Barura Upazila Health Complex, Comilla

Barura Upazila Health Complex, Comilla বরুড়া উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
(2)

Free OT facility available, Free Normal Delivery facility available for 24×7,Free ANC,PNC facility available, Free VIA & CBE Test, pathology facility available, X-ray facilities available, Xene-expert machine facility available

  সিনারিও-১সাজেদা খুবই সেনসিটিভ মানুষ,  সব কিছুতেই ভয় পায়, শহর থেকে গ্রামে আসলো, একটা কুকুর /বিড়াল তার শরিরের সাথে টাচ ল...
30/01/2025


সিনারিও-১
সাজেদা খুবই সেনসিটিভ মানুষ, সব কিছুতেই ভয় পায়, শহর থেকে গ্রামে আসলো, একটা কুকুর /বিড়াল তার শরিরের সাথে টাচ লাগলো- কামড় কিংবা আঁচড় লাগেনি-
কোন দাগ নাই- তার কি র‍্যাবিস ভ্যাক্সিন লাগবে?
কয়টা ডোজ লাগবে-

সিনারিও-২- মাজেদাকে গৃহপালিত কুকুর/বিড়াল আঁচড় দিলো,কিছুটা Localised swelling আছে, কোনো ব্লিডিং হয়নাই-
বিড়াল/কুকুর এর কোনো রোগ নাই, নিয়মিত ভ্যাক্সিন দেওয়া হয়, এখন মাজেদার করনীয় কি?

সিনারিও-৩
সালেহাকে কুকুর/বিড়াল আঁচড় দিলো, বিড়াল /কুকুর ভ্যাক্সিনেটেড কিনা জানা নাই- বিড়াল/কুকুর টা গৃহপালিত না- আঁচড়ের কারণে localised swelling হলো, কোনো ব্লিডিং হয়নাই, তার কোন ভ্যাক্সিন লাগবে কিনা?

সিনারিও-৪
পেয়ারা বেগম কে বিড়াল কামড় /আঁচড় দিলো-
ব্লিডিং হলো, করনীয় কি?

সিনারিও-৫:
পেশেন্ট ভ্যাক্সিন পাওয়ার কতিদিনের মধ্যে আবার বিড়াল কামড় দিলে ভ্যাক্সিন লাগবে?

প্রশ্নগুলির উত্তর আপনারা দিবেন-
তার আগে জেনে নিই-
Animal bite /Scratch কে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করা হয়-

Category -1
শুধু rabid Animal এর টাচ লাগলো, No swelling or no bleeding :
কথনীয় - কেবল জায়গাটা সাবান /Antiseptic দিয়ে ধুয়ে নিন, আর কিছু করার দরকার নাই-

Category -2
বিড়াল কিংবা কুকুর আঁচড় দিলো কিংবা কামড় দিলো, জায়গা টা ফুলে গেলো, কিন্ত কোনো ব্লিডিং হয়নাই-
এই ক্ষেত্রে হিস্ট্রি নেন-- বিড়াল /কুকুর গৃহপালিত কিনা?
রিসেন্ট ২-৩ মাসে তাদের মধ্যে কোনো aggressive আচরণ দেখেছেন কিনা, drooling of saliva or পায়ে সমস্যা আছে কিনা? যদি গৃহপালিত হয়, আর বিড়াল/কুকুর সুস্থ হয়, তাহলে কিছুই করা লাগবেনা, antiseptic দিয়ে ওয়াশ করে ফেলুন- কিন্ত যদি কুকুর /বিড়ালের পরিস্থিতি জানেন না,
তাহলে সেইক্ষেত্রে ভ্যাক্সিন লাগবে- তবে কোনো Immunoglobulin লাগবেনা--

No bleeding মানে No Immunoglobulin

Category -3
বিড়াল /কুকুরের আঁচড়ে ফুলে গেলো, কিংবা কোথাও skin break হলো, মানে কোথাও রক্ত বের হওয়ার উপক্রম হলো,
তাহলে এইটাকে ক্যাটাগরি -৩ তে রাখা হবে-
Bleeding or bleeding mark = Category -3
এই ক্ষেত্রে ভ্যাক্সিন + immunoglobulin ২ টাই লাগবে-
(Immunoglobulin one single dose)

র‍্যাবিস ভ্যাক্সিনের সর্বশেষ আপডেট-
আগে ১ মাসে ৫ টা ডোজ দেওয়া হতো-
এখন WHO I/M দিলে ৪ টা ডোজ দিতে বলেছে-
আর intra dermal দিলে ৩ টা ডোজ- তবে প্রতি ডোজে ২ হাতেই দিতে হবে-- সেইক্ষেত্রে ডোজ ৩ টা হলেও দুই হাতে দেওয়ার কারণে ৬ বার ইঞ্জেকশন পুশ করা লাগতেছে, তাই এইটা সাধারণত কম দেওয়া হয়, ( I/D dose : 0.1 ml করে দুই সাইটে প্রতি ডোজ)

আর I/M ৪ টা ডোজ ৪ বার ইনজেকশন পুশ করা লাগে, তাই এখনো পর্যন্ত first choice I/M

Update Vaccine Dose:
Day:0
Day-3
Day-7
Day-14

ডেল্টয়েড পেশিতে দেওয়া হবে I/M
কামড়/কিংবা আঁচড়ের পর যত দ্রুত সম্ভব দিয়ে দিবে-
কামড়ের প্রথম ২৪ ঘন্টায় দিলে ম্যাক্সিমাম কার্যকরিতা দেখায়, ২৪ ঘন্টায় দেওয়া না গেলে অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে দিয়ে দিবেন--

Inj- Rabix VC 1 ml
Day -0 যেদিন প্রথম ডোজ দেওয়া হয় সেদিন কে বুঝায়

এবার আসি -immunoglobulin এর ডোজে
immunoglobulin 40 IU/kg dose এ দেওয়া হয়-
একটা ভায়ালে 5 ml এর মধ্যে 1000 IU থাকে
1 ml =200 IU

প্রতি ৫ কেজির জন্য 1 ml
তার মানে ২৫ কেজি ওজন হলে একটা ভায়াল দিলেই হবে,

৪০ কেজি হলে একটা ভায়াল পুরোপুরি, আরেকটা ভায়াল থেকে 3 ml নিয়ে দিতে হবে-

৫০ কেজি হলে ২ টা ভায়াল, এইভাবে হিসাব করে দিবেন-

কিভাবে দিবেন?
Rabis vaccine 1 ampule এ মাত্র 1 ml থাকে, অর্থাৎ ভ্যাক্সিন পরিমানে কম থাকে, তাই deltoid এ সহজে দিয়ে দেওয়া যায়,

কিন্ত immunoglobulin এক ampule এ 5 ml থাকে, ৭০ কেজি ওজন হলে প্রায় 3 টা ampule লাগবে, যেখানে প্রায় 15 ml, এই 15 ml কিভাবে দিবেন?

প্রথমে Wound টা ভালোভাবে antiseptic দিয়ে wash করে নিবেন, তারপর 15 ml থেকে যতবেশি সম্ভব হয়, wound border e intradermally or S/C দিয়ে দিবেন যতটুকু দেওয়া যায়-
আর বাকি টা Deltoid এ দিবেন--কিংবা Glut eal region এ দিবেন-

অনেকে শুধু একটা immunoglobulin ampule দিয়ে দেয়
এইটা ভুল, সর্বোচ্চ 25 kg পর্যন্ত একটা ampule. (প্রতি 5 kg তে 1 ml or 0.2 ml/Kg)

এই চিকিৎসার সাথে সাথে পেশেন্ট কে antibiotics দিয়ে দিবেন-

moxaclav 625 mg TDS for 7 days..
Pain থাকলে এনালজেসিক-

Scenario-wise Summary:

1. সিনারিও ১: সাজেদার কোন ভ্যাক্সিনের প্রয়োজন নেই। কেবল জায়গাটি ক্লিন করে নিলেই হবে।

2. সিনারিও ২: মাজেদার ভ্যাক্সিনের প্রয়োজন নেই কারণ পশুটি গৃহপালিত, সুস্থ এবং নিয়মিত ভ্যাক্সিনেটেড। তবে antiseptic দিয়ে ওয়াশ করে নেবে।

3. সিনারিও ৩: সালেহা বেগমের ক্ষেত্রে কুকুর/বিড়ালটির ভ্যাক্সিনেটেড স্ট্যাটাস জানা নেই এবং এটি গৃহপালিত নয়, তাই rabies vaccine নিতে হবে (ইমিউনোগ্লোবিউলিন লাগবে না)।

4. সিনারিও ৪: পেয়ারা বেগমের কামড়ের স্থানে ব্লিডিং হওয়ায় এটি ক্যাটাগরি ৩। তাই পেয়ারা বেগমের rabies vaccine + immunoglobulin + antibiotics লাগবে।

Re-Exposure
সিনারিও-৫: ভ্যাক্সিন পাওয়ার ৩ মাসের মধ্যে কামড় দিলে আবার ভ্যাক্সিন নেওয়া লাগবেনা- ৩ মাস পরে হলে দুইটা Booster dose নিবে (Day-0, Day-3)

অতীতে একবার immunoglobulin পেয়ে থাকলে ভবিষ্যতে কখনো immunoglobulin লাগবেনা, শুধু ভ্যাক্সিন দুই ডোজ দিলেই হবে।

আর অতীতে immunoglobulin না পেয়ে থাকলে ভ্যাক্সিন ডোজ কমপ্লিট কিনা, মানে previous exposure এ ৪ টা ভ্যাক্সিন নিয়েছে কিনা জিজ্ঞাসা করবে, যদি ভ্যাক্সিন ডোজ কমপ্লিট থাকে, তাহলে এখন শুধু ২ টা ভ্যাক্সিন দিলেই হবে, category -3 wound হলে+ অতীতে ভ্যাক্সিন ডোজ ইনকমপ্লিট থাকলে immunoglobulin + ৪ টা ভ্যাক্সিন ডোজ লাগবে।

সাথে TT দেওয়া লাগবে কিনা, এইটা ডিপেন্ড করবে wound category এর উপর, তবে tetanus prone wound হলে As per TT vax গাইড লাইন একটা টিটেনাস ভ্যাক্সিন ও দিবেন।

#প্রেগন্যান্সিতে র‍্যাবিস ভ্যাক্সিন সেফ- দেওয়া যাবে,
একই প্রটোকলে, immunoglobulin লাগলে সেটাও দেওয়া যাবে-

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবা রাত্রি ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই চিকিৎসক এর তত্ত্বাবধানে প্রশিক্ষিত মিডওয়াইফ এবং সি...
21/04/2024

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবা রাত্রি ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই চিকিৎসক এর তত্ত্বাবধানে প্রশিক্ষিত মিডওয়াইফ এবং সিনিয়র স্টাফ নার্স দ্বারা নিরাপদ নরমাল ডেলিভারি করা হয়।নিরাপদ স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করাতে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসুন। সেবা নিন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করুন, শিশু মৃত্যুর ঝুঁকি কমান, মাতৃমৃত্যুর ঝুঁকি কমান।

গরম যখন চরমেচলি সবাই নিয়মে।কৃতজ্ঞতায়:-  #টিম_বরুড়া উপজেলা স্বাস্থ্য  বিভাগ, বরুড়া, কুমিল্লা।
21/04/2024

গরম যখন চরমে
চলি সবাই নিয়মে।
কৃতজ্ঞতায়:- #টিম_বরুড়া
উপজেলা স্বাস্থ্য বিভাগ, বরুড়া, কুমিল্লা।

28/03/2024
গত ০১/০৩/২০২৪ তারিখে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।ফলাফল দেখতে www.cs.comilla.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ ...
03/03/2024

গত ০১/০৩/২০২৪ তারিখে অনুষ্ঠিত
নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল দেখতে www.cs.comilla.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

বরুড়া উপজেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার কে স্বাস্থ্য অধিদপ্তরের এই ১০ নির্দেশনা মেনে চলার জ...
27/02/2024

বরুড়া উপজেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার কে স্বাস্থ্য অধিদপ্তরের এই ১০ নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশক্রমে- অনুরোধ করা হলো। কোন প্রতিষ্ঠান এই নিয়ম প্রতিপালন না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
https://www.facebook.com/share/p/snWD8YZNd4TSGtLr/?mibextid=qi2Omg

বেসরকারী হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহ পরিচালনার ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের ৩য় তলায় লেবার ওয়ার্ডে প্রশিক্ষিত মিডওয়াইফ ও সিনিয়র স্টাফ নার্স দ্বারা সপ্ত...
16/02/2024

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের ৩য় তলায় লেবার ওয়ার্ডে প্রশিক্ষিত মিডওয়াইফ ও সিনিয়র স্টাফ নার্স দ্বারা সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টায় বিনামূল্যে নরমাল ডেলিভারি করানো হয়। হাসপাতালে নরমাল ডেলিভারি করান, শিশু এবং মায়ের সুস্থতা নিশ্চিত করুন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক, শিশু ও কিশোর রোগ  বিশেষজ্ঞ ডা: মো: নাজমুল হোসাইন  প্রতিদিন রোগী দেখেন (শুক্রবা...
14/02/2024

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা: মো: নাজমুল হোসাইন প্রতিদিন রোগী দেখেন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)
রুম নাম্বার-২০৩ (২য় তলা), নতুন হাসপাতাল ভবন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: শরীফুল ইসলাম প্রতিদিন রোগী দেখেন (শুক্রবার ও সরকারি ছুটির দিন...
14/02/2024

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: শরীফুল ইসলাম প্রতিদিন রোগী দেখেন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)
এন সি ডি কর্ণার (রুম নাম্বার-১০৯), নতুন হাসপাতাল ভবন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার জরুরি প্রসূতি সেবা সিজারিয়ান অপারেশন হয়। সিজারিয়া...
14/02/2024

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার জরুরি প্রসূতি সেবা সিজারিয়ান অপারেশন হয়।
সিজারিয়ান অপারেশন করেন
ডা: শাহনাজ বেগম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
কনসালট্যান্ট (গাইনী), বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা।
স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন।
রুম নং-২০৯ (২য় তলা) নতুন হাসপাতাল ভবন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরুড়া, কুমিল্লা।
প্রতিদিন রোগী দেখেন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)

এটি একটি ভুয়া বিজ্ঞপ্তি,  সকলকে সচেতনতার জন্য শেয়ার করার অনুরোধ করছি।
31/01/2024

এটি একটি ভুয়া বিজ্ঞপ্তি, সকলকে সচেতনতার জন্য শেয়ার করার অনুরোধ করছি।

Address

Barura Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Barura Upazila Health Complex, Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Barura Upazila Health Complex, Comilla:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category