Maa homoeo hall

Maa homoeo hall Dr name: Dr Syed Nur Muhammad.

বাড়িতে কেন রাখবেন এই ৫টি হোমিওপ্যাথি ওষুধ, হঠাৎ কাজে লাগতে পারে কোন কোন সমস্যায়অ্যালোপ্যাথির মতো হোমিওপ্যাথি এক পুরনো চ...
20/05/2023

বাড়িতে কেন রাখবেন এই ৫টি হোমিওপ্যাথি ওষুধ, হঠাৎ কাজে লাগতে পারে কোন কোন সমস্যায়

অ্যালোপ্যাথির মতো হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসাপদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসাপদ্ধতির বেশ কিছু মিল রয়েছে। হোমিওপ্যাথি ওষুধ অনেকেই খান। সাধারণ জ্বর বা ব্যথা লাগায় হোমিওপ্যাথির অনকগুলি ওষুধই কাজে লাগে বলে মনে করেন অনেকে। সেই কারণেই বাড়িতে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ রেখে দিতে পারেন। তাতে বেশ কিছু সমস্যার সহজ সমাধান হতে পারে।

হোমিওপ্যাথি চিকিৎসক আশুতোষ পাণ্ডে livehindustan-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলেছেন। এই ৫টি ওষুধ যে কেউ বাড়িতে রেখে দিতে পারেন। এবং কয়েকটি প্রয়োজনে সহজেই এগুলি খেতে পারেন। দেখে নেওয়া যাক সেই ওষুধগুলি কী কী।

Arnica-30 বা 200: ছোটখাটো আঘাত লাগা, কেটে যাওয়ায় এই ওষুধটি খুবই কাজে লাগে। তাছাড়া সারা দিন ব্যাপক পরিশ্রমের পরে যদি গায়ে-হাত-পায়ে প্রচণ্ড ব্যথা হয়, তাহলেও এই ওষুধটি সেই সমস্যা কমিয়ে দিতে পারে।
Calendula-Q (Mother Tincture): ছোটখাটো কেটে যাওয়া বা রক্তপাতের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করতে পারেন। ভেজা তুলোয় এই ওষুধ লাগিয়ে কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয়। ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়।
Nux Vomica-30 বা 200: পেটের গণ্ডগোলের মতো সমস্যা কমাতে এই ওষুধ দারুণ কাজ করে। রোজ ঘুমোতে যাওয়ার আগে এই ওষুধ কয়েক ফোঁটা খেতে পারেন। কয়েক দিনের মধ্যেই সমস্যা কমবে। তবে কেমন মাত্রায় খাবেন, সেটি চিকিৎসকের থেকে জেনে নেওয়া দরকার।
Aconite-30: হঠাৎ হাঁচি শুরু হয়েছে? বা হঠাৎ করে গা গরম, জ্বর এসেছে? তাহলে এই ওষুধটি খেতে পারেন। সাধারণ ঠান্ডালাগা বা জ্বর কমাতে দারুণ কাজে লাগে এই ওষুধটি।
Kalifoss-3X বা 6X: এটি আসলে ওষুধ নয়, নার্ভের পুষ্টি জোগানোর একটি উপাদানও বলা যায় একে। যাঁদের মস্তিষ্কের পরিশ্রম বেশি হয়, তাঁরা এটি খেতে পারেন। এতে যেমন ঘুম ভালো হয়, তেমনই সব ধরনের স্নায়ুর উন্নতি হয় এই ওষুধটির কারণে।
এই পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ যে কেউ বাড়িতে রাখতে পারেন। প্রয়োজনে খেতে পারেন। তবে সব কিছুর আগে কোনও হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়। তিনি বলে দিতে পারবেন কোন মাত্রার ওষুধ কার দরকার।

18/05/2023
18/05/2023

------------ নেট্রাম-মিউর ----------
সমুদ্রতীরে কিছু সময় :
শফিক : বন্ধু কক্সবাজার সমুদ্র তীরে বেড়াতে এসে সবার থেকে আলাদা হয়ে নিরিবিলি স্থানে ছাতার নিচে বসে একা একা কানে হেডফোন লাগিয়ে কি শুনাে ?
তাছাড়া চোখ ছল ছল, দূর-দিগন্তে তাকিয়ে কি যেন ভাবছ ?
শামীম : রােদ, গরম আমার একদম সহ্য হয় না তাই ছাতার নিচে বসে আছি।
তাছাড়া তুমি'ত জানাে গত বছর আমার প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মনটা সবসময় খুব খারাপ থাকে।
তাই কারাে সাথে মিশমতে ভালাে লাগে না। নিরিবিলি থাকতে পছন্দ করি।
যদিও গান আমার অপছন্দ কিন্তু ইদানিং বিরহের গান শুনতে মন চায়। গানের মধ্য দিয়ে তাকে বার বার স্মরণ করি।
যদিও তাতে মনের কষ্ট আর‌ও বাড়ে।
পুরনো দিনের কত স্মৃতি মনে করে চোখের জলে মনটা দুঃখের সাগরে ভাসে। মনে হয় এ বিরহের ঘটনা যেন মাত্র এক সপ্তাহ আগে ঘটেছে। কিছুতেই ভুলতে পারছিনা।
কষ্টের কথা কাউকে বলতে ইচ্ছে করে না। তুমি খুব অন্তরঙ্গ ও কাছের বন্ধু তাই তােমার সাথে শেয়ার করলাম।
যাক সে সব কথা। তুমি কিছু খাবে?
শফিক : তুমি যখন বলছো কি করে না করি বলাে!
শামীম : এই ঝালমুড়িওয়ালা এদিকে আসাে। হালকা ঝাল আর একটু বেশি লবণ দিয়ে মুড়ি মাখিয়ে দাও।
শফিক : লবণ বেশি কেন?
শামীম : লবণ আমার খুব পছন্দ।
শামীম : এই পানিওয়ালা দেড় লিটার দুই বােতল ঠাণ্ডা পানি দাও।
শফিক : এত পানি কি করবা? এক বােতর হলেই তাে চলবে।
শামীম : বন্ধু আমি খুব পানি পান করি। দেখাে কিছুক্ষণ পর শেষ করে ফেলবাে।
শফিক : চেয়ার ছাড়াে, চলাে নিচে বালির উপর বসি। চেয়ারে বসার চেয়ে বালিতে বসার মজাই আলাদা।
শামীম : না বন্ধু, তুমি জানাে আমি পরিষ্কার থাকতে পছন্দ করি। এই ব্যাপারে আমি একটু খুঁত খুঁতে। বালিতে বসতে পারবাে না।
শফিক : দুপুরে দেখলাম তুমি প্রায় একঘন্টা ধরে পানিতে সাঁতার কাটলে, গােছল করলে।
কিন্তু লক্ষ করলাম একেবারে কিনারায় অল্প জলে স্নান করলে। একটু গভীরে গেলে না।
শামীম : হ্যাঁ বন্ধু ঠাণ্ডা পানিতে দীর্ঘ সময় ধরে স্নান করতে আমার খুব ভালাে লাগে। আমি অনেকক্ষণ ধরে স্নান করি। পানিতে নামলে উঠতে মন চায় না।
তবে বেশি গভীর জলে আমার ভয় করে। আমার মনে মৃত্যুভয় কাজ করে। তাই ডুবে যাওয়ার ভয়ে গভীর জলে যায় না।
শফিক : বন্ধু এখানে একটা হােটেলে ভূনা মাংস আর নান রুটি পাওয়া যায় চলাে মজা করে আজ দুপুরে রুটি, মাংস খেয়ে আসি।
শামীম : না বন্ধু রুটি আমি পছন্দ করি না। বড় কথা হলাে আমি মাছ পছন্দ করি। আর সমুদ্র এলাকায় বেড়াতে এসে মাছ খাবাে না তা কি হয়!
দুপুরে বরং রুপচান্দা মাছ দিয়ে মজা করে ভাত খাবাে চলাে।
শফিক : চলো তাহলে এবার রেস্টুরেন্টে। খাওয়া-দাওয়া করে আসি।
শামীম : না বন্ধু, আগে একটু গেস্ট হাউস এ যেতে হবে।
শফিক কেন? গেস্ট হাউস যেতে হবে কেন?
শামীম : আমার প্রসব করার দরকার অনুভব করছি।
শফিক : ওই পাশে ফাঁকা জায়গায় গিয়ে করে আসো।
শামীম : না বন্ধু আশে পাশে মানুষ থাকলে আমি প্রসাব করতে পারিনা।
শফিক : ঠিক আছে চলো তাহলে গেস্ট হাউস এ গিয়ে পরে রেস্টুরেন্টে খেতে যাব।
শফিক : শুনলাম মাঝে মাঝেই তুমি নাকি সমুদ্র তীরে বেড়াতে আসাে? কারণ কি?
শামীম : সমুদ্র তীরে এলে আমার পুরাণাে মাথা ব্যথার কষ্টটা ভালাে হয়ে যায়। এখানে যে কাঁদিন থাকি মাথা ব্যথা আর থাকে না। তাছাড়া এখানে এলে মন অনেকটা ভালাে থাকে। সে কারণেই প্রায় এখানে আসি।
বি. দ্র. তরুণ বন্ধুদের উদ্দেশ্যে নেট্রাম মিউরের গল্পের মধ্যে দিয়েই নেট্রামের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো তুলে ধরতে চেয়েছি।
গল্পের মধ্যে উল্লেখিত নেট্রাম মিউরের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ :
গরমকাতর : রােদ অসহ্য :
পিপাসা বেশি :
লবণ খুব পছন্দ। মাছ পছন্দ : দীর্ঘক্ষণ ঠান্ডা জলে স্নান পছন্দ।
রুটি অপছন্দ :
প্রেমে ব্যর্থতায় ভীষণ মানসিক কষ্ট। কষ্টের সময় একা থাকতে পছন্দ। সহজে কাঁদে : খুঁতখুতে (পরিস্কার) :আশে পাশে মানুষ থাকলে প্রস্রাব করতে পারে না।
মৃত্যু ভয়।
সমুদ্র তীরে এলে রোগ লক্ষণ উপশম হয়

02/09/2021

◆◆মেটিরিয়া মেডিকা◆◆
◆MATERIA MEDICA◆
পর্ব - 03
------------------------------------------------
"কক্কুলাস ইন্ডিকা"
"COCCULUS INDICA"
-------------------------------------------------------
★ উদ্বেগ, উৎকণ্ঠার সাথে অনিদ্রা।
অতিরিক্ত পড়ালেখা বা ইন্দ্রিয় সেবার ফলে অসুস্থতা।
★ প্রচন্ড অবসাদ।
★ ক্ষুধা সত্ত্বেও অরুচি।খাবারের গন্ধে বিরক্তি ও বমিভাব। খাবারের কথা চিন্তা করলে বমি দেখা দেয়।
★ পেতে খুব বায়ু জমা এবং ধারালো পাথর আছে এরূপ মনে হয়।
★ সামান্য কারণে রেগে যায়, সামান্য গোলমাল, শব্দ, স্পর্শ ও ঝাকি সহ্য করতে পারেনা। নড়াচড়াতে সকল কষ্টের বৃদ্ধি হয়।
★ সব সময় মাথাঘোরা থাকে। চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকতে হয়।
★ যানবাহনে চড়লে বমি ভাব অথবা বমি হয়। কোন চলন্ত বস্তুর দিকে তাকালে মাথাঘোরে ও বমি হয়।
★ সময় খুব দ্রুত চলে যায়।
★ ঠান্ডা গরম কোনোটাই সহ্য হয়না।
★ শরীরের নানা জায়গায় শূন্য ভাব, খালি ভাব। মনে হয় ঐ জায়গায় কিছু নাই, ফাঁকা।
★ স্ত্রীলোকের ঋতুস্রাব খুব বেশি এবং ঘন ঘন দেখা দেয়। গর্ভ অবস্থায় প্রদর স্রাব।
★ দুই ঋতুর মাঝে শ্বেতপ্রদর স্রাব অথবা ঋতুস্রাবের পরিবর্তে শ্বেতপ্রদর চলতে থাকে।
-------------------------------------------

02/09/2021

◆মেটিরিয়া মেডিকা
◆MATERIA MEDICA
◆ পর্ব নং - 02
------------------------------------------------
"ফসফরিক এসিড"
"PHOSPHORIC ACID"
-------------------------------------------------------
★ প্রথমে মানসিক, পরে স্নায়ুবিক দুর্বলতা হয়।
★ অতিরিক্ত হস্তমৈথুন, স্ত্রীসঙ্গম, শোক এবং মারাত্মক তরুণ জাতীয় পীড়া ভোগের পর উপযোগী।
★ মানসিক অবসাদগ্রস্ত। শারীরিক ও মানসিক অবসন্নতা।
★ সম্পূর্ণ তন্দ্রাচ্ছন্নভাব। দিনে নিদ্রালুতা, রাতে নিদ্রাহীনতা।
★ শোক দুঃখ ও প্রেমে হতাশা।
★ মানসিক অবসন্নতার জন্য তার কোন কিছু করতে ভালোলাগেনা। সব সময় শুয়ে থাকতে চায়।
★ দাড়ি, গোঁফ, মাথায় স্থানে স্থানে চুল উঠে টাক হয় এবং জননেন্দ্রিয়েরস্থানে স্থানে চুল উঠে।
★ অল্প বয়সে চুল পাকে, চুল উঠে যায়।
★ ছোটবেলা থেকে হস্তমৈথুনের প্রবৃত্তি।
★ প্রতি রাতে ২/৩বার স্বপ্নদোষ।
★জননেন্দ্রিয় খুব দুর্বল ফলে মল ত্যাগের সময় কোথ দিলে লিঙ্গ দিয়ে সাদা পদার্থ বা বীর্য বের হয়(Con, Sel)।
★ প্রস্রাবের রং দুধের মত সাদা(Apis, Cina, Lyc, Sulph)।। ঘন ঘন প্রস্রাব হয়। অন্য রং হলেও কিছুক্ষন পর সাদা রং হয়ে যায়। প্রস্রাবের সাথে দুধের সরের মত সাদা রঙের ছোট পদার্থ বের হয়।
★ দিন অপেক্ষা রাতে প্রস্রাব বেশি হয়(Lyco)।
★ বহুমূত্রের সাথে প্রবল পিপাসা।
★ সঙ্গম ইচ্ছা নেই, সহবাস করতে গেলে লিঙ্গ শিথিল হয়ে পড়ে ফলে সঙ্গম সম্পূর্ন করতে পারেনা।
★ সঙ্গমের সময় ও পরে বুক ধড়ফড় করে, কোমরে ব্যথা হয়।
★ প্রস্রাব বেশি হলে পিপাসা বেশি।
★ ফসফরিক এসিডের উদারাময়ে রোগী দুর্বল হয়না। উদারাময়ে মলে গন্ধ নেই বললে চলে। মলত্যাগের সময় প্রচুর বায়ু নিঃসরণ হয়।
★ শীত সহ্য করতে পারেনা। শীতে ও ঠান্ডায় সকল কষ্ট বাড়ে। গরমে আরামবোধ।
★ প্রবাসে থাকতে পারেনা। সবসময় নিজের বাড়িতে থাকতে ভালোবাসে।
★ ছাত্রছাত্রীরা একটু লেখাপড়া করতে গেলেই মাথাব্যথা করে(Nat-m, Calc-p, Tub)।
★ জিহ্বার মাঝখানে রক্তবর্ণ রেখা।
★ জরায়ু হতে বায়ু নিঃসরণ(Lyc)। স্ত্রী জননেন্দ্রিয় হতে সশব্দে বায়ু নিঃসরণ(Brom, Lyc)।
★নাকে চুলকানি, নাকের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দেয়(Cina)।
★ ঠান্ডা দুধ পানের ইচ্ছা।
★ টক দ্রব্য খাবার পরে পেটের পীড়া।
----------------------------------------------

02/09/2021

মেটিরিয়া মেডিকা
MATERIA MEDICA

পর্ব - 01
------------------------------------------------
"আর্নিকা মন্ট"
"ARNICA MONT "
-------------------------------------------------------
★ একা থাকতে চায়, কেউ বিরক্ত করুক পছন্দ করেনা। কেউ মনে আঘাত দিক সেটা চায়না।
★ আঘাতের ব্যথা বা রোগের ব্যথা।
★ শোক, দুঃখ, অপমান, আর্থিক ক্ষতি প্রভৃতি মানসিক আঘাতের ফলে উৎপন্ন বিভিন্ন রোগ।
★ সারা শরীরে ছেঁচাবোধ। সবসময় ভয় হয় কেউ তাকে স্পর্শ করে।
★ যে কোন রোগ লক্ষণে সার্বদৈহিক ও মানসিক লক্ষণ - ছেঁচাবোধ ও স্পর্শাসহিষ্ণুতা থাকবেই।
★ অঙ্গপ্রতঙ্গে ব্যথা এবং নীল রঙের দাগ।
★ মাথা ও মুখ গরম কিন্তু অন্য সব স্থান শীতল।
★ অজ্ঞান, জিজ্ঞাসা করলে ঠিক উত্তর দেয় আবার অজ্ঞান হয়ে যায়।
★ বিছানা শক্ত মনে হয়। বিশেষ করে জ্ঞানহারা অবস্থায় কষ্টের কথা জিজ্ঞেস করলে বলে বিছানা শক্ত।
★ বিছানা শক্ত মনে করার ফলে বার বার পার্শ্বপরিবর্তন।
★ যে কোন রোগে রোগী মনে করে যেন সে ভাল আছে। বিকার অবস্থায় কষ্টের কথা জিজ্ঞেস করলে বলে সে ভাল আছে।
★ চোর,ডাকাত নানা প্রকার হিংস্র জীবজন্তুর স্বপ্ন দেখে ও ভয় পায়।
★ কয়লার ধোঁয়া বা আঘাত লেগে শ্বাসরোধ। আতুর ঘরের কয়লার ধোঁয়ায় শিশুর দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়(Am-c, Bob, Op)।

★ আঘাত -
• যে কোন আঘাতে আর্নিকা প্রয়োজন, যদি আঘাতের জায়গায় ছিড়ে যায়, খুব টাটানি ও ছেঁচাবোধ থাকে, কালো দাগ হয় বা কালশিটে পড়ে, রক্ত জমে, ফুলে ওঠে।
• অনেকদিন আগের আঘাতের কারণে যদি কোন রোগলক্ষন দেখা দেয় তাহলেও ফলপ্রদ(আর্নিকার লক্ষণ থাক বা না থাক)।
• আঘাতের পর নানা ধরণের রোগ। যেমন বুকে আঘাত লেগে রক্তবমি। চোখে আঘাত লাগে দৃষ্টিশক্তি নষ্ট(Symphy)।
• আঘাত লেগে চোখে কালশিরা।
• গর্ভবতীর পেটে আঘাত লেগে গর্ভপাতের উপক্রম।
• আঘাত লাগার ফলে অন্ডকোষে জলজমা বা হাইড্রোসিল ।

★ প্রসবের পর ভ্যাদাল ব্যথা(যান্ত্রিক ভাবে প্রসবের পর ভ্যাদাল ব্যথাতে- হাইপেরিকাম)। প্রসবের পর রক্তস্রাব। প্রসবের পর প্রস্রাব বন্ধ বা অসাড়ে প্রস্রাব।
★ বাতরোগে ব্যথার স্থানে ভীষণ স্পর্শাসহিষ্ণুতা এবং কেউ কাছে আসলে ভয় পায় যেন স্পর্শ বা আঘাত না করে।

★ হৃদযন্ত্রের পীড়া -
• অতিরিক্ত ব্যায়াম, পরিশ্রম বা সবসময় ভারী জিনিস তোলা অথবা নামানোর জন্য হৃদযন্ত্রের বৃদ্ধি হয় এবং দ্রুত স্পন্দন হয়। হৃদপিণ্ডের স্থানে টাটানি এবং স্পর্শকাতর ব্যথা। জামা কাপড়ের স্পর্শ অসহ্য।
• রাতে হঠাৎ বুকের মধ্যে অস্বস্তি। হৃদশূল, মৃত্যু ভয়।

★ অতিরিক্ত পরিশ্রম বা পথচলে মাংসপেশিতে ব্যথা।
★ মেনিনজাইটিস - চোখ মুখ লালভাব, সারা শরীরে টাটানি এবং টাটানির জন্য অস্থিরতা। শরীরের উপরের অংশ গরম এবং নিচের অংশ শীতল। অসাড়ে মল মূত্র হয়ে যায়।
★ খুব ব্যথাযুক্ত ছোট ছোট ফোঁড়া হয়(Sulph)।
★ শরীরের উভয় পাশে(ডানে-বামে, সামনে-পিছনে) একই রকমের চর্মরোগ।
★ কোষ্ঠবদ্ধ, মল ফিতার মত হয়ে বের হয়।
★ মুখের স্বাদ, উদগার ও মলে পচা ডিমের মত দুর্গন্ধ।
★ সিনেমা দেখে চোখের ব্যথা বা যন্ত্রনা।
■■
☆ কুকুর বা বিড়ালে বা কোন জীবজন্তু কামড়ালে ব্যবহার করা যাবেনা।
☆ কাটা বা ক্ষত থাকলে কোন অবস্থাতেই বাহ্যিক প্রয়োগ করা যাবেনা।
-----------------------------------------------

Address

Bhatara
1212

Opening Hours

Monday 09:00 - 13:00
18:00 - 19:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 19:00
Thursday 09:00 - 17:00
18:00 - 19:00
Friday 09:00 - 17:00
18:00 - 19:00
Saturday 09:00 - 17:00
18:00 - 19:00
Sunday 09:00 - 17:00
18:00 - 19:00

Telephone

01625281548

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa homoeo hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maa homoeo hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category