07/10/2025
Hand, Foot and Mouth Disease
সাম্প্রতিক সময়ে এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। এটি মূলত একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা সাধারণত ৫ বছরের নিচের শিশুদের বেশি আক্রান্ত করে।
👶 লক্ষণসমূহ:
হাত, পা ও মুখে ছোট ছোট ফোস্কা বা ঘা
হালকা জ্বর
খাওয়ায় অনীহা
গলা ব্যথা ও বিরক্তি
⚠️ যা যা খেয়াল রাখবেন:
✅ শিশুকে স্কুল বা ডে-কেয়ার থেকে কয়েকদিন বিশ্রামে রাখুন।
✅ আক্রান্ত শিশুর জিনিসপত্র (তোয়ালে, গ্লাস, খেলনা) অন্যের থেকে আলাদা রাখুন।
✅ হালকা খাবার ও পর্যাপ্ত পানি দিন।
✅ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেবেন না।
💬 মনে রাখবেন:
কোন কিছুতেই অবহেলা করা যাবে না, মুখের ঘা বা জ্বর বেড়ে গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন।
---
👨⚕️ ডা. ফেরদৌস হায়দার
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ,
লেজার ও ডার্মাটোসার্জন
📍 চেম্বার ১:
সালাম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ভৈরব, কিশোরগঞ্জ
📞 ০১৬৮০-০০১৭৩৫
📍 চেম্বার ২:
ফাতেমা (রা.) মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল, খরমপট্রি, কিশোরগঞ্জ
📞 ০১৭৯০-৯০৫৪৫৪
---
🩺 আপনার সন্তানের ছোট সমস্যাকেও অবহেলা করবেন না, যত্ন নিন আজই।
#ভৈরব