16/08/2025
বোয়ালখালীতে মসজিদের ইমাম মো: তায়েফ হোসেন (২৩) এর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) ফজরের নামাজের পর পৌরসভার তুলাতল এলাকায় মোহাম্মদ সুবেধার বাড়ি জামে মসজিদের ইমামের উপর এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন মো: তায়েফ। অভিযুক্তরা হলেন, বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডীর আতর আলী শাহ বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে শওকত হোসেন (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২), আনোয়ার হোসেনের ছেলে মো:
আলিফ (১৯), একই এলাকার সুবেধার বাড়ির রুহুল আমিনের ছেলে আলী হোসেন (৪৫)।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর আলা হযরতের গজল পড়া নিয়ে বাড়াবাড়ি হয়। পরে ইমাম মসজিদ থেকে ঘরে যাওয়ার পথে তুলাতল, শিশু পার্কের সামনে কোন কারন ছাড়া অতর্কিতভাবে হামলা করা হয়। পরে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। প্রাণহানিসহ নিরাপত্তায় ভোেগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
゚viralシfypシ゚viralシ ゚viralシypシ゚viralシhtag ゚ #চট্টগ্রাম #ব্রেকিং_নিউজ #বোয়ালখালী