Syed Mohammad Erfan Uddin

Syed Mohammad Erfan Uddin ইসলামিক, রাজনৈতিক ও অনান‍্য

বোয়ালখালীতে মসজিদের ইমাম মো: তায়েফ হোসেন (২৩) এর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) ফজরের নামাজের পর পৌরসভার তুলাত...
16/08/2025

বোয়ালখালীতে মসজিদের ইমাম মো: তায়েফ হোসেন (২৩) এর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) ফজরের নামাজের পর পৌরসভার তুলাতল এলাকায় মোহাম্মদ সুবেধার বাড়ি জামে মসজিদের ইমামের উপর এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন মো: তায়েফ। অভিযুক্তরা হলেন, বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডীর আতর আলী শাহ বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে শওকত হোসেন (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২), আনোয়ার হোসেনের ছেলে মো:

আলিফ (১৯), একই এলাকার সুবেধার বাড়ির রুহুল আমিনের ছেলে আলী হোসেন (৪৫)।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর আলা হযরতের গজল পড়া নিয়ে বাড়াবাড়ি হয়। পরে ইমাম মসজিদ থেকে ঘরে যাওয়ার পথে তুলাতল, শিশু পার্কের সামনে কোন কারন ছাড়া অতর্কিতভাবে হামলা করা হয়। পরে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। প্রাণহানিসহ নিরাপত্তায় ভোেগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

゚viralシfypシ゚viralシ ゚viralシypシ゚viralシhtag ゚ #চট্টগ্রাম #ব্রেকিং_নিউজ #বোয়ালখালী

বিদেশি ইউনিভার্সিটি VS দেশি ইউনিভার্সিটি 🙂
15/08/2025

বিদেশি ইউনিভার্সিটি VS দেশি ইউনিভার্সিটি 🙂

এই টিমের সাথে যোগাযোগের ক্ষেত্রে জনস্বার্থে একটি শেয়ার চাই......ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের বোয়ালখা...
07/08/2025

এই টিমের সাথে যোগাযোগের ক্ষেত্রে জনস্বার্থে একটি শেয়ার চাই......

ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের বোয়ালখালী উপজেলার উদ্ধারকর্মি আমির হোসাইন শাওন বলেন, আরমানকে কামড় দেওয়া সেই সাপটি উদ্ধার করার জন্য তাঁর বাড়িতে যায়। সেখানে ইঁদুরের গর্ত থেকে সাপটি উদ্ধার করতে সক্ষম হই। সাপটির নাম পদ্ম গোখরা (ফুল জোরা)। এটি একটি বি'ষধ'র সাপ। এই সাপে কা'মড়া'লে দ্রুত চিকিৎসা নিতে হয়। দেরি হলে আর বমি করলে মৃ/ ত্যু/ র ঝুঁকি বেড়ে যায়। কারো বাড়ির আঙ্গিনায় বা ঘরের ভিতর এই ধরণের সাপ দেখেন তাহলে সাথে সাথে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইলো। তাদের টিম চলে যাবে আপনার বাড়িতে।
যোগাযোগঃ 01833-282322

Chittagong Science & Technology (CSTI) শিক্ষার্থী আরমান তালুকদার। বয়স মাত্র ২১। বোয়ালখালীর কড়লডেঙ্গার আবদুল মাবুদ জহির ত...
07/08/2025

Chittagong Science & Technology (CSTI) শিক্ষার্থী আরমান তালুকদার। বয়স মাত্র ২১। বোয়ালখালীর কড়লডেঙ্গার আবদুল মাবুদ জহির তালুকদারের দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে ঘরে শুয়ে মোবাইল ব্যবহার করছিলেন আরমান। জানালার পাশে থাকা অবস্থায় অজান্তেই পায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। মোবাইলে ব্যস্ত থাকায় তিনি তা তখন বুঝতে পারেননি। পরে অসুস্থতা অনুভব করলে বিষয়টি টের পান। রাতেই পরিবারের সদস্যরা প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত আনুমানিক আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

বিঃদ্রঃ এখন বর্ষাকাল। বৃষ্টির কারণে ঘরে সাপ ঢুকে থাকার সম্ভাবনা থাকে। অনেকেই অন্ধকার ঘরে জানালা খোলা রেখে ঘুমান কিংবা মোবাইলে মনোযোগী থাকার কারণে আশপাশের ঝুঁকি খেয়াল করেন না। তাই সতর্কতা জরুরি। সাপে কামড়ালেই ওযার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন।

সোর্স : আলোকিত বোয়ালখালী

“জন্ম মৃত্যুর অধীন যারা তাদের জরুর হুশিয়ারী যে দেশে নাই জন্ম মরণ সেই দেশে মোর বসত বাড়ি!”ডাঃ জহির উদ্দিন চরণদ্বিপী মাইজভা...
25/07/2025

“জন্ম মৃত্যুর অধীন যারা তাদের জরুর হুশিয়ারী
যে দেশে নাই জন্ম মরণ সেই দেশে মোর বসত বাড়ি!”

ডাঃ জহির উদ্দিন চরণদ্বিপী মাইজভান্ডারি (কঃ) নোয়াখালী সুবর্ণচরের অধিবাসী। আজ থেক ৯ মাস ১৩ দিন আগে ইহজাগতিক মায়া ত্যাগ করে মওলার ডাকে সাড়া দেন। মাইজভান্ডারি তরিকার অনুসারী হিসেবে বাদ্যযন্ত্র সহকারে সেমাহ মাহফিল সহ নানা তরিকতের আমল ছিল তাঁর মধ্যে। তাঁর মৃত্যুর পরে স্থানীয় কাঠমোল্লার দল উনার জানাযা পড়া যাবে না মর্মে ফতোয়া দেয়, এমনকি জানাযার মাঠ থেকে কিছু মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যায়।
গত তিনমাস আগে তাঁর ছেলেকে তিনি স্বপ্নযোগে দেখা দিয়ে বলেন, তাঁর কবরে পানি ডুকেছে, তিনি পানিতে ভাসতেছেন। এতে তাঁর ইবাদত বন্দেগীতে অসুবিধা হচ্ছে!
আল্লাহু আকবর!
এরপর কিছুদিন পূর্বে মরহুম ডাঃ জহির উদ্দিন (রহঃ)'র সন্তান তাঁর মায়ের সাথে বিষয়টি শেয়ার করলে তিনি আর কাউকে দেখায় কিনা এজন্য অপেক্ষা করতে বলেন। সে রাতেই উনার আরেক সন্তানকেও একই স্বপ্ন দেখানো হয়। এরপর চরণদ্বীপ দরবারের অনুমতিক্রমে গতকাল রাতে তাঁর লাশ মোবারক কবর থেকে তোলা হয়।
৯ মাস ১৩ দিন আগে তাঁকে যেভাবে দাফন করা হয়েছিল তিনি ঠিক সেভাবেই ছিলেন এবং স্বপ্নে তাঁর ছেলেরা যেভাবে দেখেছে তিনি পানিতে ভাসতেছে ঠিক সেভাবেই তাঁকে পাওয়া গিয়েছে। শরীর তো দূরের কথা কাফনের কাপড় পর্যন্ত একটুও ছিড়ে নাই। শুধু পানির কারণে সামান্য শ্যাওলা ছিল। পরবর্তীতে তাঁকে যথাযথ মর্যাদায় উচু স্থানে দাফন করা হয়।
আমি মনে করি এটা সেসব বিরুদ্ধবাদী ওহাবি খারেজি মোল্লাদের প্রতি জবাব যারা তাঁর জানাযা পর্যন্ত নির্বিঘ্নে আদায় করতে দেয় নাই। আল্লাহর ওলীর কথা তো অনেক দূরে তাঁদের গোলামদের পরিণতি দেখুন।
দুনিয়ায় কলঙ্ককে অলঙ্কার রূপে গ্রহণ করে যে মুর্শিদের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করতে পেরেছে সেই কামিয়াব।

পরিশেষে বিখ্যাত মাইজভান্ডারি গীতিকার আব্দুল গফুর হালী (রহঃ)'র লিখিত কালামের সাথে গলা মিলিয়ে বলতে হয়,
❝বলে বেড়ায় শরার কাজী আমি নাকি বেনামাজি
মরিলে দিবে না মাটি জানাযা মোর পড়বে না!
তোরা নামাজে জানাযা পড়লে মুর্দা জিন্দা হবো না!
ভান্ডারীর নামেতে আমি দিওয়ানা!❞

ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন 😭বোয়ালখালী কধুরখীল চৌধুরী হাট একটি ভবনের উপর রশি দিয়ে জুলিয়ে রাখা এক যুবকের লাশ দে...
24/07/2025

ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন 😭

বোয়ালখালী কধুরখীল চৌধুরী হাট একটি ভবনের উপর রশি দিয়ে জুলিয়ে রাখা এক যুবকের লাশ দেখা মিলছে।

নিহত Ali Shifat একজন ইউনিভার্সিটির ছাত্র।
বাড়ী পশ্চিম কধুরখীল, মরহুম জাফর সওদাগরের ছেলে।

🔴 Breaking News : উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্...
21/07/2025

🔴 Breaking News :
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন কাজের নিরাপত্তার স্বার্থে টি.কে গ্রীডের ১৩২ কেভি সঞ্চালন ...
21/07/2025

চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন কাজের নিরাপত্তার স্বার্থে টি.কে গ্রীডের ১৩২ কেভি সঞ্চালন লাইন বন্ধ থাকবে। ফলে উক্ত সময় "বোয়ালখালী ও পটিয়া" (পল্লী বিদ্যুৎ আওতাধীন এলাকা) উপজেলায় নিম্নে উল্লিখিত শিডিউল মোতাবেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১। ২৩ জুলাই, সকাল ৮টা হতে দুপুর ২টা

২। ২৪ জুলাই, দুপুর ২টা হতে বিকাল ৬ টা

৩। ২৫ জুলাই, সকাল ৮ টা হতে দুপুর ২টা

৪। ২৬ জুলাই, সকাল ৮টা হতে দুপুর ২টা

৫। ২৯ জুলাই, সকাল ৮টা হতে দুপুর ২টা

゚viralシfypシ゚viralシ ゚viralシypシ゚viralシhtag ゚ #চট্টগ্রাম #ব্রেকিং_নিউজ #বোয়ালখালী #পটিয়া

হুজুরের খোতবা পছন্দ না হওয়া হুজুরকে মসজিদের ভেতর মারে!চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে দিনেদুপুরে মারে!আইয়ামে জাহিলিয়াত ভালো ছ...
11/07/2025

হুজুরের খোতবা পছন্দ না হওয়া হুজুরকে মসজিদের ভেতর মারে!
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে দিনেদুপুরে মারে!
আইয়ামে জাহিলিয়াত ভালো ছিল ২০২৫ থেকেও।

10/07/2025

কীভাবে সম্ভব!😱
৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+অর্জন করার মধ্য দিয়ে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে।👑
লোকেশন: নরসিংদী

📢 এসএসসি রেজাল্ট সবার আগে দেখার জন্য নিচের দুটি লিংকে ক্লিক করুন:✅ সব বোর্ডের রেজাল্ট দেখার জন্য:🔗 https://app.eboardres...
10/07/2025

📢 এসএসসি রেজাল্ট সবার আগে দেখার জন্য নিচের দুটি লিংকে ক্লিক করুন:

✅ সব বোর্ডের রেজাল্ট দেখার জন্য:
🔗 https://app.eboardresults.com/v2/home

✅ শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট দেখার জন্য:
🔗 https://sresult.bise-ctg.gov.bd/rxto2025/

02/07/2025

–যদি তোমরা শুকরিয়া আদায় কর তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব ।
(সূরা ইব্রাহিম :০৭)

Address

Boalkhali

Telephone

+8801823869588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Mohammad Erfan Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram