রোকেয়া ফার্মেসী- Rokea Pharmacy

রোকেয়া ফার্মেসী- Rokea Pharmacy "রোকেয়া ফার্মেসী-Rokea Pharmacy" আধুনিক চিকিৎসা জগতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানাঃ- আলিয়া চৌমুহনী, আমিনাবাদ, চরফ্যাশন, ভোলা।

11/03/2024

আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান 🌙

➡️ এখন থেকে আমাদের চেম্বারে নিয়মিত রোগী দেখবেন ডাঃ মাহফুজা খাতুন।।বিঃদ্রঃ ডাঃ মাহফুজা খাতুন কে দেখাতে, চেম্বারে আসার আগ...
03/08/2023

➡️ এখন থেকে আমাদের চেম্বারে নিয়মিত রোগী দেখবেন ডাঃ মাহফুজা খাতুন।।

বিঃদ্রঃ ডাঃ মাহফুজা খাতুন কে দেখাতে, চেম্বারে আসার আগে অবশ্যই কল করে নিবেন।।

31/05/2023

➡️ Sexual transmitted disease বা যৌন সংক্রামক রোগ।।

➡️ পশু হাসপাতাল এক অদ্ভুত জায়গা😊
12/01/2023

➡️ পশু হাসপাতাল এক অদ্ভুত জায়গা😊

➡️ ডায়রিয়া হলে শিশুকে বারবার স্যালাইন খাওয়াতে হবে। বয়স দুই বছরের নিচে হলে তাদের প্রতিবার পাতলা পায়খানার পর ১০ থেকে ...
15/12/2022

➡️ ডায়রিয়া হলে শিশুকে বারবার স্যালাইন খাওয়াতে হবে। বয়স দুই বছরের নিচে হলে তাদের প্রতিবার পাতলা পায়খানার পর ১০ থেকে ২০ চামচ, দুই বছরের বেশি বয়সীদের প্রতিবার পাতলা পায়খানার পর ২০ থেকে ৪০ চামচ করে স্যালাইন দিন। বমি হয়ে গেলে ১০ মিনিট অপেক্ষার পর আবার স্যালাইন খাওয়াতে হবে।

➡️ কফ-কাশিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো ও ঘুম পাড়ানোর আগে ঈষদুষ্ণ জলে পাতলা পরিষ্কার কাপড় ডুবিয়ে তা শলাকার মতো করে নাক ...
15/12/2022

➡️ কফ-কাশিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো ও ঘুম পাড়ানোর আগে ঈষদুষ্ণ জলে পাতলা পরিষ্কার কাপড় ডুবিয়ে তা শলাকার মতো করে নাক পরিষ্কার করে দিলে আরাম পাবে। শিশুর কাশি লাঘবের জন্য বাজারের সিরাপের চেয়ে বেশি নিরাপদ মধু, তুলসী পাতার রস বা লেবু মেশানো কুসুম গরম নিরাপদ জল।

➡️ আদা ও মধুর সিরাপআদা গরম প্রকৃতির হওয়ায় সর্দি হলেই বাচ্চাদের এটি খাওয়াতে পারেন। ৬ মাসের বেশি বয়সের বাচ্চাদের সর্দি...
15/12/2022

➡️ আদা ও মধুর সিরাপ
আদা গরম প্রকৃতির হওয়ায় সর্দি হলেই বাচ্চাদের এটি খাওয়াতে পারেন। ৬ মাসের বেশি বয়সের বাচ্চাদের সর্দি-কাশি হলে আদা দিয়ে তৈরি সিরাপ পান করাতে পারেন। অন্য দিকে মধুতে অ্যান্টি মাইক্রোবিয়ল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ বর্তমান থাকে, যা সর্দি-কাশি দূর করতে পারে।

➡️ বাচ্চার মাথা ব্যথা বা শরীরে ব্যথা বা জ্বর থাকলে শিশুকে অ্যাসিটামিনোফেন এবং আইবুপ্রোফেন স্বস্তি দিতে পারে। * বাচ্চাদের...
15/12/2022

➡️ বাচ্চার মাথা ব্যথা বা শরীরে ব্যথা বা জ্বর থাকলে শিশুকে অ্যাসিটামিনোফেন এবং আইবুপ্রোফেন স্বস্তি দিতে পারে। * বাচ্চাদের জন্য অ্যাসিটামিনোফেন জলীয় এবং বড়ি হিসাবেও উপলভ্য যা চিবানো যায়। এটি ওষুধের বড়ি হিসাবেও আসে যেটি মলদ্বারে (সাপোজিটরি) দেওয়া হয় যদি শিশুর বমি হয় এবং যদি সে মুখ দিয়ে ওষুধ খেতে অক্ষম থাকে।

➡️ নওনেহালঃশিশুদের পরিমিত বৃদ্ধি ও বিকাশে আদর্শ হারবাল বায়ুনাশক ও হজমকারক।নওনেহাল দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণালব্ধ প্রয়োজ...
20/10/2022

➡️ নওনেহালঃ
শিশুদের পরিমিত বৃদ্ধি ও বিকাশে আদর্শ হারবাল বায়ুনাশক ও হজমকারক।
নওনেহাল দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণালব্ধ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ, সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত হারবাল ওষুধ। নওনেহাল আনিসুন, শুলফা বীজ, বড় এলাচ, পুদিনা, যবসহ অন্যান্য উপাদানের সমন্বয়ে তৈরী, এতে কোন কৃত্রিম বা রাসায়নিক উপাদান নেই। এতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রণ, ম্যাঙ্গানিজ, কপার, ক্লোরিন, জিংক সমৃদ্ধ ওষুধি উদ্ভিদ যা শিশুর পরিমিত বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওনেহাল দুর্বল শিশুদের সুস্থ ও সবল করে। নওনেহাল শিশুদের নরম ও কোমল পরিপাকতন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে এবং ভিটামিনের অভাব পূরণ করে। নওনেহাল-এ বিদ্যমান পুদিনার সক্রিয় উপাদান ম্যানথল, যা বদহজম, পেট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে। আনীসুন তেল শিশুর পেট ফাঁপা, পেট ব্যথা, খিঁচুনীসহ বমি ও বমিভাব দূর করে। কাজেই নওনেহাল পেটের যাবতীয় সমস্যা সমাধান করে শিশুদের দৈহিক বৃদ্ধিসহ বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করে।

উপাদান: প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)- Pimpinella anisum (আনিসূন) ২.৫০ মিগ্রা, Anethum sowa (শুলফা বীজ) ২.৫০ মিগ্রা, Amomum subulatum (বড় এলাচ) ২.৫০ মিগ্রা, Mentha arvensis (পুদিনা) ২.৫০ মিগ্রা, Pimpinella anisum Oil (আনিসূন তেল) ৩.৫০ মালি, Hordeum vulgare (যব/সত্তে জও) ৪০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

নির্দেশনা: পেট কামড়ানো, ডায়রিয়া, বমি ও বমিভাব, অপুষ্টি, পেট ফাঁপা ও বদহজম, অজীর্ণ, নবজাতক শিশুদের দাঁত উঠাকালিন যাবতীয় গোলযোগ।

খাওয়ার নিয়ম/সেবনবিধিঃ
৬ মাস বয়স পর্যন্ত : ১/২ চা চামচ (২.৫ মিলি) দৈনিক ৩-৪ বার।

৬ মাস থেকে ১ বৎসর বয়স পর্যন্ত : ১ চা চামচ (৫ মিলি) দৈনিক ৩-৪ বার।

➡️ লন্ডনে প্রথম হোমিওপ্যাথিক হাসপাতাল প্রতিষ্ঠার ইতিহাস...🎩বৃটিশ রাজপরিবার হোমিওপ্যাথির পৃষ্ঠপোষক ছিলেন। আমরা জানি, রাজপ...
25/09/2022

➡️ লন্ডনে প্রথম হোমিওপ্যাথিক হাসপাতাল প্রতিষ্ঠার ইতিহাস...

🎩বৃটিশ রাজপরিবার হোমিওপ্যাথির পৃষ্ঠপোষক ছিলেন।
আমরা জানি, রাজপরিবারের সদস্য ডক্টর কুইন (Dr. Quin) কলেরা আক্রান্ত হয়ে হোমিওপ্যাথিক ঔষধ ক্যামফর (Camphor) সেবনে আরোগ্যলাভ করেছিলেন।

🎩তারপর থেকেই (১৮৩২) তিনি হোমিওপ্যাথি চিকিৎসায় আত্মনিয়োগ করেন।
১৮৪৯ সালে তিনি লন্ডনে প্রথম হোমিওপ্যাথিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
বলা যায় হোমিওপ্যাথি ঔষধের গুণাবলীর কারণেই হোমিওপ্যাথি রাজপরিবারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল,

🎩এখনও পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসকরা রয়াল লন্ডন হোমিওপ্যাথিক হাসপাতালে স্বগৌরবে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

➡️ "বাড়ন্ত শিশুর যত্নে         নিশ্চিত হোক পরিপূর্ণ পুষ্টি"যেসকল বাচ্চারা মায়ের দুধ পায়না তাদের জন্যে ল্যাকটোজেন খুবই...
08/09/2022

➡️ "বাড়ন্ত শিশুর যত্নে
নিশ্চিত হোক পরিপূর্ণ পুষ্টি"
যেসকল বাচ্চারা মায়ের দুধ পায়না তাদের জন্যে ল্যাকটোজেন খুবই সুন্দর একটি খাবার, যা শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করে।
এখন থেকে আমাদের ফার্মেসিতে সব বয়সী বাচ্চাদের জন্যে Lactogen-1,2,3 এর সকল ইনফ্যান্ট ফর্মূলা পাবেন।

বিঃদ্রঃ ১০০% মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছুই নেই।

আজকে কিশোরগঞ্জে পাঠানোর জন্যে ঔষধ প্রস্তুত করা হয়েছে। যে রোগের ঔষধ প্রস্তুত করা হয়েছে তা হলো- Hydrocele,সাধারণত আমাদের...
25/06/2022

আজকে কিশোরগঞ্জে পাঠানোর জন্যে ঔষধ প্রস্তুত করা হয়েছে।
যে রোগের ঔষধ প্রস্তুত করা হয়েছে তা হলো- Hydrocele,
সাধারণত আমাদের অনেকের কাছে এই রোগটি "একশিরা" রোগ নামে পরিচিত। তাহলে বুঝতেই পারছেন "একশিরা" হলো পুরুষের অন্ডকোশের রোগ।

রোগীর নামঃ ******
বয়সঃ ২৩ বছর
পেশাঃ গাড়ী চালক
দীর্ঘদিন যাবৎ হাইড্রোসিল রোগে কষ্ট পাচ্ছেন। ইনবক্স করে তার সমস্ত রোগলক্ষন বর্ণনা করে ঔষধ অর্ডার করেন। আসাকরি সঠিক গাইডলাইন ফলো করলে এই ঔষধে তার এই রোগ থেকে পরিত্রাণ মিলবে ইনশাআল্লাহ।

02/05/2022
It's my own chamber address...
29/08/2021

It's my own chamber address...

16/02/2021

আমার চেম্বারের ক্ষুদে ডাক্তার 😊🕵️🕵️

Address

Bhola
8340

Telephone

+8801728540178

Website

Alerts

Be the first to know and let us send you an email when রোকেয়া ফার্মেসী- Rokea Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রোকেয়া ফার্মেসী- Rokea Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram