12/12/2021
বাচ্চাদের যে কোন সমস্যাই গুরুত্তের সাথে নিতে হবে। কারণ তারা মুখে বলতে পারে না। আপনার যদি কোন সমস্যা মনে হয় তবে দেরি করবেন না। শিশুর জন্মের পর দেখুন তার কোন জন্মগত ত্রুটি আছে কিনা। অনেক রোগই বয়সের সাথে বাড়ে বা বয়স বেড়ে গেলে চিকিৎসা করতে ঝামেলা হয়। নিউমোনিয়া শিশু মৃত্যুর এক নম্বর কারণ। ডায়রিয়া , মিজলস , জন্মগত ত্রুটিও লক্ষণীয়। যদি আপনার বাচ্চার খেতে কষ্ট হয়, সারাক্ষণ অস্থির হয়ে থাকে, যা খায় তার সব-ই বমি করে, কাশি থাকে, ঘন ঘন শ্বাস নেয়, বুকের নীচের অংশ শ্বাসের সময় দেবে যায়, অজ্ঞান হয়ে যায়, তবে এখুনি ডাক্তার দেখান। শিশুদের সঠিক সময়ে সঠিক বেড়ে ওঠা হচ্ছে কিনা তার জন্যে ডায়েট প্ল্যান মোতাবেক খাওয়ান।