04/04/2025
আমাদের পূণর্মিলনি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ০১.০৪.২০২৫ তারিখ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অতিথি বৃন্দ ছিলেন:
জনাব ডা:শোভন কুমার বসাক স্যার
জনাব ডা:শহিদুল ইসলাম সোহাগ স্যার
জনাব ডা:আশ্রাফ আলী বিশ্বাস রিয়াদ স্যার
জনাব ডা:আশরাফুল ইসলাম সুমন স্যার
জনাব ডা:মাকলুকুর রহমান মাসুম স্যার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলন:
জনাব ডা:আশরাফুল ইসলাম সুমন
ও প্রধান অতিথি ছিলেন :ডা:শোভন কুমার বসাক
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ সেশনে বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরন করে নে,ডক্টর'স সোসাইটি এর সদস্যরা।
অতিথি মহোদয় রা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
নবীন শিক্ষার্থীরা হলেন:
১.উম্মে হাবিবা (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
২.আফিয়া জেবিন প্রমি (জামালপুর মেডিকেল কলেজ)
৩.শেখ মোহাম্মদ আল আমিন (পটুয়াখালী মেডিকেল কলেজ)
৪.শাহ সুফি ওয়াসি (ঢাকা ডেন্টাল কলেজ)
৫.ঈশিতা বেগম (ফরিদপুর মেডিকেল কলেজ)
৬.মো: মাহবুবুর রহমান (শেরে বাংলা মেডিকেল কলেজ)
৭.আব্দুল্লা আল মাহফুজ (ঢাকা ডেন্টাল কলেজ)
উক্ত প্রোগ্রাম এ ডক্টর'স সোসাইটি অফ চরফ্যাশন এর সদস্যদের অংশগ্রহনে একটা উৎসবমুখর মিলন মোলা হয়েছিলো।