Ma Computers and Pharmacy

Ma Computers and Pharmacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ma Computers and Pharmacy, Pharmacy / Drugstore, Bashgari, Z. Rahman College Moor, Bhairab Bazar.
(1)

অনার্স ১ম বর্ষ(২০২২-২৩)এ ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত || অনার্স ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদ...
29/08/2023

অনার্স ১ম বর্ষ(২০২২-২৩)এ ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত ||
অনার্স ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ০৩/০৯/২০২৩ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ১৭/০৯/২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
◾যে সকল আবেদনকারী,
ক) ১ম ও ২য় মেধা তালিকায়, ১ম রিলিজ স্লিপে স্থান পায়নি;
খ) ১ম বা ২য়, রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করবে,তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন।

**** অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ*****জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্সের  ভর্তি অনলাইন আবেদনের...
02/04/2023

**** অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ*****
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্সের ভর্তি অনলাইন আবেদনের তারিখঃ ০৫/০৪/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে ০৮/০৫/২০২৩ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।

** আবেদন যোগ্যতাঃ বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৯/২০২০ সালে এসএসসি এবং ২০২১/২০২২ সালে এইচএসসি পাস করতে হবে।
** সকল শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ৩.০০+এইচএসসি ৩.০০) দুইটি মিলিয়ে ৬.৫০ এর উপরে থাকতে হবে।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
01/04/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~

Address

Bashgari, Z. Rahman College Moor
Bhairab Bazar
2350

Opening Hours

Monday 07:30 - 18:30
Tuesday 07:30 - 18:30
Wednesday 07:30 - 18:30
Thursday 07:30 - 18:30
Friday 09:00 - 18:30
Saturday 07:30 - 18:30
Sunday 07:30 - 18:30

Telephone

+8801581341345

Alerts

Be the first to know and let us send you an email when Ma Computers and Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ma Computers and Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram