Dr.Rony

Dr.Rony Health Tips

ওভারিয়ান সিস্ট,হোমিওপ্যাথিক চিকিৎসা। Ovarian Cyst,আমার কাছে একটা পেসেন্ট আসে,পেসেন্টের পিরিয়ড হলে  পেটে অনেক ব্যাথা হত...
26/05/2025

ওভারিয়ান সিস্ট,হোমিওপ্যাথিক চিকিৎসা।
Ovarian Cyst,আমার কাছে একটা পেসেন্ট আসে,পেসেন্টের পিরিয়ড হলে পেটে অনেক ব্যাথা হতো,তখন আমি একটা আল্ট্রাসনোগ্রাফি করাই, আল্টাসনোগ্রাফি করে দেখি ওভারিয়ান সিস্ট, তিন মাস মেডিসিন খাওয়ানোর পর, আরেকটা আল্টাসনোগ্রাফি করি, আলট্রাসনোগ্রাফি করে দেখি নরমাল আসছে,সিস্ট নেই।

17/05/2025

'সরকার হোমিওপ্যাথি চিকিৎসার ওপর জোর দিচ্ছে।
🩺🩺🩺❤️❤️

বর্তমানে বাংলাদেশে স্ক্যাবিস রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। স্ক্যাবিস, যাকে বাংলায় খোষপাচড়া বলা হয়, একটি অত্যন্ত ছোঁয়া...
08/05/2025

বর্তমানে বাংলাদেশে স্ক্যাবিস রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। স্ক্যাবিস, যাকে বাংলায় খোষপাচড়া বলা হয়, একটি অত্যন্ত ছোঁয়াচে চর্মরোগ। এটি মূলত সারকোপটিস স্ক্যাবিয়া (Sarcoptes scabiei) নামক এক ধরনের পরজীবী জীবাণুর কারণে হয়ে থাকে। রোগটির প্রধান লক্ষণ হলো তীব্র চুলকানি ও শরীরে গুটি গুটি র‍্যাশ হওয়া, যা সাধারণত কবজি, আঙুলের ফাঁক, কোমর এবং শরীরের অন্যান্য অংশে দেখা যায়। রাতে এই চুলকানির তীব্রতা বেড়ে যায়। স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ায়, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, গামছা বা তোয়ালে ব্যবহার করলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।

এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে ছড়ানোর প্রবণতা বেশি। প্রথমবার আক্রান্ত হলে উপসর্গ দেখা দিতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগে, কিন্তু দ্বিতীয়বার সংক্রমণে ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষণ দেখা দেয়।
চিকিৎসা না করলে দীর্ঘদিন চুলকানির ফলে চামড়ায় ঘা হতে পারে এবং জটিলভাবে কিডনি সমস্যাও দেখা দিতে পারে। স্ক্যাবিসের জন্য কোনো টিকা নেই, তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র আলাদা রাখা জরুরি। এছাড়া নরওয়েজিয়ান বা ক্রাস্টেড স্ক্যাবিস নামে স্ক্যাবিসের একটি ভয়াবহ ধরন রয়েছে, যা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বৃদ্ধ, এইচআইভি আক্রান্ত বা দীর্ঘদিন শয্যাশায়ী রোগীদের মধ্যে দেখা যায়। এই ধরনের স্ক্যাবিসে চামড়ায় স্কেলিং হয়।

আজকে আমার চেম্বারে আমার একটা বন্ধুর মা আসে, সেই মায়ের কানের ভিতরে একটা পোকা ঢুকেছে, পোকাটা আজ বের করা হলো।
16/04/2025

আজকে আমার চেম্বারে আমার একটা বন্ধুর মা আসে, সেই মায়ের কানের ভিতরে একটা পোকা ঢুকেছে, পোকাটা আজ বের করা হলো।

👨‍⚕️🩺
10/04/2025

👨‍⚕️🩺

28/01/2025

🚬🚬🚬🚬

পিত্তে পাথর, এবং প্রসাবে ইনফেকশন হোমিও চিকিৎসা।
27/01/2025

পিত্তে পাথর, এবং প্রসাবে ইনফেকশন হোমিও চিকিৎসা।

10/09/2024

দেখেন বাচ্চারা কি খাচ্ছে 🥲🥲

26/06/2024

স্তনের টিউমার বা ক্যান্সার ভালো হওয়ার হোমিওপ্যাথিক জার্মানি ঔষধ।Breast Tumor-Fibroadenoma, Carcinoma Homeopathy Medicine..

Address

Barura

Telephone

+8801845030484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category