Dr. Atik Dental Surgeon

Dr. Atik Dental Surgeon ভৈরবের প্রথম বিশেষায়িত ডেন্টাল ক্লিনিক। With their team of multi-specialty dentists, Farida Dental Care can handle all the dental needs of their patients.

Farida Dental Care is a comprehensive dental clinic in Bhairab,providing the diverse community of men, women, and children in Queens with high-end and technologically advanced dental services. The clinic offers a wide range of dental services including preventive care appointments,Root canal treatment, bridges, crowns,,scaling & polishing,emergency road traffic accidental case,fracture management, jaw swelling and treatment for jaw issues related to TMJ. And, to keep their patients comfortable during their visits. On top of their standard dental services, Farida Dental Care also provides numerous cosmetic procedures to enhance smiles, like teeth whitening, Invisalign® teeth straightening systems, veneers, median diastema closure ,cosmetic filling and dental implants. They also have the expertise to create a variety of oral appliances on-site, including therapeutic devices to resolve sleep apnea issues. In addition to having expert providers, the Farida Dental Care facility itself is state-of-the-art and entirely digital. From the modern two dental chairs in the exam rooms to the cutting-edge Vatech® digital X-ray system,Farida Dental Care is 100% compliant with everything associated with their practice. The clinic is also completely paperless, adding to their efficiency, accuracy, and reliability. For comprehensive and personalized dental care at an office accredited by the Department of Health, call or schedule an appointment online at Farida Dental Care today.

এই তীব্র শীতের সকালে ঘুমন্ত দাঁতটিকে জাগাতে অনেক গুলা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট লেগেছে।😁অনেকেই মনে করেন উপরের আক্কেল দাঁ...
02/01/2026

এই তীব্র শীতের সকালে ঘুমন্ত দাঁতটিকে জাগাতে অনেক গুলা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট লেগেছে।😁

অনেকেই মনে করেন উপরের আক্কেল দাঁত তোলা তুলনামূলক সহজ।
কিন্তু Horizontal impacted maxillary 3rd molar অনেক ক্ষেত্রে অন্য ইমপ্যাকশনের চেয়েও বেশি জটিল হয়ে ওঠে।জটিল হওয়ার কারণগুলো হল:-

1.Maxillary sinus-এর খুব কাছাকাছি অবস্থান
দাঁতের রুট বা ক্রাউন সাইনাসের ফ্লোরে লেগে থাকতে পারে—
Oro-antral communication ও sinus complication-এর ঝুঁকি বেশি।

2.হাড়ের বাধা (Bone obstruction)
Maxillary tuberosity ও zygomatic buttress অনেক সময় সার্জারিতে বড় বাধা হয়ে দাঁড়ায়।

3.Horizontal angulation
দাঁতের ক্রাউন দ্বিতীয় মোলারের দিকে চাপ দেয়—
Adjacent tooth damage-এর ঝুঁকি থাকে।

5.Root morphology অনিশ্চিত
Divergent বা curved roots Sinus-এর দিকে বাঁকানো রুট
extraction-কে আরও কঠিন করে তোলে।

4.Limited access ও visibility
Posterior maxilla-তে কাজ করা সার্জনের জন্য সহজ নয়।

আলহামদুলিল্লাহ পাশের দাঁত কে ডেমেজ না করে এবং ম্যাক্সিলারি সাইনাসকে অক্ষত রেখে modified Ward’s incision দিয়ে দাঁতটি তুলেছি।

ডা.আতিক
ফরিদা ডেন্টাল ক্লিনিক

অনেকেই ইন্ডিয়ান ডাক্তারদের চিকিৎসাকে একটু সুপিরিয়র ভাবেন তাদের জন্য।বাছির নামের এই রোগীটি তিন মাস আগে একজন ইন্ডিয়ান ড...
25/09/2025

অনেকেই ইন্ডিয়ান ডাক্তারদের চিকিৎসাকে একটু সুপিরিয়র ভাবেন তাদের জন্য।বাছির নামের এই রোগীটি তিন মাস আগে একজন ইন্ডিয়ান ডাক্তারের কাছ থেকে উনার দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়েছিল।চিকিৎসার পর থেকে তিন মাস যাবত লাগাতার ব্যাথা।শক্ত কোন কিছুই খেতে পারছিল না।এই বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে উনি আমার চেম্বারে আসছিলো দাঁত ফেলে দিতে।উনাকে আমি আশ্বস্ত করলাম ধৈর্য সহকারে চিকিৎসা করালে ইনশাআল্লাহ দাঁত রাখা সম্ভব।

আলহামদুলিল্লাহ উনার দাঁতের রি-রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর সম্পূর্ণ সুস্থ আছেন এবং এখন সব কিছুই উনি খেতে পারেন।

কোয়ালিটি ট্রিটমেন্ট দিতে Farida Dental Clinic সব সময়ই প্রতিজ্ঞাবদ্ধ।

ডা.আতিক

আলহামদুলিল্লাহ এখন থেকে ভৈরবের ফরিদা ডেন্টাল ক্লিনিকে মাত্র একদিনেই রুট ক্যানেল চিকিৎসা করাতে পারবেন।একদিনে রুট ক্যানেল ...
23/05/2025

আলহামদুলিল্লাহ এখন থেকে ভৈরবের ফরিদা ডেন্টাল ক্লিনিকে মাত্র একদিনেই রুট ক্যানেল চিকিৎসা করাতে পারবেন।একদিনে রুট ক্যানেল ট্রিটমেন্ট সম্পন্ন করার জন্য যাবতীয় সর্বাধুনিক যন্ত্রপাতি ফরিদা ডেন্টাল ক্লিনিকে সংযোজিত হয়েছে।

যারা বিদেশগামী অথবা যাদের হাতে সময় কম আশা করি তারা বেশি উপকৃত হবেন।

ডা.আতিক
ফরিদা ডেন্টাল ক্লিনিক

ইন্টারন্যাশনাল ডেন্টাল সেমিনার যোগদানের জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম সকলের দোয়া প্রার্থী।
22/08/2024

ইন্টারন্যাশনাল ডেন্টাল সেমিনার যোগদানের জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম সকলের দোয়া প্রার্থী।

নাম তার দুর্জয়।আন্দোলনে সে ছিল অকুতোভয়।গত ১৯ শে জুলাই ২০২৪ ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে ছিল সামনের সারির যোদ্...
09/08/2024

নাম তার দুর্জয়।আন্দোলনে সে ছিল অকুতোভয়।গত ১৯ শে জুলাই ২০২৪ ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে ছিল সামনের সারির যোদ্ধা।এক্সরে তে তার শরীরে ১৪০+ ছিটাগুলি পাওয়া যায় ।

আমি ,ডা.Mohammed Mustafejur Rahman ,Dr. Yousuf Limon অনেক গুলো গুলি বের করতে সমর্থ হয়।বর্তমানে সে অনেকটাই ভাল আছে আলহামদুলিল্লাহ।মাথার গুলি গুলো বের করার জন্য তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

আমার অনুরোধ ভৈরবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন তারা তার সাথে যোগাযোগ করে তার শারীরিক খোঁজখবর নিবেন এবং তার পরিবার খোঁজখবর নিবেন।

For the first time in Bhairab   celebration.
06/03/2024

For the first time in Bhairab celebration.

 Huge Aesthetic change by Zirconia cap.রোগীর ভাষ্যমতে- উনি কোনদিন ভাবেনি উনার দাঁত এতটা সুন্দর হবে!Dr.AtikConsultant Far...
18/02/2024


Huge Aesthetic change by Zirconia cap.
রোগীর ভাষ্যমতে- উনি কোনদিন ভাবেনি উনার দাঁত এতটা সুন্দর হবে!

Dr.Atik
Consultant
Farida Dental Clinic

17/01/2023

We offer the best Dental treatment in Bhairab.

আলহামদুলিল্লাহ দাঁতের চিকিৎসায় ভৈরব এখন এক সম্পূর্ণ নতুন যুগে প্রবেশ করেছে। মুখের ভিতরে মাইনর টিউমার, চোয়াল ভাঙ্গা,ইম্প্লান্ট (চোয়ালে স্ক্রুঁ বসিয়ে দাঁত বসানো) দাঁতের যেকোনো রোগ নির্ণয়ে ফরিদা ডেন্টাল ক্লিনিকে স্থাপন করা হয়েছে Vatech RVG (Radio visiography)X-ray sensor made in korea.এখন থেকে আপনি আপনার মুখের ভিতর দাঁতের সমস্যাসমূহ লাইভ স্ক্রিনে দেখে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।X-ray করার জন্য রোগীদেরকে বাইরে যেতে হয়না।

ভৈরবে এই প্রথম প্রায় ১৫০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে প্রথম ডেন্টাল ক্লিনিক।যেখানে মহিলাদের জন্য আলাদা নামাজ রুম এবং ব্রেস্টফিডিং রুম রয়েছে। আরো রয়েছে বিশাল পরিসরে ওয়েটিং রুম।

আপনারা শুনে আশ্চর্য হবেন যে রুট ক্যানেলের মত সময় সাপেক্ষ চিকিৎসাটি মাত্র আমরা এক দিনেই করে থাকি এন্ডোমোটর মেশিনের সাহায্যে।যারা কর্পোরেট অফিসে জব করেন বা যারা বিদেশ গামী প্রবাসী ভাইয়েরা আছেন অথবা যাদের হাতে সময় কম আছে তারা সহজেই এই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসাটি নিতে পারেন।

আমাদের আরও একটি স্পেশালিটি হচ্ছে আলাদা জীবাণুমুক্তকরণ রুম রয়েছে।এখানে উন্নত মানের জীবাণুমুক্তকরণ মেশিন দিয়ে আমাদের প্রতিদিনের যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্তকরণ করা হয়।

পূর্ণ আত্মবিশ্বাসের সহিত বলতে পারি ,বর্তমান সময়ে ভৈরবে সবচেয়ে রোগী বান্ধব দাঁতের চিকিৎসা কেন্দ্র ফরিদা ডেন্টাল কেয়ার। যেখানে একজন রোগীর সার্বিক দিক ( বিশেষ করে অর্থনৈতিক দিক )বিবেচনা করে সর্বোচ্চ সুচিকিৎসা দেওয়া হয়।

ভৈরবে আমাদের বিশেষ সেবাসমূহ:-
১.যেকোনো ইমারজেন্সিতে 24 ঘন্টা চিকিৎসা প্রদান।
২.যেকোনো দুর্ঘটনায় মুখ এবং চোয়াল ভাঙ্গার চিকিৎসা।
৩.মুখের ভিতরে টিউমার সিস্ট এবং মিউকোসিল অপারেশন।
৪.ডেন্টাল ইমপ্লান্ট বা স্ক্রুর মাধ্যমে চোয়ালে দাঁত বসানো।
৫.এছাড়াও দাঁতের সকল প্রকার চিকিৎসা দেওয়া হয়।

ভৈরবে সবথেকে আধুনিক ,উন্নত এবং সাশ্রয়ী চিকিৎসা পেতে আমাদের সাথেই থাকুন।

ডা: আতিকুর রহমান আতিক
বিডিএস
রংপুর মেডিকেল কলেজ
চিফ কনসালট্যান্ট
ফরিদা ডেন্টাল কেয়ার
কমল পুর ঈদগা রোড ,ভৈরব।
বিএমডিসি রেজি : নং : ৮৬৫৮
যেকোন প্রয়োজনে: 01795498489

শিশুর স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, প্রাণচঞ্চলতা, লেখাপড়ায় মনোনিবেশসহ মানসিক বিকাশেও দুধদাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সচেতনত...
27/08/2022

শিশুর স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, প্রাণচঞ্চলতা, লেখাপড়ায় মনোনিবেশসহ মানসিক বিকাশেও দুধদাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সচেতনতার অভাবে প্রাথমিক দাঁত বা শিশুর দুধদাঁত অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। দুধদাঁতের স্থায়িত্বকাল অল্প হলেও এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দুধদাঁতের শিকড়ের নিচে স্থায়ী দাঁতের গঠন শুরু হয়। কাজেই দুধদাঁতের সংক্রমণ স্থায়ী দাঁতকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ছাড়া স্পস্ট উচ্চারণ, চোয়ালের গঠন ও মুখের আকৃতি ঠিক রাখা এবং স্থায়ী দাঁত সঠিক জায়গায় গজানোর বিষয়টিও দুধদাঁতের ওপর নির্ভরশীল। শিশুর স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, প্রাণচঞ্চলতা, লেখাপড়ায় মনোনিবেশসহ মানসিক বিকাশেও দুধদাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুর দাতেঁর যত্নে সচেতন থাকতে হবে সব সময়।

#শিশুদাঁত_ওঠা_ও_পড়ার_সময়

সাধারণত নিচের মাড়ির সামনের দিকের ৪টি দাঁত ওঠে ৬ থেকে ৯ মাস বয়সে। আর ওপরের মাড়ির সামনের দিকের ৪টি দাঁত ওঠে শিশুর ৭ থেকে ১০ মাস বয়সে। এগুলো ৬ বছর থেকে ৯ বছর বয়সের মধ্যে পড়ে স্থায়ী দাঁত গজায়। ওপরের ও নিচের মাড়ির সামনের ৪ দাঁতের দুই পাশে একটি করে ৪টি দাঁত ওঠে ১৬ থেকে ২০ মাস বয়সে, আর পড়ে ৯ থেকে ১২ বছর বয়সে। ওপরের ও নিচের মাড়ির দুই পাশের ৮টি দাঁতের মধ্যে প্রথমটি ওঠে ১২ থেকে ১৬ মাস বয়সে, পড়ে ৯ থেকে ১০ বছর বয়সে। দ্বিতীয় দাঁত ওঠে ২০ থেকে ২৪ মাসে, আর পড়ে ১১ থেকে ১২ বছর বয়সে। এভাবে ২০টি দুধদাঁত পড়ে ৩২টি স্থায়ী দাঁত ওঠে। সঠিক সময়ে দাঁত ওঠার জন্য শিশুকে বিভিন্ন ধরনের খাবার চিবিয়ে খাওয়ার অভ্যাস করাতে হবে।

#দুধদাঁতের_যত্ন

গর্ভধারণের ছয় সপ্তাহ থেকে গর্ভস্থ শিশুর দাঁতের গঠনপ্রক্রিয়া শুরু হয়। তাই গর্ভাবস্থায় খাবারে পর্যাপ্ত পুষ্টি ও ক্যালসিয়াম নিশ্চিত করতে হবে। শিশুর দাঁত ওঠার আগে পরিষ্কার সুতি কাপড় উষ্ণ পানিতে ভিজিয়ে পরিষ্কার করে দিতে হবে। দাঁত ওঠার পর নরম বেবি টুথ ব্রাশ দিয়ে সতর্কতার সঙ্গে দাঁত ও জিহ্বা পরিষ্কার করতে হবে। বেবি টুথ পেস্ট না পেলে বা খেয়ে ফেলার আশঙ্কা থাকলে পেস্ট না দিলেও চলবে। দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় বুকের দুধের বিকল্প নেই। ঘুমের মধ্যে ফিডারের ব্যবহার দাঁতের ক্ষতি করে। শিশুর সামনে বড়রা দাঁত ব্রাশ করলে তারাও উৎসাহিত হয়।

#শিশুর_খাদ্যাভ্যাস

দাঁতের যত্নে শিশুর খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। চিনি, কৃত্রিম জুস, কোমল পানীয়, মিষ্টি, চকলেট, আইসক্রিম, চিপস দাঁত ক্ষয় করে। এগুলোর পরিবর্তে ফরমালিনমুক্ত তাজা মৌসুমী ফল, ফলের জুস, শাকসবজি, ডিম, দুধ, মাছ-মাংস খাওয়াতে হবে শিশুকে। দাঁতে গর্তসহ জিহ্বার ওপর সাদা প্রলেপ (ছত্রাকের সংক্রমণ) বা কোনো ক্ষত দেখলে দ্রুত দাঁতের চিকিৎসকের কাছে যেতে হবে।

#দুধদাঁতের_চিকিৎসা

অনেকে ভাবেন, দুধদাঁত তো পড়েই যাবে, এর চিকিৎসার প্রয়োজন নেই। কিন্তু দুধদাঁতের সুস্বাস্থ্যের ওপর স্থায়ী দাতের সুরক্ষা অনেকটাই নির্ভরশীল। কাজেই দুধদাঁত আক্রান্ত হলে চিকিৎসা করাতে হবে। এখন দুধদাঁতের সর্বাধুনিক নিরাপদ চিকিৎসাপদ্ধতি আছে। শিশুরা সহযোগিতা না করলেও কার্যকর চিকিৎসাব্যবস্থা আছে। ব্যথামুক্ত চিকিৎসাসেবা দেওয়াও সম্ভব। সমস্যার শুরুতে চিকিৎসা নিলে অল্প সময়েই তা থেকে পরিত্রাণ পাওয়া যায়। কাজেই শিশুর দুধদাঁতের কোনো রোগকে পুষে না রেখে কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দিয়ে জটিলতা বাড়ানো ঠিক নয়।

ডা: আতিকুর রহমান আতিক
বিডিএস
রংপুর মেডিকেল কলেজ
চিফ কনসালট্যান্ট
ফরিদা ডেন্টাল কেয়ার
কমল পুর ঈদগা রোড ,ভৈরব।
বিএমডিসি রেজি : নং : ৮৬৫৮
যেকোন প্রয়োজনে: 01795498489

Address

Farida Dental Care, কমলপুর ঈদগাহ রোড, ভৈরব।
Bhairab Town
2350

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801795498489

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Atik Dental Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Atik Dental Surgeon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category