We-Care

We-Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We-Care, Medical and health, Bhairab Bazar.

অর্শরোগ বা পাইলস (হেমোরয়েড) খুব পরিচিত একটি শারীরিক সমস্যা। মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে ওঠা, জ্বালা করা ইত...
08/07/2024

অর্শরোগ বা পাইলস (হেমোরয়েড) খুব পরিচিত একটি শারীরিক সমস্যা। মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে ওঠা, জ্বালা করা ইত্যাদি অর্শ্বরোগের সাধারণ উপসর্গ। ফাইবারযুক্ত খাবারের অভাব, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকার অভ্যাস ইত্যাদি কারণে এই রোগ শরীরে বাড়তে থাকে। তবে বিশেষজ্ঞ পরামর্শ করে সমস্যার সমাধান করা সম্ভব।
বিস্তারিত জানতে সেন্ড অপশনে ক্লিক করুন।
অথবা কল করুন☎️📞01782194444

পাইলস অসুখটিতে প্রচুর মানুষ ভুগছেন। এই রোগ থাকলে শরীরে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। তাই প্রতিটি মানুষকে বলা হয় এই অসু...
08/07/2024

পাইলস অসুখটিতে প্রচুর মানুষ ভুগছেন। এই রোগ থাকলে শরীরে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। তাই প্রতিটি মানুষকে বলা হয় এই অসুখ থেকে বাঁচার রাস্তা খোঁজার জন্য। তবে বছরের পর বছর এই অসুখে কষ্ট পেতে পেতে মানুষ বুঝতে পারেন না কী করবেন। তবে আমারা নিয়ে এসেছি সম্পূণ আমেরিকান ফর্মুলা দেওয়া যার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করবেন।
বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশন ক্লিক করুন অথবা সরাসরি আমাদের বিশেষজ্ঞ কথা বলে সেবা গ্রহণ করুন
বিস্তারিত জানতে সেন্ড অপশনে ক্লিক করুন।
অথবা কল করুন☎️📞01782194444

🟩কোষ্ঠকাঠিন্য কেন হয়? ◾নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ৬টি কারণ হলো—1️⃣খাবার...
08/07/2024

🟩কোষ্ঠকাঠিন্য কেন হয়?

◾নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ৬টি কারণ হলো—

1️⃣খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা
2️⃣পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা

3️⃣শুয়ে-বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব
4️⃣পায়খানার বেগ আসলে তা চেপে রাখা
মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা
5️⃣ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া

✳️এই কারণগুলো কিভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি করে তা জানা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে এগুলো সমাধান করা সহজ হবে।
বিস্তারিত জানতে সেন্ড অপশন এ ক্লিক করুন। 📩📩
বিস্তারিত জানতে সেন্ড অপশনে ক্লিক করুন।
অথবা কল করুন☎️📞01782194444

মলত্যাগ করার সময়ে যদি ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করেন, তাহলে পায়ের নীচে ছোট টুল রাখুন। চিকিৎসকরা বলেন ওয়েস্টার্ন টয়লেটের ক...
08/07/2024

মলত্যাগ করার সময়ে যদি ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করেন, তাহলে পায়ের নীচে ছোট টুল রাখুন। চিকিৎসকরা বলেন ওয়েস্টার্ন টয়লেটের কমোড অর্শের সমস্যা বাড়িয়ে দেয়। তুলনায় অনেক নিরাপদ বাংলাদেশী টয়লেট। যদি ওয়েস্টার্ন টয়লেটই ব্যবহার করতে হয়, তাহলে পায়ের পাতার নীচে টুল রাখলে হাঁটু দুটো উঁচু হয়ে যায়। তাতে মলদ্বারে কম চাপ পড়ে। অর্শের সমস্যা কমে।
বিস্তারিত জানতে সেন্ড অপশনে ক্লিক করুন।
অথবা কল করুন☎️📞01782194444

মলদ্বারের বিশেষ ধরনের সংক্রমণের ফলে এই রোগ হয়। মলদ্বারের ভেতরে অনেকগুলো গ্রন্থি রয়েছে । গ্রন্থিগুলো সংক্রমণের কারণে ফোঁড়...
08/07/2024

মলদ্বারের বিশেষ ধরনের সংক্রমণের ফলে এই রোগ হয়। মলদ্বারের ভেতরে অনেকগুলো গ্রন্থি রয়েছে । গ্রন্থিগুলো সংক্রমণের কারণে ফোঁড়া হয়, যাকে আমরা ফিস্টুলা বলি।অনেক সময় দেখা যায় এসব ফোঁড়া ফেটে গিয়ে মলদ্বারের চারপাশে ছড়িয়ে পরে। ফলে পায়ুপথের ছিদ্র দিয়ে বের হয়ে আসে এবং পুঁজ ও রক্ত। এ সময় প্রচুর ব্যথা অনুভত হয়। এই ব্যথার তীব্রতা অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায়।একে আমরা ফিস্টুলা বা ভগন্দর বলি।
বিস্তারিত জানতে সেন্ড অপশন এ ক্লিক করুন।
বিস্তারিত জানতে সেন্ড অপশনে ক্লিক করুন।
অথবা কল করুন☎️📞01782194444

➡️পাইলস-এনাল ফি"সার ফিস্টুলা সমস্যার 100% স্থায়ী সমাধান💯✔️পাই"লস এর জন্য আপনি কত কি ব্যবহার করেছেন তাতে কোনো প্রকার ফলা...
08/07/2024

➡️পাইলস-এনাল ফি"সার ফিস্টুলা সমস্যার 100% স্থায়ী সমাধান💯

✔️পাই"লস এর জন্য আপনি কত কি ব্যবহার করেছেন তাতে কোনো প্রকার ফলাফল পাননি ! তা হলে আজই কিনে নিন এই পণ্যটি !
✅সম্পূর্ণ কোর্সে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন 💯
✅বিনা অপা-রেশনে পাই-লস, ফিস্টুলা ও এনাল ফিসার রোগের স্থায়ী চিকিৎসা✔️
✅এটি ব্যবহার ম-লদ্বারের যে কোন রোগ হোক না কেন, বিনা অপারেশনে ভালো করে😊
বাংলাদেশে এই প্রথম আধুনিক হারবাল চিকিৎসা যা ব্যবহারে আপনার পাই-লস সম্পূর্ণ ভালো হবে💯
✅সম্পূর্ণ পার্শপ্রতিক্রিয়া মুক্ত-নারী পুরুষ উভয়ের জন্য।
১০ থেকে ১৫ দিনের মধ্যেই র-ক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়
সকল ধরণের চুলকানি ও ব্যথা বন্ধ হয়ে যাবে
এই পাউডার নিয়মিত ব্যবহার করলে স্থায়ীভাবে ২ মাসেই এই রোগ থেকে চিরস্থায়ী মুক্তি পাবেন ইনশাআল্লাহ🥰
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন ✳️⬇️
অথবা কল করুন☎️📞01782194444

▶️ফিস্টুলা হলো একটা অস্বাভাবিক ছোট নালী যেটা    মলাশয় এবং মলদ্বারের চামড়ার মাঝে তৈরি হয়। মলদ্বারের গ্রন্থিতে পূঁজ হলে ত...
08/07/2024

▶️ফিস্টুলা হলো একটা অস্বাভাবিক ছোট নালী যেটা
মলাশয় এবং মলদ্বারের চামড়ার মাঝে তৈরি হয়। মলদ্বারের গ্রন্থিতে পূঁজ হলে তা ফিস্টুলা তৈরি করে। মলাশয় এবং পায়ুর মধ্যের নালীটা হল মলদ্বারের নালী যেখানে অনেকগুলি মলদ্বারের গ্রন্থি রয়েছে।এই গ্রন্থিগুলিতে সংক্রমণ হলে তা পূঁজ গঠনের কারণ হতে পারে, যা নলটির মাধ্যমে পায়ুতে যায়,ফলে নালীটা খুলে যায়।🔰
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন ✳️⬇️
অথবা কল করুন☎️📞01782194444

➡️পাইলস,যাকে অর্শ্বরোগও বলা হয়।বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা    কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাক...
08/07/2024

➡️পাইলস,যাকে অর্শ্বরোগও বলা হয়।
বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে,যা
প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয় যা আমরা পাইলস নামে জেনে থাকি। যখন পায়ুপথে এসব শিরার সংক্রমণ বা প্রদাহ হয় এবং চাপ পড়ে তখন পাইলস বা হেমোরয়েডসে প্রদাহ হয়। যাকে সাধারণ ভাষায়
অর্শরোগ বলা হয়।🔰
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন ✳️⬇️
অথবা কল করুন☎️📞01782194444

🔽এনাল ফিসার এর উল্লেখযোগ্য কারণগুলি হলো:• কোষ্ঠকাঠিন্য✅• সন্তান প্রসব✅• বৃহদাকার বা শক্ত মলত্যাগ✅• দীর্ঘস্থায়ী উদরাময়✅• ...
08/07/2024

🔽এনাল ফিসার এর উল্লেখযোগ্য কারণগুলি হলো:

• কোষ্ঠকাঠিন্য✅
• সন্তান প্রসব✅
• বৃহদাকার বা শক্ত মলত্যাগ✅
• দীর্ঘস্থায়ী উদরাময়✅
• ক্রন’স ডিজিজ✅
• এইচ আই ভি✅
• সিফিলিস✅
• কোষ্ঠের প্রদাহ বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ✅
• যক্ষ্মা✅
• মলদ্বারের ক্যান্সার✅
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন ✳️⬇️
অথবা কল করুন☎️📞01970088742

Address

Bhairab Bazar

Alerts

Be the first to know and let us send you an email when We-Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram


You may also like