Nazrulnagar Blood Donors Society -NBDS

Nazrulnagar Blood Donors Society -NBDS "আমার রক্তে বাঁচবে প্রাণ, করবো আমি রক্ত দান"

24/08/2024

বন্যার্তদের জন্য সাহায্য তহবিলের গণনা কার্য।

আসসালামু আলাইকুম আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আমরা নজরুল নগর ইউনিয়নের আমরা ও তারুণ্যের প্রচেষ্টা এর উদ্যোগ...
23/08/2024

আসসালামু আলাইকুম
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আমরা নজরুল নগর ইউনিয়নের আমরা ও তারুণ্যের প্রচেষ্টা এর উদ্যোগে দেশের দুর্যোগ কালীন এই মুহূর্তে বন্যার্তদের সহায়তার জন্য প্রতি বাজার থেকে ফান্ড কালেকশন করব।
উক্ত ফান্ড আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের মাঝে বিতরণ করতে তাদের সহযোগীতা করবো।
দেশ সংস্কারে আমরা সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। আমাদের এই উদ্যোগে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
আজ বিকাল ৫ টা থেকে আমরা উক্ত ফান্ড কালেকশনে মাঠে থাকবো।
যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন-
01765864409
01511105052
01310927598

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম✨ঈদ মোবারক🌙দেশবাসী ও সকল স্বেচ্ছাসেবক এবং রক্ত যোদ্ধাদেরকে এনবিডিএস এর পক্ষ থেকে রইলো...
11/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম✨
ঈদ মোবারক🌙
দেশবাসী ও সকল স্বেচ্ছাসেবক এবং রক্ত যোদ্ধাদেরকে এনবিডিএস এর পক্ষ থেকে রইলো পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা।

Nazrulnagar Blood Donners Society -NBDS এর  উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক ক্যাম্পেইন-৫ সম্পন্ন ...
04/09/2023

Nazrulnagar Blood Donners Society -NBDS এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক ক্যাম্পেইন-৫ সম্পন্ন হয়।

লোকেশনঃ- ভক্তিরহাট বাজার, ৩নং ওয়ার্ড, অধ্যক্ষ নজরুলনগর।

ধন্যবাদ বিশ্বাস আইটি এন্ড ইলেকট্রনিক্স!আমাদের সুন্দর একটি রিপোর্ট কার্ড তৈরি করে দেওয়ার জন্য।আমাদের লোগো ও পূর্বের সকল‌...
04/09/2023

ধন্যবাদ বিশ্বাস আইটি এন্ড ইলেকট্রনিক্স!
আমাদের সুন্দর একটি রিপোর্ট কার্ড তৈরি করে দেওয়ার জন্য।
আমাদের লোগো ও পূর্বের সকল‌ গ্রাফিক্সের কাজ গুলো আপনাদের করা, তাই একই সাথে সকল কাজের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার প্রতিষ্ঠানের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

"রক্তদানের চেয়ে বড় দান আর কি হতে পারে"-!ডোনার নামঃ ইব্রাহিম ওভিব্লাড গ্রুপঃ ও পজেটিভ ডোনেট সংখ্যাঃ ৪য়রোগীর সমস্যাঃ রক্ত...
23/07/2023

"রক্তদানের চেয়ে বড় দান আর কি হতে পারে"-!

ডোনার নামঃ ইব্রাহিম ওভি
ব্লাড গ্রুপঃ ও পজেটিভ
ডোনেট সংখ্যাঃ ৪য়
রোগীর সমস্যাঃ রক্ত স্বল্পতা
রক্তদানের স্থানঃ চরফ্যাসন।
রক্তদানের তারিখঃ ২২/০৭/২০২৩

Nazrulnagar Blood Donners Society -NBDS পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো, তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের ভাইয়েরা রক্তদান করেছেন,তার কিছু ফটো।আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অন...
22/07/2023

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের ভাইয়েরা রক্তদান করেছেন,তার কিছু ফটো।

আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক ভালোবাসা রইলো
Nazrulnagar Blood Donners Society -NBDS

মানবতার কাজে যদি হয় জয়, কর না তুমি ভয়যদি তোমার রক্তে বাঁচে একটা প্রান তোমার মানবতার হবে জয়।-ডোনারডোনার নাম - মোহাম্মদ শহ...
20/07/2023

মানবতার কাজে যদি হয় জয়, কর না তুমি ভয়
যদি তোমার রক্তে বাঁচে একটা প্রান তোমার মানবতার হবে জয়।
-ডোনার

ডোনার নাম - মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার
রক্তের গ্রুপ - ও পজেটিভ
রক্তদান - ৫ম
রক্তদান তারিখ - ১৯/০৭/২০২৩

অনেক অনেক ধন্যবাদ সিনিয়র দায়িত্বশীল সদস্য,আপনাদের দ্বারাই আমাদের পথচলা সুগম হবে।

Nazrulnagar Blood Donners Society -NBDS

ভয় নেই রক্ত দানে,হাসি ফুটুক সবার প্রাণে।ডোনার নামঃ মোহাম্মদ হেমায়েত হোসেন সুমনব্লাড গ্রুপঃ এ পজেটিভ ডোনেট সংখ্যাঃ তৃতীয...
16/07/2023

ভয় নেই রক্ত দানে,
হাসি ফুটুক সবার প্রাণে।

ডোনার নামঃ মোহাম্মদ হেমায়েত হোসেন সুমন
ব্লাড গ্রুপঃ এ পজেটিভ
ডোনেট সংখ্যাঃ তৃতীয়
রোগীর সমস্যাঃ সিজার
রোগীর ঠিকানাঃ আসলামপুর
রক্তদানের স্থানঃ চরফ্যাশন
রক্তদানের তারিখঃ 16/7/2023

আমাদের সিনিয়র সদস্য মোঃ সুমন আপনাকে এনবিডিএস পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

16/07/2023

কিছুদিন "এনবিডিএস" পেইজ এর কার্যক্রম সাময়িক বন্ধ ছিলো।
এখন থেকে নিয়মিত পেইজে সকল তথ্য উপস্থাপন ও পরামর্শ প্রদান/গ্রহন করা হবে।
-এডমিন প্যানেল।

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নজরুলনগর ব্লাড ডোনার্স সোসাইটির সকল রক্তদাতাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। #বিশ্ব_র...
14/06/2023

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নজরুলনগর ব্লাড ডোনার্স সোসাইটির সকল রক্তদাতাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

#বিশ্ব_রক্তদাতা_দিবস

13/05/2023

ঘূর্ণিঝড় আঘাতের পূর্বমুহুর্তে করণীয়ঃ

⭕️ একটি ঘূর্ণিঝড় আঘাত করতে যাচ্ছে- প্রস্তুতি নিন।
⭕️ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন- মাস্ক, হাত ধোয়ার সাবান, খাবার স্যলাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ডিগনিটি কিট ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী সংগ্রহে রাখুন।
⭕️ ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট ও মোবাইল ফোন প্রস্তুত রাখুন।
⭕️ চার্জ দেওয়া যায় এমন সব জিনিসগুলোতে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন।
⭕️ ঘর-বাড়ির পাশে যে সব গাছপালা বাতাসের ধাক্কায় ঘরের উপর পড়তে পারে, সে সব গাছের বিপজ্জনক ডালপালা কেটে দিন।
⭕️ খাবার পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখুন।
⭕️ নিজের ও পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, দলিল, ভিজিডি/ভিজিএফ কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ পলিথিনে বেঁধে নিজেদের সাথে রাখুন।
⭕️ আপনার বাড়ির বা এলাকার কোন টিউবওয়েলে লবনাক্ত পানি ঢুকে যাওয়ার আশংকা থাকলে টিউবওয়েলের মাথা খুলে পাইপের মুখ পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে দিন, যাতে পরে সেটি থেকে নিরাপদ পানি পাওয়া যায়।
⭕️ পরিবারে যদি গর্ভবতী নারী , শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং অসুস্থ ব্যাক্তি থাকে তবে জরুরী পরিস্থিতিতে তাদেরকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিন।
⭕️ নারী ও কিশোরীদের প্রতি সকল হয়রানি, সহিংসতা, নির্যাতন ও পাচার প্রতিরোধে সচেতন থাকুন।
⭕️ নির্দেশনা মোতাবেক যথাসময়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।
⭕️ প্রয়োজনে ১০৯ ও ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা নিন।

সংগৃহীত

Address

Bhola

Telephone

+8801712454271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazrulnagar Blood Donors Society -NBDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nazrulnagar Blood Donors Society -NBDS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram