুরা রোড, বরিশাল।
মোবাইল: ০১৬৩২১৬৯২৮২

গ্যাস্ট্রিক, যা সংক্রামক ডায়রিয়া নামেও পরিচিত, এটি “গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের” প্রদাহ যা পাকস্থলী এবং ক্ষুদ্র...
08/02/2021

গ্যাস্ট্রিক, যা সংক্রামক ডায়রিয়া নামেও পরিচিত, এটি “গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের” প্রদাহ যা পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের সাথে জড়িত। গ্যাস্ট্রিক শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। গ্যাস্ট্রিক অনেক প্রকার হতে পারে এবং এর লক্ষনও আছে অনেক। কিছু রোগী ১৫/২০ বছর ধরে গ্যাস্ট্রিক এর সমস্যায় ভুগছেন এবং কেউ কেউ নিয়মিত ঔষধ খাচ্ছেন তাতে শুধু সাময়িক উপশোম পাচ্ছেন। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে গ্যাস্ট্রিক থেকে চির মুক্তি লাভ করা সম্ভব।
বিশেষ লক্ষন সমূহঃ
 বুক গলা জ্বলে, টক ঢেকুর উঠে, দাঁত টক হইয়া যায়, পেট জ্বলে, সেই বেদনা প্রায়ই আহারের পর বৃদ্ধি পায়। অম্লশূল বেদনা ধীরে ধীরে বাড়ে।
 খাবারে অরুচি ও হঠাৎই বুকে চাপ দিয়ে শ্বাস কষ্ঠ অনুভুত হয়। কিছুক্ষেত্রে মৃত্য ভয়ও দেখা যায়।
 জিহ্বায় ময়লা, মুখে তিক্ত স্বাদ। ডান কাঁধের নীচে বেদনা। ক্ষুধা পাইলে পেট বেদনা আরম্ভ হয়।
 আহারের পরেই পেটে বেদনা। ভুক্ত দ্রব্য পেটে গোলার মত হইয়া ওঠে।
 আহারের দুই/এক ঘন্টা পর পেট বেদনা। ঘন ঘন পায়খানার বেগ। মাঝে মাঝে নিষ্ফলা পায়খানা, কামড়ানি, খামছানি বেদনায় রোগীকে অস্থির করিয়া তোলে।
 পেটের ব্যথা প্রায়ই তলপেট হইতে আরাম্ভ হয় এবং তা দেহের বিভিন্ন স্থানে সঞ্চালিত হয়। সটান হইয়া শুইলে বা সোজা হইয়া দাঁড়াইলে বেদনার উপশম মনে হয়।
 পেটে বায়ু জমে, পেট ফুলে। শিশুরা ছটফট করে কাঁদে ও পেটের যন্ত্রনায় অস্থির হইয়া পরে।
 নাভির পার্শে¦ ভয়ানক কামড়ানি, খামছানি বেদনা, অত্যন্ত কোষ্ঠবদ্ধ, ছোট গোল বলের মত মল নির্গত হয়।
 পেটে অসহ্য ব্যথা, জোরে চাপিয়া ধরিলে, কুজো হইয়া বসিলে, পেটের নিচে বালিশ দিয়া উপর হইয়া শুইলে বেদনা উপশম মনে হওয়া।
 ক্ষুধা অসহ্য। ক্ষুধা পাইলে পেট বেদনা দেখা দেয়। পেট খালি হইলেই পেটে ব্যথা আরম্ভ হয়।
আধুনিক হোমিও চিকিৎসার মাধ্যমে প্রথম দিন থেকেই সুফল পাবেন। ১৫ থেকে ৩০ দিনের একটি কোর্সের মাধ্যমে গ্যাস্ট্রিক থেকে চিরমুক্তি লাভ সম্ভব। (যাদের অতিরিবÍ ধুমপান বা অধিক কাচাঁ লবন খাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে চিকিৎসার সময় কিছুটা দীর্ঘায়িত হতে পারে)
যোাগাযোগ :
ডা: রোজী রহমান
প্রভাষক
ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঝালকাঠি।
চেম্বার: মুন্সী গ্যারেজ, বগুরা রোড, বরিশাল।
মোবাইল: ০১৬৩২১৬৯২৮২

 া_দেহের_গন্ধদেহের গন্ধ হ'ল ত্বকে থাকা ব্যাকটিরিয়া ঘাম অ্যাসিডে ভেঙে গেলে আমাদের দেহগুলি অনুভূত অপ্রিয় গন্ধ অনুভব করতে...
08/02/2021

া_দেহের_গন্ধ
দেহের গন্ধ হ'ল ত্বকে থাকা ব্যাকটিরিয়া ঘাম অ্যাসিডে ভেঙে গেলে আমাদের দেহগুলি অনুভূত অপ্রিয় গন্ধ অনুভব করতে পারে। কেউ কেউ বলে যে এটি শরীরে বেড়ে ওঠা ব্যাকটেরিয়ার গন্ধ, তবে এটি আসলে ব্যাকটেরিয়াগুলির দ্বারা নির্দিষ্ট অ্যাসিডে প্রোটিন ভেঙে ফেলা হয়।
যার কারনে আমাদের অনেক সময় অপ্রিতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ব্যক্তি বিশেষ সমস্যাটি কারর ঋতু ভেদে হয়। সাধারনত গ্রীষ্ম কালে ঘামের গন্ধ এবং শীত কালে জুতা, মোজা পরলে পা ঘামায় যার ফলে জুতা, মোজা ও পা থেকে দুর্গন্ধ বের হয়। কিছু ক্ষেত্রে সমস্যাটি এতই প্রকট যে অনেকে জুতা পরা বাদ দিতে বাধ্য হয়েছেন। আরেকাট সমস্যা হচ্ছে সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে হাত পা ঘাামানো একটি বড় সমস্যা। সামান্য পরিশ্রমে অধিক ঘাম হলে সেটা দুর্বলতার লক্ষন
#নিরাময় :
কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগে সাময়িক ফলাফল পাওয়া গেলেও সেগুলি স্থায়ি সমাধান নয়। একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় হাত পা ঘামানোর এবং ঘাামানোর ফলে যে দুর্গন্ধ হয় তার সুষ্ঠ চিকিৎসা এবং সমস্যার স্থায়ি সমাধান সম্ভব। বিশেষ করে ১৫ বছর থেকে ২৫ বছর বয়সের ছেলেদের মধ্যে সমস্যাটি বেশি দেখা যায়। বয়স ভেদে ৩ দিন থেকে ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান সম্ভব। (যাদের অতিরিবÍ ধুমপান বা খাবারে অধিক কাচাঁ লবন খাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে চিকিৎসার সময় কিছুটা দীর্ঘায়িত হতে পারে)
যোাগাযোগ :
ডা: রোজী রহমান
চেম্বার: মুান্সী গ্যারেজ, বগুরা রোড, বরিশাল।
মোবাইল: 016 3216 9282

08/02/2021
08/02/2021

Address

Bogura Road
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rozi Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share