
18/10/2019
#চুলপড়া_ও_মাইগ্রেনের_কার্যকরী_চিকিৎসা_হিজামা_cupping_therapy
যারা মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথায় ভুগতেছেন তাদের জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা, কারন অনেক ক্ষেত্রেই মাথা ব্যথা রক্ত চলাচল কমে যাওয়া ও ধমনীর শাখাগুলি সংকোচনের ফলে হয়ে থাকে।হিজামা দ্বারা রক্ত চলাচল বাড়ে এবং মস্তিস্ক ও স্নায়ুগুলির কার্যক্ষমতা বাড়ে, ফলে মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।যারা ধুমপানে অভ্যাস্ত তাদের শরীর থেকে নিকোটিন দূর হয় হিজামা দ্বারা।
#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy
অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারাও হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।যার ফলে শরীর সতেজ ওকর্মক্ষম হয়।
#সুন্নাহ_হিজামা বা ওয়েট কাপিং ঃ হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি। এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় যা শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে।
হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা নবী সা:নিজেও নিয়েছেন এবং অন্যদেরকে এটার প্রতি উৎসাহিত করেছেন।আব্দুল্লাহ বিন আব্বাস রা: বর্ণনা করেন ।রাসুলূল্লাহ সা: যখন ইহরাম অবস্থায় তখন একগুঁয়ে মাথাব্যথার জন্য হিজামা ব্যবহার করেন। (বুখারী ৫৭০১)
হিজামা সম্পর্কে বিস্তারিত হাদিসগুলি জানতে ক্লিক করুন
**মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয়- যেমন-
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।
হিজামা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন :
https://youtu.be/S__Mu9uIzmg
#ড্রাই_কাপিং ঃ এটা একধরনের ড্রাই কাপিং ম্যাসাজ। যারা রক্ত বের করতে চান না তাদের জন্য এই থেরাপি।
এই থেরাপির দ্বারা শরীরের রক্ত চলাচল বৃদ্ধি ও মাংস পেশী সতেজ হয়, ব্যাথা- বেদনা দূর হয় যা আপনাকে দিবে এক আনন্দদায়ক অনুভূতি।
#ফেসিয়াল_কাপিং: এটা একধরনের ফেসিয়াল ম্যাসাজ, যা ভ্যাকিউয়াম কাপ দ্বারা করা হয়, ফলে চেহারার সৌন্দর্য্য বৃদ্ধি পায় ও ত্বক মসৃন হয়।
# #হিজামার পুর্বে করনীয় বিষয়সমূহ # #
১। হিজামার পুর্বে দুই ঘন্টা পর্যন্ত খাবার থেকে বিরত থাকবেন।
২। গোসল করে নিবেন।
৩। পুরুষরা মাথা মুন্ডিয়ে আসলে ভাল।যেহেতু মাথায় হিজামা করলে বিশেষ কিছু উপকারিতা পাওয়া যায়।
# #হিজামার পরে করনীয় বিষয়সমূহ # #
১। ২৪ ঘন্টা পর্যন্ত গোসল করা যাবে না এবং হিজামার জায়গায় পানি লাগানো যাবেনা।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবেনা।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবেনা।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।
**হিজামার খরচ**
রোগের ধরন অনুযায়ী।