কুরআনের আলো

কুরআনের আলো হাঃ মোঃ জাবের হোসেন, শিক্ষক চালিনগর শামসুল উলুম কওমি মাদ্রাসা,বোয়ালমারী,ফরিদপুর। মোবাইল নাম্বার,01731413108
(6)

আলহামদুলিল্লাহ নতুন ব্যবসা শুরু করেছি, সকলের কাছে দোয়া চাই
04/12/2025

আলহামদুলিল্লাহ নতুন ব্যবসা শুরু করেছি, সকলের কাছে দোয়া চাই

রাতে ছিলেন বাসরঘরে, সকালে বাড়ির পাশের মাঠে মিলল বরের লা'শ।ঘটনা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের।...
24/10/2025

রাতে ছিলেন বাসরঘরে, সকালে বাড়ির পাশের মাঠে মিলল বরের লা'শ।
ঘটনা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের।
পারিবারিক সুত্রে জানা গেসে, ওই গ্রামের রজব ফকিরের সেজো ছেলে জামাল ফকির। বৃহস্পতিবার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপারা গ্রামে বিয়ে করেন। রাতে নববধু রোকেয়া বেগম কে নিয়ে বাড়ি আসেন। রাত ১১ টার দিকে তারা বাসরঘরে যান৷
সকাল ১১ টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে জামালের স্ত্রীর রোকেয়া ঘুম থেকে জেগে উঠেন। উঠে দেখতে পান, বাইরে থেকে ঘরের দরজা আটকানো। বাড়ির লোকজন দরজা খুলে দিলে বের হয়ে বিষয় টি জানতে পারেন।
বিষয়টি কে অনেকেই আ'ত্মহ'ত্যা বললেও পরিবারের দাবী ভিন্ন কিছু।

18/10/2025

খেদমত পরিবর্তন :

গত রমজানের পর একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিজের কর্মজীবনের সূচনা। ছাত্রদের সার্বিক উন্নয়নকল্পে আমাদের চেষ্টার কোন কমতি ছিল না। দীর্ঘদিনের বসে যাওয়া প্রতিষ্ঠানের ঝিমিয়ে পড়া ছাত্রদের মনমেজাজ বিশুদ্ধ ও পরিশুদ্ধকরণ, পড়ালেখার স্পৃহা, উদ্যমতা, দায়িত্ববোধ তৈরীতে আমরা কার্পণ্য করিনি। আমাদের ২জন মাওলানা সাহেবের দায়িত্ব ছিল কিতাব বিভাগ (মিঝান পর্যন্ত) নিয়ন্ত্রণ। আমরা যথেষ্ট চেষ্টা করে মেহনত চালিয়ে যাচ্ছিলাম। ছাত্রদের বক্তৃতা শেখানোর মত গুরু দায়িত্ব আমরা আঞ্জাম দিয়ে আসছিলাম যথেষ্ট যত্নের সাথে।

হঠাৎ করে গত ১০/১০/২০২৫ইং মাদ্রাসার কর্তৃপক্ষ কর্তৃক এক আত্মঘাতী সীদ্ধান্ত গ্রহন করে। কিতাব বিভাগের এক মাওলানা সাহেবকে বহিষ্কার করার গৃহীত সীদ্ধান্তটা এবং আনুষঙ্গিক আরো কিছু বিষয় সামনে আসায় অধমের কাছে বিষয়টি খটকা লাগে। ভালো করে যাচাই করে কমিটি কর্তৃক গৃহীত সীদ্ধান্তটা জুলুম বলে মনে হল। এবং যোগ্য কাউকে এভাবে জুলুমের ভিত্তিতে বিদায় দেয়াকে অধমের পক্ষ থেকে উক্ত জায়গায় নিজের সম্মানহানীর আশংকা প্রকাশ করে ১১/১০/২৫ইং (শনিবার) উস্তাজদের মিটিংয়ে কমিটির কাছে খেদমত থেকে অব্যহতি মর্মে সীদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি কর্তৃপক্ষকে ১মাস সময় দিয়ে এর মধ্যে শিক্ষক নিয়গের বিষয়ে আবেদন করা হয়। পরবর্তীতে কমিটি উক্ত সীদ্ধান্তে সম্মতি প্রকাশ করে।

উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামীম সাহেবের প্রতি অধম আজীবন কৃতজ্ঞ থাকবে। কেননা তিনি অধমকে সাধ্যের মধ্যে সর্বপ্রকার সুযোগ সুবিধা দিয়েছেন শুধুমাত্র মাদ্রাসার কল্যাণের বিবেচনা করে। আল্লাহ তায়ালা সম্মানিত মুহতামীম সাহেবের সকল পাপ ক্ষমা করে দিন, তার ত্যাগ কবূল করে নিক আমীন। তার সততার ওসীলায় সকল বালা-মুসিবত থেকে তাকে হিফাজত করুন আমীন।

নতুন খেদমত :
মাদারীপুর সদর থানা, কুলপুদ্দি চৌরাস্তা মসজিদের ইমাম ও খতীব।

সকলকে দাওয়াত রইল। জাজাকাল্লাহ খাইরান।

১৭/১০/২০২৫ ইং

15/10/2025

√√সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।
অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।
কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

15/10/2025

আলহামদুলিল্লাহ, শুভ সকাল।

14/10/2025

আলহামদুলিল্লাহ, শুভ রাত্রি।

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন ব...
12/10/2025

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করা হয়েছে। বিশ্বজুড়ে ইসলাম বিষয়ক যুক্তিনির্ভর বক্তৃতার জন্য পরিচিত এই দাঈর আগমন ঘিরে দেশের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। সূত্রঃ ইত্তেফাক
#বাংলাদেশ ❤️

12/10/2025

আসসালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ, শুভ সন্ধ্যা।

11/10/2025

আসসালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ শুভ রাত্রি।

10/10/2025

কেমন করে বাধবো সখি তোমার সাথে ঘর?
১ লাখ টাকার স্বর্ণ এখন ২ লাখ টাকা দর🤣🤣

09/10/2025

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে কিছুটা টেনশন এন্ড ট্রানজিশন পিরিয়ড চলছে।
ঐক্যবদ্ধ থাকাই শ্রেষ্ঠতম উপায়।
সর্বৈব কল্যাণের দুআ করছি।

08/10/2025

হুফফাজের প্রশিক্ষণ প্রাপ্ত, একজন হাফেজ সাহেবের খেদমত প্রয়োজন, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা জেলার মধ্যে।01918052434

Address

Murail
Boalmari

Telephone

+8801731413108

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআনের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram