15/11/2024
সেক্স হচ্ছে না, তাই বলে সেক্স শেষ হয়ে যায়নি।
আমরা রাস্তায় অনেক সময় দেখি গাড়ির চাকা গাথায় পড়ে গেছে, তখন কিছু মানুষ গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেই, গাড়িটি আবার আগের মত চলতে পারে, ঠিক আমাদের যৌনতা গাথায় পড়ে আছে, মানে এটা শেষ হয়ে যায়নি ধাক্কা দিয়ে উঠিয়ে দিলে আবার আগের মত চলবে। একটু চেষ্টা করলে এটি রিকভার করা খুবই ইজি, এ ক্ষেত্রে আপনি আমাদের দেয়া পরিক্ষিত রুলস ফোর সাইকেল ফলো করতে পারেন।