Sufi Dorshon - সুফি দর্শন

Sufi Dorshon - সুফি দর্শন সুফি দর্শন

https://youtu.be/pyRbcypSeM0?si=KKzEZSs0Uax-ChnF
23/06/2025

https://youtu.be/pyRbcypSeM0?si=KKzEZSs0Uax-ChnF

তুমি যে নূরের নবীনিখিলের ধ্যানের ছবিতুমি না এলে দুনিয়ায়আঁধারে ডুবিত সবি ॥চাঁদ সুরুজ আকাশে আসেসে আলোয় হৃদয় ন....

23/06/2025

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি ॥

চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলে তাই হে নব রবি
মানবের মনের আকাশে।।

তোমারি নূরের আলোকে
জাগরণ এলো ভু-লোকে
গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম পুলকে।।

নবী না হয়ে দুনিয়ার
না হ’ইয়ে ফেরেশ্তা খোদার
হয়েছি উম্মত তোমার
তার তরে শোকর হাজারবার ॥

উম্মতের মনের বেদনা
বুঝাইলে কেহ বুঝে না
শুনাইলে কেহ শুনে না
শুনেন গো শাহে মদিনা ॥

সালাম

-ডা. বাবা ময়েজউদ্দিন রশিদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী
াহাঙ্গীর_ফকিরি_খানকাহ_শরীফ
#নোয়াখালী_বেগমগঞ্জ

Dr baba moiz uddin Rasshid.
পীরে মর্শেদ কেবলা কাবা চেরাগে রওনক শাহ্ সুফি ডা.
বাবা ময়েজউদ্দিন মোঃ আবদুর রশিদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর লিখিত বই সমূহ :
১। বন্দী মানব মুক্তির পথে।
২। মসনবী শরীফ (১ম খন্ড)।
৩। মসনবী শরীফ (২য় খন্ড)।
৪। দেওয়ান-ই-বু-আলী শাহ্ কলন্দর (১ম খন্ড )।
৫। দেওয়ান-ই-বু-আলী শাহ্ কলন্দর ( দ্বিতীয় খন্ড)।
৬। দেওয়ান-ই-বু-আলী শাহ্ কলন্দর (তৃতীয় খন্ড) ।
৭। আত্মদর্শনের পথে।
এছাড়াও সুফিবাদ প্রকাশনালয়ের সকল বই কুরিয়ার পেতে যোগাযোগ করুন :
আল জাহাঙ্গীর ফকিরি খানকাহ শরিফ।
পশ্চিম ঘাটলা বড়বাড়ি, বেগমগঞ্জ, নোয়াখালী।
যোগাযোগ : 01837203546.

05/04/2025

চন্দ্রনাথ পাহাড় ..

াহাঙ্গীর_ফকিরি_খানকাহ্_শরীফ
#পশ্চিম_ঘাটলা_বেগমগঞ্জ_নোয়াখালী

24/03/2025

১৯৬৭ সালে নায়ক রাজ্জাকের এক সিনেমায় মিলাদ-কিয়াম

03/02/2025

আইরে তোরা কে কে যাবি সত্য জানতে সুরেশ্বর ..
সত্য যদি জানবি তবে ছাড়বি কেবল বাড়িঘর...

22/01/2025

কে বুঝিতে পারে আমার জাহাঙ্গীর বাবার খেলা...
শিল্পী : লাইলি পাগলী
স্হান : ফরিদপুর, আজম শাহ্ বাবার দরবারে

18/01/2025
প্রভুকে যদি চেনবার এবং জানবার কারো ইচ্ছা হয় সে যেন সর্বপ্রথমে নিজের মন ও দেহকে চিনতে চেষ্টা করে। সে যেন অন্য কোনো আজেবা...
24/12/2024

প্রভুকে যদি চেনবার এবং জানবার কারো ইচ্ছা হয় সে যেন সর্বপ্রথমে নিজের মন ও দেহকে চিনতে চেষ্টা করে। সে যেন অন্য কোনো আজেবাজে বিষয়ের মধ্যে মনকে না ডুবিয়ে আপন অস্তিত্বের সন্ধানে আপনার মাঝে ডুব দেয়। তা হলেই সকল রহস্যের দরজাগুলো এক এক করে খুলে যেতে থাকবে।

মারেফতের বানী
ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

24/12/2024

Why does not God answer when I call?

মসনবী  শরীফ  (২য় খন্ড ) অনুবাদক :চেরাগে রওনক শাহ্  সুফি  ডা. ময়েজউদ্দিন  মোঃ আবদুর রশিদ আল জাহাঙ্গীর روی هر يك مینگر مید...
05/12/2024

মসনবী শরীফ (২য় খন্ড )
অনুবাদক :চেরাগে রওনক শাহ্ সুফি ডা. ময়েজউদ্দিন মোঃ আবদুর রশিদ আল জাহাঙ্গীর

روی هر يك مینگر میدار پاس

(১৫৯) রোয়ে হার এক মী নগর মীদ আর পাস

بو که گردی تو ز خدمت بو شناس

(১৬০) বু কেহ গরদীদ তুযে খেদমত বু শানাস

অনুবাদ: প্রত্যেকটি অবয়ব (চেহারা) দেখো এবং সম্মান (তাজিম) করো, হতে পারে এই খেদমতের কারণেই তুমি একজন বিখ্যাত (মানুষ) হতে পারো।

ديدن دانا عبادت این بود

(১৬১) দীদানে দানা এবাদত ঈ বুওয়াদ

فتح ابواب سعادت، این بود

(১৬২) ফতহে আবওয়াব সাআদাত ঈ বুওয়াদ

অনুবাদ: জ্ঞানী (বিজ্ঞ) জনদেরকে দেখাটাই একটা এবাদত, হতে পারে সূচনাতেই বিজয়ের বা সৌভাগ্যের দ্বার উম্মোচিত হতে পারে।

ব্যাখ্যা: ১০৩-১৬২নং পংক্তিমালা গুলোতে রুমী (রঃ আঃ) অত্যন্ত সুন্দর ভাবে আমাদেরকে যে শিক্ষাটি দিচ্ছেন তা হলো অনেকগুলো বিষয়ের তুলনা করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এবং বুঝাতে চেষ্টা করলেন যে, তুমি সত্যকে উপলব্ধি করতে চাও তাহলে তোমার একজন সত্যিকারের বন্ধু বা প্রেমিক বা গুরুর প্রয়োজন। যিনি তোমাকে সত্য পথের সন্ধান দিবেন এবং ভালো মন্দ উপলব্ধি করার অনুভূতি তৈরী করে দিবেন। আর এই কষ্টিপাথর বা অনুভূতি শক্তিটি তখনই তৈরী হয়, যখন তোমার মাতৃগর্ভ হতে আসা এই দেহটিকে ভেঙ্গে চুরমার করে দিয়ে নতুন আরেকটি দেহ নির্মাণ করা হবে। যতক্ষণ পর্যন্ত মাতৃগর্ভ হতে আশা এই দেহটি দ্বিতীয়ত্ব অর্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত সুষ্ঠ অনুভূতি শক্তিও তৈরী হবে না। যা আমরা মহানবীর হাদিস গ্রন্থ হতেও জানতে পারি- মরার আগে মরে যাও। যদি তুমি মরার আগে মরতে পারো তাহলে তোমার আর মরণ নাই। তাই সত্যিকারের অনুভূতি শক্তি তৈরী করতে হলে তোমাকে অবশ্যই একজন কামেল গুরুর বা পীরের খেদমতে আত্মনিয়োগ করতে হবে এবং তার দেওয়া নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। ধ্যান সাধনার মাধ্যমে নিজের এ দেহ খাঁচাটিকে দ্বিতীয়ত্ব রূপ বা স্নাতকোত্তর অথবা মাওলানায় পরিণত করতে পারলেই সঠিক অনুভূতি শক্তি তৈরী হয়। মানুষের তথা কামেল গুরুর খেদমতের মাধ্যমেই এটা সম্ভব বলে অধম বিশ্বাস করি। এই বিশ্বাসের উপরেই পথ চলতে হয়। এই পৃথিবীতেই এরকম উদাহরণ দেওয়া যায় যে, মানুষ তার কর্মের মাধ্যমেই প্রকাশমান হয়েছেন। কর্ম এবং গোলামী ব্যতীত জগতে একজন প্রথিতযশা মানুষও পাওয়া যাবে কি না তা অধমের জানা নাই। এই গোলামীটি বা দাসত্বটি দু'প্রকার একটি জাগতিক আরেকটি আত্ত্বিক। জাগতিকটা দিয়ে শুরু করতে হয় এবং আত্ত্বিকটা দিয়ে শেষ করতে হয়। এই শুরুটা এবং শেষটা দুটোই অনেকটা তকদিরের উপর নির্ভরশীল। আর এই তকদিরটি খণ্ডানোর জন্য প্রয়োজন একজন কামেল গুরুর। যিনি সালেকে মঞ্জুব নামে অভিহিত। যিনি আপন খান্নাসটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। যিনি আপন ইচ্ছায় কোনো কর্ম করেন না। যিনি উচ্চ পরিষদের সদস্য। যার হাতটি আল্লাহর হাতে পরিণত হয়েছে। যদিও দেখতে একেই রকম মনে হবে, কিন্তু আকাশ পাতাল ব্যবধান। যা এই চর্ম চোখে দেখা যায় না। যা দেখতে হলে অন্তর চক্ষুর প্রয়োজন। যা শুনতে হলে অন্তরের কানের প্রয়োজন। সে মানুষটি আমাদের মতই খায়, ঘুমায়, মৈথুন করে, সংসার করে, ছেলে মেয়ে এমন কি ব্যবসা বানিজ্যও করে থাকেন। কিন্তু দেখতে এক হলেও তার সাথে এবং সাধারণ মানুষের সাথে কোনো মিল নাই।

তিনি বাশার। তিনি আদম। তিনি একজন নবী। তিনি একজন রসুল। তিনি একজন উলিল আমর। তার এই দায়িত্বগুলো যারা বুঝার তারা বুঝেন। তিনি হাঁসের মতো। হাঁস যেমন সারাদিন পানিতে বাস করে বিকালে পানি হতে উঠার পর এক ফোটা পানিও হাঁসের শরীরে আর থাকে না। তেমনি নবী রসুলগণ যদিও এই ধরাধামে সাধারণ মানুষের সাথে বসবাস করেন এবং তাদের সাথে জীবন যাপন করেন। কিন্তু তাদেরকে এই লোভ মোহ মায়া তথা ষড়রিপুর বন্ধন কখনও আটকে রাখতে পারে না। তারা এই জগতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই এই কর্মগুলো করে থাকেন। কখনো নিজেদের জন্য নয়। আমাদের মহানবী (সঃ) যে হেরা গুহায় ধ্যান সাধনা করেছেন তা তিনি নিজের জন্য করেন নাই বরং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই করেছেন। কারণ তিনি জন্মের আগেই হায়াতুন নবী। কিন্তু জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই, তাঁর উম্মতদেরকে দেখিয়ে দিলেন যে, আমি মহানবী হয়েও যদি এতটা বৎসর ধ্যান সাধনা করতে পারি, তাহলে তোমরা কি চারটা মাস ধ্যান সাধনা করে সত্যকে জানতে পারো না? পরিশেষে বাংলার বাউল সম্রাট বাবা লালন শাহের কয়েকটি কথা লিখে দ্বিতীয় খণ্ডের সমাপ্তি করছি।

"সময় গেলে সাধন হবে না / অসময়ে বীজ বুনিলে গাছ যদি হয় । বীজের জোরে তাতে ফল ধরে না।"

Address

Ghatla Begumganj Noakhali
Begumganj

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Dorshon - সুফি দর্শন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sufi Dorshon - সুফি দর্শন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram