Hijama Centre হিজামা সেন্টার

Hijama Centre হিজামা সেন্টার নিশ্চয়ই হিজামার মধ্যে নিরাময় রয়েছে। (বুখারী ৫৬৯৭)
(1)

রাসূলুল্লাহ সঃ কাঁধের দুপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করতেন। [ম...
13/06/2025

রাসূলুল্লাহ সঃ কাঁধের দুপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করতেন। [মিশকাত হা/৪৫৪৬]

হিজামা করানোর সেরা দিনগুলোতে আপনার এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ ০১৯৬৭৪০২০৪০

 #উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হিজামাই সর্বোত্তম চিকিৎসা।⏩গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও, কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে...
13/06/2025

#উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হিজামাই সর্বোত্তম চিকিৎসা।
⏩গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও, কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে
(আলহ হাকিম ৭৪৮২)
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,”নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়
(বুখারীঃ৫২৯৪)
⏩মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম
(আল হাকিমঃ৭৪৭০)
⏩খালি পেটে হিজামাই সর্বোত্তম, এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়(ইবনে মাজাহঃ৩৪৮৭)

✅হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
*মাইগ্রেন
*মাথা ব্যথা
*বাত ব্যথা
*পেট ব্যথা
*কোমর ব্যথা
*পায়ে ব্যথা
*হাটু ব্যথা
*ঘাড়ে ব্যথা
*মাংস পেশির ব্যথা
*দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
*মেরুদন্ড ব্যথা
*গোড়ালি ব্যথা
*স্পোর্টস ইঞ্জুরি
*হাই ব্লাড প্রেশার
*গেটে বাত
*চুল পড়া সমস্যা
*কোষ্ঠকাঠিন্য সমস্যা
*থাইরয়েড গ্রন্থির সমস্যা
*কাশি,কফ ও ফুসফুসের সমস্যা
*রিউমাটয়েড আর্থ্রাটিস
*সায়েটিকা
*ঘুমের সমস্যা
*মানসিক সমস্যা
*হতাশা/অবসাদ/দুঃশ্চিন্তা
*স্মরন শক্তির দূর্বলতা
*চর্মরোগ
*আমাশয়
*প্যারালাইসিস
*হাত পা অবশ
*ইউরিক এসিড
*কোলেস্টেরল
*হরমোনাল সমস্যা
*সাইনোসাইটিস
*লিভারের সমস্যা
*গ্যাষ্টিক
*আলসার
*হাড় ক্ষয়
*বডি ডিটক্স ইত্যাদি।

০১৯৬৭৪০২০৪০
সিরিয়াল দিন

13/06/2025

সামনে কিন্তু সুন্নাহ ডেট হিজামা নিতে এখনি বুক করে ফেলুন আপনার এপয়েনমেন্ট।

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🕋تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُمْআল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে কবুল করে নিন।🌸 ঈদ মোবারক! 🌸
06/06/2025

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🕋
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُمْ
আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে কবুল করে নিন।
🌸 ঈদ মোবারক! 🌸

04/06/2025

শুরু হলো পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা হে আল্লাহ সবার হজ্জ কবুল করে নিন আমীন।।

04/06/2025

অতঃপর, যে অণু পরিমাণ ভালো কাজ করবে, তা সে দেখতে পাবে। এবং যে অণু পরিমাণ খারাপ কাজ করবে, তাও সে দেখতে পাবে।
সূরা যিলযাল, আয়াত: ৭-৮

04/06/2025

ওযু করার সময় কেউ যদি উত্তমরূপে ওযু করে তাহলে তার শরীরের সব গুণাহ বের হয়ে যায়। এমনকি তার নখের নিচের গুণাহও বের হয়ে যায়। (সহীহ মুসলিমঃ ৪৮৪,৪৮৫)

04/06/2025

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!
আলহামদুলিল্লাহ 🤲✨

❝সূরা ইউসুফ:-১১০❞

04/06/2025

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইকআল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

আনাস বিন মালিক (রা.) বলেন, ‘রাসুল (সা.) হিজামা লাগিয়েছেন। আবু তায়বা তাকে হিজামা করেছেন। তিনি তাকে দুই ছা (প্রায় পাঁচ কেজ...
02/06/2025

আনাস বিন মালিক (রা.) বলেন, ‘রাসুল (সা.) হিজামা লাগিয়েছেন। আবু তায়বা তাকে হিজামা করেছেন। তিনি তাকে দুই ছা (প্রায় পাঁচ কেজি) খাদ্যদ্রব্য দেওয়ার নির্দেশ দেন এবং তার মালিকদের সঙ্গে আলোচনা করেন। এতে তারা তার ওপর ধার্য করা কর কমিয়ে দেয়। তিনি আরও বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলপ্রসূ।’ (মুসলিম, হাদিস : ৩৯৩০)
হাদিসে আছে, জাবির বিন আবদুল্লাহ (রা.) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেন, ‘আমি সরবো না, যতক্ষণ না তুমি শিঙা লাগাবে। কেননা আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (বুখারি, হাদিস : ৫৬৯৭)

02/06/2025

হাসবুনাল্লাহু ওয়া নিলাম
ওয়াকিল

02/06/2025

— যে বেক্তি সুরা ইখলাস'কে ভালোবাসবে, সেই সুরা তাকে জান্নাতে প্রবেশ করাবে!"

- (তিরমিজি- ২৯০১)
- সুবহানাল্লাহ!

Address

Bhatara

Telephone

+8801967402040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Centre হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Centre হিজামা সেন্টার:

Share