Dr Md Nafiz Imtiaz

  • Home
  • Dr Md Nafiz Imtiaz

Dr Md Nafiz Imtiaz Director, Al-Rafi Hospital ltd.
আন্তরিক সেবায় সবসময় আপনার পাশে.....

09/08/2025

সারারাত রোগী দেখে বাসায় ফিরলাম সকালে।
বিশ্রাম নেয়ার জন্য বিছানায় শোয়ার পর খেয়াল করলাম কারেন্ট নেই।
ফোনে টিকটক এ ঢুকলাম।
ক্লান্ত চোখে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম।
আলহামদুলিল্লাহ !!! চোখের জ্যোতি ভালোই আছে 😊।

28/07/2025

“নিশ্চয় বিড়াল অপবিত্র (প্রাণী) নয়...!" (হাদীস)

রোগী দেখা শেষ করে বসেছিলাম... বিড়ালটা কাছে আসলো।
একটু আদর করতেই কোলে এসে বসলো!
হয়তো বলতে চাইছিল, "আমাকেও দেখে দিতে হবে... 🐈"

বাসায় গিয়ে সাধারণত রোগী দেখা হয় না।  এর বেশ কিছু কারণ আছে। আজকে আর সেদিকে না যাই। সার্বিকভাবে ব্যাপারটা আমার তেমন পছন...
27/07/2025

বাসায় গিয়ে সাধারণত রোগী দেখা হয় না।

এর বেশ কিছু কারণ আছে। আজকে আর সেদিকে না যাই।
সার্বিকভাবে ব্যাপারটা আমার তেমন পছন্দ না।

তবুও, কিছু ক্ষেত্রে অনুরোধে সাড়া না দিয়ে পাড়া যায় না!
আজ তেমনই এক বিশেষ অনুরোধে রোগী দেখতে গিয়েছিলাম।

ছবিটা সেখানেই তোলা।

বিশেষ দ্রষ্টব্য: জায়গাটা চিনতে পারছেন?
আমার এলাকার হলে, আপনার জানার কথা 😊

25/07/2025

🟡 HBsAg নেগেটিভ মানেই আপনি সুস্থ — এটা ভাবলে হতে পারে বড় বিপদ! 🟡

📢 পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন — বিশেষ করে যাঁদের HBsAg পজিটিভ এসেছে বা পরিবারের কেউ এই সমস্যায় আছেন…
অনেকেই HBsAg পজিটিভ রিপোর্ট পাওয়ার পর আতঙ্কে পড়ে যান, এবং শুধুমাত্র রিপোর্টে “নেগেটিভ” দেখার জন্য যেকোনো কিছু করতে রাজি হয়ে পড়েন।

⚠ এই সুযোগটাই নেয় এক শ্রেণির ভুয়া হারবাল কোম্পানি ।
📛 “১০ দিনে HBsAg নেগেটিভ!”, “হোমিওপ্যাথিতে স্থায়ী চিকিৎসা!” — এই সব প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে দূরে থাকুন!
👉 মনে রাখবেন:HBsAg নেগেটিভ হওয়া মানেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন — এটা ঠিক নয়।
🔬 এই রিপোর্ট শুধুমাত্র বলে যে ভাইরাস তখন সক্রিয়ভাবে ধরা পড়ছে না।
👀 কিন্তু ভাইরাস দেহে সুপ্তভাবে থেকে যেতে পারে, আবার সক্রিয় হতে পারে — বিশেষ করে যাঁদের চিকিৎসা সঠিকভাবে হয়নি বা পর্যাপ্ত ফলোআপ হয়নি।✅ সচেতনতার জন্য করণীয়:
1.🩺 চিকিৎসকের পরামর্শ ছাড়া রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন না।
2.🧪 Anti-HBc, Anti-HBs, HBV DNA সহ প্রয়োজনীয় টেস্ট করান।
3.💉 ভাইরাস থেকে সুরক্ষা পেতে হেপাটাইটিস বি টিকা নিন (যদি না নিয়ে থাকেন)।
4.🛑 হারবাল বা হোমিওপ্যাথি নয়, শুধুমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা ও লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিন।
📣 সুস্থতা মানেই শুধু রিপোর্টে “নেগেটিভ” নয় — বরং সঠিক চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং স্বাস্থ্য সচেতনতা।
#স্বাস্থ্য_সচেতনতা #হারবাল_প্রতারণা #লিভার

18/07/2025

🔥 দুর্বলতার অন্যতম কারণ রক্তস্বল্পতা!

আমরা অনেকেই জানি না, রক্তস্বল্পতার অন্যতম কারণ শরীরে আয়রনের ঘাটতি!
এটা হলে শরীরে হিমোগ্লোবিনের অভাব ঘটে, যার ফলে শরীরের প্রতিটি কোষে ঠিকমতো অক্সিজেন পৌঁছাতে পারে না। ফলে, আপনি অনুভব করেন অবসাদ, দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাংসপেশীর ক্লান্তি।

😔🩸 কি করবেন তাহলে?
আয়রন সমৃদ্ধ খাবার খান (যেমন পালং শাক, ডাল, লাল মাংস)আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করুন (ডাক্তারের পরামর্শে)ভিটামিন সি গ্রহণ করুন (যেটা আয়রন শোষণে সাহায্য করে)
🚨 আপনার দুর্বলতা যদি রক্তস্বল্পতার কারণ হয়, তাহলে সময়মতো চিকিৎসা নিন! দেরি করবেন না — সচেতন হোন, সুস্থ থাকুন 💪!
#রক্তস্বল্পতা #দুর্বলতা

11/07/2025

🔥 একটা CT স্ক্যান = প্রায় ১০০টা এক্স-রের সমান রেডিয়েশন!
এক্স-রে মানেই রেডিয়েশন — তাই বলে কি পরীক্ষা বাদ? ❌
👉 বিপদ লুকিয়ে রাখার চেয়ে সময়মতো সঠিক টেস্ট হাজার গুণ ভালো!
👉 ডাক্তার যা বলবেন, তাই মেনে চলার চেষ্টা করুন।

অযথা টেস্ট নয়, আবার দরকার হলে এড়িয়ে যাবেন না!

🎯 সচেতন হোন, ভুল চিকিৎসা নয় — সঠিক সময়ে সঠিক পরীক্ষা আপনার জীবন বাঁচাতে পারে!

09/07/2025

কিডনি রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিন সবাইকে।

শেয়ার করে জানিয়ে দিন!🦴 অস্টিওআর্থ্রাইটিসে আল্ট্রাসোনোগ্রাফির (USG) গুরুত্ব 🩺অনেকেই অস্টিওআর্থ্রাইটিস / জয়েন্টের ব্যথা...
28/06/2025

শেয়ার করে জানিয়ে দিন!

🦴 অস্টিওআর্থ্রাইটিসে আল্ট্রাসোনোগ্রাফির (USG) গুরুত্ব 🩺

অনেকেই অস্টিওআর্থ্রাইটিস / জয়েন্টের ব্যথা কে শুধু এক্স-রে নির্ভর রোগ মনে করেন। কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসায় USG বা আল্ট্রাসোনোগ্রাফি অস্টিওআর্থ্রাইটিস নির্ণয়ে একটি কার্যকর ও নিরাপদ পদ্ধতি।

🔍 আল্ট্রা করে কি দেখা যায়?
___________________________
✅ জয়েন্টে তরল (effusion) আছে কিনা তা দেখা যায়।
✅ Synovial thickening ও inflammation শনাক্ত করা যায়।
✅ Osteophyte বা হাড়ের বাড়তি অংশ দেখা যায়।
✅ Real-time guided joint injection বা aspiration (জয়েন্টের পানি বের) করা যায়।
✅ Ligament ও cartilage-এর অবস্থা নির্ণয় করা যায়।

💡 এক্স-রেতে দেখা না গেলেও, আল্ট্রা পরীক্ষা অনেক সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারে, যা দ্রুত চিকিৎসা পরিকল্পনা নিতে সাহায্য করে।

📌 যদি আপনি বা আপনার পরিচিত কেউ জয়েন্টের ব্যথায় ভুগে থাকেন, বিশেষ করে হাঁটু বা হাতের জয়েন্টে—তাহলে USG একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে।

🩻 উন্নত নির্ণয়ে আধুনিক পদ্ধতির ব্যবহারই পারে ব্যথামুক্ত জীবন উপহার দিতে!



আসুন জেনে নেয়া যাক-

🦴 অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) কী?

অস্টিওআর্থ্রাইটিস হলো একটি সাধারণ জয়েন্টের (গাঁটের) রোগ, যেখানে হাড়ের মাঝে থাকা কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এই কার্টিলেজ হলো একধরনের মসৃণ আবরণ, যা দুই হাড়ের মাঝখানে থাকে এবং ঘষা-ঘষি থেকে হাড়কে রক্ষা করে।

যখন এই আবরণ পাতলা বা নষ্ট হয়ে যায়, তখন—
• হাড় একে অপরের সঙ্গে ঘষে
• ব্যথা হয়
• জয়েন্ট ফুলে যায়
• নড়াচড়া কঠিন হয়ে পড়ে



👵 কারা বেশি আক্রান্ত হন?
• বয়স্ক মানুষ
• যাঁদের ওজন বেশি
• যারা দীর্ঘদিন ধরে একই জয়েন্ট ব্যবহার করছেন (যেমন—কাজের জন্য হাঁটুতে চাপ)



🔍 লক্ষণগুলো কী কী?
• জয়েন্টে ব্যথা (বিশেষ করে হাঁটা বা কাজ করার সময়)
• হাঁটু বা আঙুলে শক্ত ভাব
• ফুলে যাওয়া বা শব্দ হওয়া (crepitus)
• সকালে উঠলে কিছুক্ষণ শক্ত লাগে, তারপর ধীরে ধীরে ঠিক হয়
_____

🩺 চিকিৎসা কীভাবে হয়?
• ওজন কমানো
• ব্যায়াম ও ফিজিওথেরাপি
• ব্যথানাশক ওষুধ
• গরম/ঠান্ডা সেঁক
• প্রয়োজনে ইনজেকশন বা অস্ত্রোপচার

⚠️ মনে রাখবেন:

অস্টিওআর্থ্রাইটিস পুরোপুরি ভালো না হলেও, ঠিকমতো যত্ন নিলে এবং চিকিৎসা নিলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

25/06/2025

Full video in the next part…

ছবিতে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  #হৃদরোগ বিভাগের বর্তমান ক্যাথ ল্যাব টিম!রোগীদের জন্য প্রতিদিনের ব্যস্ততা আর চাপের ম...
21/06/2025

ছবিতে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের #হৃদরোগ বিভাগের বর্তমান ক্যাথ ল্যাব টিম!

রোগীদের জন্য প্রতিদিনের ব্যস্ততা আর চাপের মাঝেও আমরা সবাই একসাথে কাজ করি—আল্লাহর দেয়া জ্ঞান কাজে লাগিয়ে জীবন বাঁচানোর লক্ষ্যে, মানবতার সেবায়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শুধু পেশার দায়িত্ব না , বরং মানবিক দায়িত্বও পালন করছে প্রতিটি মুহূর্তে।
আমি গর্বিত এই দলের অংশ হতে পেরে, যারা প্রতিদিন রোগীদের মুখে একটু হাসি ফোটানোর জন্য লড়াই করে যাচ্ছেন…

বাবা-মার ভালোবাসা, দোয়া আর পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় শক্তি।আজকের এই দিনে শুধু একটু মনে করিয়ে দিই—আমরা তোমাদের খুব ...
15/06/2025

বাবা-মার ভালোবাসা, দোয়া আর পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আজকের এই দিনে শুধু একটু মনে করিয়ে দিই—আমরা তোমাদের খুব ভালোবাসি...

13/06/2025

🦠 করোনার সংক্রমণ আবার বাড়ছে — এখনই সময় সচেতন হবার!
⚠বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
হাসপাতালে ভর্তি, ওষুধের চাহিদা, এবং শ্বাসকষ্টজনিত জটিলতাও চোখে পড়ার মতো হারে বৃদ্ধি পাচ্ছে।
🔴 এই মুহূর্তে আমাদের করণীয়:
✅ ভিড় এড়িয়ে চলুন
✅ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করুন
✅ নিয়মিত সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে ভুলবেন না
✅ উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
✅ নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন

🛑 মনে রাখবেন — সতর্কতাই এখনো সবচেয়ে বড় প্রতিরক্ষা। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে সুরক্ষিত রাখুন।
📢 আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ ভবিষ্যতের জন্য সচেষ্ট হই।

Address


Opening Hours

17:00 - 19:30

Telephone

+8801818838834

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Nafiz Imtiaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Nafiz Imtiaz:

  • Want your practice to be the top-listed Clinic?

Share