Bangladesh Model Pharmacy

Bangladesh Model Pharmacy The mission statement of BANGLADESH MODEL PHARMACY is to be the FIRST also best chain of pharmacies in BANGLADESH in terms of quality and service. Medicine

প্রচন্ড গরমে সুস্থ্য থাকতে আসুন একটু নিয়ম মেনে চলি...
17/04/2024

প্রচন্ড গরমে সুস্থ্য থাকতে আসুন একটু নিয়ম মেনে চলি...

প্রতি ৮ জনে একজনের স্তন ক্যান্সার  (১/৮)গতকাল ১৩ ই অক্টোবর ছিল নারীদের ''ব্রা বিহীন'' দিবস।পৃথিবীর প্রতি ৮ জন নারীর মাঝে...
05/11/2023

প্রতি ৮ জনে একজনের স্তন ক্যান্সার (১/৮)

গতকাল ১৩ ই অক্টোবর ছিল নারীদের ''ব্রা বিহীন'' দিবস।পৃথিবীর প্রতি ৮ জন নারীর মাঝে অন্তত ১ জনের স্তন ক্যান্সার। ৮ঃ১ ক্যান্সারের এই ভয়াবহতা সবাইকে ভাবিয়ে তুলেছে তাই সচেতনতার উদ্দেশ্যে এই প্রচারণা। মিডিল এজ ওইমেন অর্থাৎ ৫০ এর আসে পাশের মধ্য বয়সী মহিলারা এই অসুখটিতে আক্রান্ত হচ্ছেন বেশী।

কারণ হিসেবে বলা হচ্ছে বার্থ কন্ট্রোল পিল, আই পিল যৌবন ধরে রাখার জন্য বিভিন্ন হোরমনাল ওষুধের ব্যাবহার বহুলাংশে এই অসুখের জন্য দায়ী। মনো বিজ্ঞানীদের মতে প্রতিযোগিতামূলক জীবনযাত্রা মাত্রাতিরিক্ত স্ট্রেস অসুখী আনন্দহীন জীবন এই অসুখের প্রধানতম কারণ।

সাধারণত ৪৫ বছরের আসে পাশে নারীদের মেনোপজ হয়। মেনোপজ মানে প্রিয়োড বা মাসিক বন্ধ হয়ে সন্তান ধারণে অক্ষম হওয়া। নারীরা এই সময়টাতে অবসাদে ভোগা শুরু করেন।

কিন্তু ৫০ বছরের এর পরেও কোন নারীর প্রিয়োড হলে খুশী হওয়ার পরিবর্তে ডাক্তারের পরামর্শটা অতীব জরুরী। কারণ আপনার শরীরের হরমোনের এই তারতম্যই ক্যান্সারের মত ভয়াবহ রোগের আবির্ভাব ঘটাতে পারে।

স্তন ক্যান্সার থেকে রক্ষা পেতে অয়ার যুক্ত ব্রা বা টাইট যে কোন ধরনের বক্ষ বন্ধনীর পরিবর্তে লুজ সূতি কিংবা গেঞ্জি কাপড়ের ব্রা পরার পরামর্শ দেওয়া হচ্ছে। বাসায় থাকার অবসরে এবং ঘুমের সময়টাতে অবশ্য অবশ্যই ব্রা বিহীন থাকুন।

বলা হচ্ছে সন্তান জন্মদানের দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করালে সেই মায়ের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়। যেই মা যত সন্তান জঠরে ধারণ করবে এবং স্তন পান করাবে সেই মায়ের জরায়ু আর স্তন ততোটা সুরক্ষিত থাকবে। নারীর শরীর সন্তান জন্মদানের উপযোগী করে সৃষ্টি। আধুনিক বিজ্ঞানের যুগে সন্তান হীনতা কিংবা স্বল্প সংখ্যক সন্তানের জন্মদান নারী শারীরের সুস্থতার ধারাকে ব্যাহত হয়।

স্তন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট অপারেশন পরবর্তী আজীবন দুই হাতের এক্সারসাইজ করাটা অবশ্যক ।অন্যথায় ইডিমা হয়ে হাত ফুলে যেয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। দুঃখজনক ভাবে সত্য চিকিৎসা পরবর্তী এই কথাটি বলতে বেশীরভাগ ডাক্তাররাই ভুলে জান। ডাক্তার ভুলে গেলেও নিজ স্বার্থে রোগীকে মনে রাখতে হবে তার নিয়মিত ব্যায়াম বিশেষ করে হাতের ব্যায়াম, ঘুম এবং ওজন নিয়ন্ত্রণের জন্য সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরী।

বেশি বয়সে সন্তান ধারণ, স্থুলতা, শারীরিক পরিশ্রমের অভাবে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

14/08/2023

০১। মস্তিস্কের পর্দার নাম কি==মেনিনজেস
০২। হৃদপিন্ডের পর্দার নাম কি===পেরিকার্ডিয়াম
০৩। ফুসফুসের পর্দার নাম কি===প্লুরা
০৪। যকৃতের পর্দার নাম কি==গ্লিসনস ক্যাপসুল
০৫। অস্থির পর্দার নাম কি==পেরি অষ্টিয়াম
০৬। তরুণাস্থির পর্দার নাম কি ==পেরিকন্ডিয়াম
০৭। স্নায়ুতন্ত্রের গঠনের একক কি==নিউরন
০৮। রেচনতন্ত্রের গাঠনিক একক==নেফ্রন
০৯। কঙ্কালতন্ত্রের গাঠনিক একক==অস্থি
১০। যকৃতের গাঠনিক একক==হেপাটোসাইট
১১। মাংশপেশীর গাঠনিক একক===মায়োসাইট
১২। ফুসফুসের গাঠনিক একক==এলভিওলাই
১৩। মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি==হাইপোথ্যালামাস
১৪। কোন রস যা মর্করা বা আমিষ উভয়কে পারিপাক করে ==অগ্ন্যাশয় রস
১৫। মানুষের লালায় কোন রস থাকে==টায়ালিন
১৬। কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়= রেনিন
১৭। HCL কোন কোষ থেকে নিঃসৃত হয়==প্যারাইটাল কোষ
১৮। যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ
করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম
বিসিএস)।
১৯। যে হরমোনের অভাবে ডায়াবেটিস
রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।
২০। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে
উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)।
২১। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
২২। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের
উপর মেলানিন (২৭তম বিসিএস)।
২৩। এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা
বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
২৪। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮
ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।
২৫। আপেলে কোন অ্যাসিড থাকে ?
==
ম্যালিক অ্যাসিড
২৬। আমলকিতে কোন অ্যাসিড থাকে ?== অক্সালিক
অ্যাসিড
২৭। কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা
বলে ? ==এবি গ্রুপ কে
২৮। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক
করে ? ==পেপসিন
২৯। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
অগ্নাশয়ে
৩০। কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত
দিতে পারে ? ==পুরুষ
৩১। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা
বলে ? ==ও গ্রুপ

07/08/2023
04/08/2023

🟢সজনে পাতার গুড়াঃ
ডায়াবেটিসের রোগীদের প্রধান সমস্যা হলো রক্তে অতিরিক্ত মাত্রায় সুগারের উপস্থিতি যে কারণে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হার্ট, চোখ, কিডনি, স্নায়ুতন্ত্র ইত্যাদির কার্যক্ষমতা কমে যায়।
বৈজ্ঞানিক পরীক্ষা এবং গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে সজনে পাতা সরাসরি অথবা গুড়ো করে নিয়মিত খাওয়ার ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
এতে প্রচুর জিংক রয়েছে এবং পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন রয়েছে, যা রক্তসল্পতা দূর করে।
✅ সজনে পাতা শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে অবদান রাখে।
✅ মানবদেহে প্রায় ২০% প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। অ্যামিনো অ্যাসিড বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপাক এবং শরীরের অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের সম্পূর্ণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
✅এতে ৩৬টি প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি অকাল বার্ধক্যের সমস্যাও দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে।
✅ গ্যাস্ট্রিক থেকে মুক্তি দেয় চিরতরে
✅ এটি শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে পুষ্টির কাজ করে।
✅ ব্যায়ামের পাশাপাশি শরীরের ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তুমি যদি ব্যাথা পাও, তুমি জীবিত। তুমি অন্যের ব্যাথা অনুভব করলে, তুমি মানুষ।- লিও টলস্টয়
22/05/2023

তুমি যদি ব্যাথা পাও, তুমি জীবিত। তুমি অন্যের ব্যাথা অনুভব করলে, তুমি মানুষ।
- লিও টলস্টয়

02/05/2023

ছোট্ট শিশুর ❤️
আমাদের বাচ্চাদের ব্রেইনের ৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮ বছর আপনার সন্তানের জন্য - সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর ভিতর ৫ বছর বেশী গুরুত্বপূর্ণ!
ফলে এই সময়ে সবচেয়ে careful থাকা উচিৎ! এই গঠন বলতে বুঝায় - ব্রেইনের connection তৈরী হওয়া। যার যত connection তৈরী হবে, সে তত ব্রিলিয়ান্ট হবে!
এই connection তৈরীতে রঙিন খেলনা, পুষ্টিকর খাবার, বাচ্চার সাথে খেলা করা, গল্প বলা - এমনই অনেক কিছু নির্ভরশীল!
কিন্তু আমাদের দেশে - বাচ্চা কথা বলা শেখার আগেই - সবাই লাঠি নিয়ে বসে - ঠিকমত পড়ালেখা শিখছে তো?
#খাবারঃ
একসময় এদেশে মায়েদের বাচ্চার খাবারই ছিল - বার্লি আর সাগু!
তখন বার্লি Face বলে, একটা অপুষ্টির লক্ষ্মণ দেখা যেত। বাচ্চা হতো মোটাতাজা, মা মনে করতো - বেশ ভাল স্বাস্থ্য হয়েছে!
আজ সেই জায়গাটা নিয়েছে, সুজি! সুজি হয় চালের গুড়া, নাহলে গমের।
আবার এর সাথে কোন না কোন দুধ মিশ্রিত করে, সাথে থাকে চিনি। অথচ এর সবগুলোই অপুষ্টির জন্য যথেষ্ট।
কারণ গরীব হলে, গরুর দুধ মিশ্রিত করে - আর টাকা থাকলে infant formula. অথচ দুটোই বাচ্চার জন্য ক্ষতিকারক!
Infant formula'তে কোন কিছু মিশানো নিষেধ। আবার কোন চিকিৎসক লিখে দিলে - শাস্তিযোগ্য অপরাধ।
আমরা জানি সবসময়ই সুষম খাবার প্রয়োজন। সেক্ষেত্রে খিচুড়ি হলো, বাচ্চার সুষম খাবার।
অথচ মা'দের বুঝানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সাথে যোগ হয়েছে - দাদা/দাদি, নানা/নানি।
মুরুব্বিদের ধারণা - তারাও তো বাচ্চা মানুষ করেছে, কখনো তো সমস্যা হয় নাই!
এর উত্তরে অনেক সময় বলি, দেশ যে ব্রিলিয়ান্ট জনসংখ্যার সংকটে ভুগছে, তা আপনাদের দান!
জাপানে প্রাইমারি স্কুলে কোন পরীক্ষা নেয় না! ওরা এই early childhood development এর উপর গুরুত্ব দিয়ে থাকে।
আর তাই সেরা ব্রিলিয়ান্ট ঐদেশে তৈরী হয়। আমাদের মত লাঠি হাতে নিয়ে শিক্ষা দেয় না।
#কেন_খিচুড়ি_সেরা?
আমরা সবাই বা অনেকেই জানি essential amino acid বলে, একটা শব্দ আছে। যা শরীর তৈরী করতে পারে না। ফলে বাহিরের খাবার খেয়ে সেই অভাব পূরণ করতে হয়।
একমাত্র খিচুড়িতেই সবগুলো পাওয়া সম্ভব (চালে আটটি আর বাকিগুলো ডালে থাকে)। ফলে চাল-ডাল একসাথে থাকলেই শুধু সবগুলো essential amino acid পাওয়া সম্ভব!
এছাড়াও ডিমে এইসবগুলো essential amino acid থাকে।
#ফলে_বাচ্চার_খাবার_হওয়া_উচিৎঃ
১) মায়ের বুকের দুধ ২ বছর পর্যন্ত, এর বাহিরে আর কোন দুধ নয়।
২) খিচুড়ি (চাল+ডাল+সয়াবিন/অলিভ ওয়েল+সবজি)
৩) ডিম
৪) মা যখন যা খাবেন - সেখান থেকে মাছ/মাংস/সবজি বাচ্চাকে দিবেন। (ফ্রেশ হতে হবে)
৫) সারাদিনে একবার ফল খাবে। #আঙ্গুর বাদে। বাচ্চা সকাল/দুপুর/রাত, প্রচুর ফল খায় - এটাও ভাল লক্ষ্মণ নয়। কারণ পেট ভরা থাকায়, অন্য প্রয়োজনীয় খাবার খাবে না।
সবশেষে মা'দের বলি - আপনার সন্তান যদি পড়ালেখা নাও করে - Early Childhood Development ঠিক থাকলে, রিক্সা চালক হলে - সেরা রিক্সা চালক হবে। বা চোর হলেও সেরা চোর হবে!
তাই সবাই Early Childhood Development এর উপর সময় দিন। সঠিক খাবার নিশ্চিত করুন! সুজি/গরু/ছাগলের (২ বছর বয়স পর্যন্ত) দূধ খাওয়ানো বন্ধ করুন।
বি.দ্র. ছাগলের দূধে অতিরিক্ত অসুবিধা, এক ধরনের রক্তশূন্যতা রোগ হয়।

Address

Bholahat
6330

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Model Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Model Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram