20/12/2024
"মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা,,
মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা অপরিসীম,
ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েইন্ট যা শরীরে হাড় গঠনে, ক্যালসিয়াম শোষনে সাহায্য করে।
ভিটামিন ডির মূলত সূর্যের আলো বিশেষ করে ইউভি-বি রশ্মি এর ফোটোলাইসিস প্রক্রিয়ায় সূর্যালোক মাধ্যমে শরীরের ত্বকের কোষ থেকে ৭ ডিহাইড্রোকোলেস্টেরল থেকে এক্টিভ ভিটামিন ডি-৩ তে পরিবর্তিত করে।
কিভাবে বুঝবেন ভিটামিন ডি ঘাটতি আছে কিনা?
১. মাংসপেশির দুর্বলতা ও ব্যথা অনুভব হবে।
২. মানসিক চাপ ও বিষণ্ণতা দেখা দিবে।
৩. দিনের বেশির সময় ক্লান্তিবোধ ও অবসাদগগ্রস্ত মনে হবে।
৪. বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস বা হাড় বাঁকা রোগ দেখা দিবে।
৫. প্রবীণদের ক্ষেত্রে অষ্টিওপরোসিস বা হাড় ভঙ্গর হয়ে পড়বে।
৬. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।
৭. কিছু কিছু ক্ষেত্রে কম বয়সে চুল ও দাঁত পড়ে যেতে পারে।
ভিটামিন ডির ঘাটতি প্রতিরোধে করণীয়:
১. সকাল ১০ থেকে বিকাল ৪ আগে প্রতিদিন শরীরে রোদস্নান করুন অন্তত ২০-৩০ মিনিট।
২. আপনার খাবারের তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার রাখুন, যেমন: ডিম, চিজ, গরু বা খাসির কলিজা, কড লিভার অয়েল বা মাছের তেল, দুধ, সয়ামিল্ক, সামুদ্রিক মাছ যেমন টুনা, স্যালমন ম্যাকরেল, ইত্যাদি।
৩. প্রয়োজনে ডাক্তার এর নির্দেশনা অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট ও ট্যাবলেট সেবন করতে পারেন।
''ভিটামিন ডি অভাব মুক্ত করুন, ব্যথা মুক্ত জীবন গড়ুন,,
ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব স্পেশালিস্ট
ডাঃ এম. রফিকুল ইসলাম, পিটি
বিপিটি, এমপিএইচ, এমড়িএমআর ( ডিজাবিলিটি এন্ড রিহ্যাব )
কনসালটেন্ট ফিজিওথেরাপিষ্ট
স্পাইন কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার