05/07/2025
"যার জীবন স্থবির হয়ে গেছে, তারা সবাই কি জাদুগ্রস্ত?
না, সব স্থবিরতা জাদুর কারণে হয় না। শুধু জাদুকেই দায়ী করা ভুল। স্থবিরতা আসতে পারে নানান কারণেই—যেমন বদনজর,হিংসা, তাবিজ-তুমার বা কোনো শাইতানের প্রভাব, অথবা জিনের আছর। এগুলোও জাদুর মতোই জীবনকে অচল করে দিতে পারে (আল্লাহর ইচ্ছায়)। আর এই স্থবিরতা শুধু বিয়েতেই নয়, পড়াশোনা, রিজিক—সব ক্ষেত্রেই হতে পারে। কেউ আপনার দিকে খারাপ নজর দিলে বা হিংসা করলে আপনার জীবন থমকে যেতে পারে।
জাদু, বদনজর, হিংসা, জিনের প্রভাব—সবক্ষেত্রেই একটি মিল আছে। তা হলো, প্রতিটির পেছনে একটি খাদেম শাইতান কাজ করে যা আল্লাহর অনুমতিতে আপনার জীবনকে ব্যাহত করে। তবে মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে স্থবিরতার মূল কারণ হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, নামাজ ছেড়ে দেওয়া, বাবা-মার অবাধ্য হওয়া ইত্যাদি।... আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
ইনশাআল্লাহ পরবর্তী পোস্টে এমন সমস্যার জন্য সেল্প রুকইয়াহ দিব।
Raqi Mahbub Al Misbah