01/09/2025
Cervical Spondylosis with LBP রুগীর ফিজিওথেরাপি চিকিৎসা
SWD,UST,TENS,ICT চলছে
With bed rest.
ADL-Activity of daily living কোমর ব্যথা রুগীদের নিয়ম কানুন মানতে হবে বাধ্যতা মূলক।
১. সামনে ঝুকে কাজ করা যাবেনা।
২. ভারী বস্তু ধরা যাবেনা।
৩. চেয়ারে বসে খেতে হবে।
৪. নিচে বসে খাবার খাওয়া যাবেনা।
৫. মাঝায় বেল্ট ব্যবহার করতে হবে।
৬. টয়লেটে কমোড বা কমোডের চেয়ার ব্যবহার করতে হবে।
৭. নরম বিছানায় বসা বা শুয়া যাবেনা।
চেম্বারঃ
লর্ড হার্ডিঞ্জ ডায়াগনস্টিক সেন্টার
আলমগীর ডাক্তারের ফার্মেসীর
দ্বিতীয় তলায় লর্ড হার্ডিঞ্জ বাজার
লালমোহন,ভোলা।
প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯১৭৭৪০৩৭২।
রুগী দেখার সময়ঃ
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা
বিকাল ৫টা থেকে রাত ১০টা।