Masud kobiraj

Masud kobiraj বাজি করণ, রসায়ন ও বীর্যস্তম্ভোনে বিশেষ পারদর্শী। আদি আয়ূর্ব্বেদ গবেষক 🌿

02/12/2024

।। পরম করুণাময় দয়ালু আল্লাহ্ র নামে।। মোঃ মাসুদ রানা ( কবিরাজ ) আদি্ আয়ূর্ব্বেদ গবেষক 🌿 বাজিকরণ, রসায়ন ও বীর্যস্তম্ভোনে বিশেষ পারদর্শী 💯🌿মোবাইল নাম্বার -- ০১৭৩৭ ১৯০০৯৩ - এছাড়াও সর্ব রোগের সুচিকিৎসা করা হয় 🌿🌹

আলহামদুলিল্লাহ্ 🕋 সবার প্রতি আল্লাহ্ র রহমত ও শান্তি বর্শিত হোক 🌿 দয়াময়,  পরম দয়ালু আল্লাহ্ র নামে।।  কত মহান তিনি যিনি ...
02/03/2023

আলহামদুলিল্লাহ্ 🕋 সবার প্রতি আল্লাহ্ র রহমত ও শান্তি বর্শিত হোক 🌿 দয়াময়, পরম দয়ালু আল্লাহ্ র নামে।। কত মহান তিনি যিনি তাঁহার বান্দার প্রতি ( হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ) ফুরকান বা ( কুরআন ) অবতীর্ণ করিয়াছেন, যাহাতে সে এ-ই বিশ্বজগতের জন্য সতর্ককারী হইতে পারে? তাবারকাল্লাজী নাজ জালাল ফুরকানা আলা আবদিহি লি ইয়াকুনা লিল আলামিনা নাজির,,,

অর্শ চিকিৎসা।। অর্শ রোগ ছয় প্রকার। যথা-- বাতজ, পিত্তজ, শ্লেষ্মাজ, ত্রিদোষজ, রক্তজ, ও সহজ।। টোটকা চিকিৎসা --- নিয়মিত গুড়ে...
16/08/2022

অর্শ চিকিৎসা।। অর্শ রোগ ছয় প্রকার। যথা-- বাতজ, পিত্তজ, শ্লেষ্মাজ, ত্রিদোষজ, রক্তজ, ও সহজ।। টোটকা চিকিৎসা --- নিয়মিত গুড়ের সহিত হরিতকী চূর্ণ সেবনে অর্শ নিবারিত হয়। কফজ অর্শে প্রত্যহ শুঁঠের ক্বাথ সেব্য। অর্শরোগে কোষ্ঠবদ্ধতা থাকিলে যমানী চূর্ণ ও বিটলবণসহ ঘোল পানের ন্যায় উপকারী আর দ্বিতীয় ঔষধ নাই। ঘোল সেবনে অর্শ একবার প্রশমিত হইলে আর কখনও হয় না।। স্হায়ী চিকিৎসা -- শ্রীবাহুশাল গুড়, শূরণ মোদক, জাতীফলাদি বটিকা ও নিত্যোদিত রস ইত্যাদি।। আদি আয়ূর্ব্বেদ।

03/08/2022

পেট ফাঁপা বা গ্যাস -- লক্ষনঃ * খাবার বা খাদ্য গ্রহণের পর রোগী পেটে ভার বোধ করে এবং পেট ফোলে থাকে। * গ্যাস বের না হলে রোগীর পেট ভরা মনে হয়। ক্ষুধা লাগে না এবং মাঝে মাঝে অম্ল ঢেকুড় হয়। * রোগী অস্বস্তি বোধ করে এবং মল ত্যাগের ইচ্ছা হলেও, পায়খানা পরিস্কার হয় না। * পিত্তথলির পাথরে পেটফাঁপা একটি প্রধান লক্ষণ। * কখনও কখনও ঘাড়ের রগ টেনে ধরে। * বায়ু নির্গত না হলে রোগী অস্থিরতা বোধ করে এবং অনিদ্রায় ভোগে। অনেক সময় পেট ফাঁপলে বায়ু ও মলে দুর্গন্ধ হয়। ( চিকিৎসা) -- সামান্য পরিমাণে যোয়ান বেটে পানিতে মিশিয়ে খেলে পেট ফাঁপা কমে যায়। অথবা-- পেটে বায়ু জমলে এক তোলা পরিমাণ দেবদারুর কাথ ও ছাল চূর্ণ একত্রে মিশিয়ে মধু দিয়ে খেলে বায়ু কমে যায়। অথবা -- ১ গ্রাম পরিমাণ স্বর্ণলতার বীজ উষ্ণগরম পানিতে মিশিয়ে খেলে পেটফাঁপা কমে যায়। এছাড়াও এ রোগে-- আমার স্প্রেশাল হরিতকী খন্ড সেবনে পেটফাঁপা আরোগ্য হয়ে যায়।। (পথ্য ও স্বাস্থ্য শিক্ষা) -- প্রতিনিয়ত প্রচুর পানি খাওয়া উচিত। স্বাভাবিক নরম বা ঝোলের তরকারী খাওয়া উচিত। যে সকল খাদ্য খেলে পেট ফাঁপে তা কমানো উচিত। সঠিক নিয়মে খাবার অভ্যাস করা উচিত।।

31/07/2022

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ইয়া আযীয।

আলহামদুলিল্লাহ বিশ্বাস আনুগত্য ত্যাগ। মোঃ মাসুদ কবিরাজ আদি আয়ূর্ব্বেদ গবেষক কোলকাতা ভারত? বাজিকরণ, রসায়ন ও বীর্যস্তম্ভোন...
06/07/2022

আলহামদুলিল্লাহ বিশ্বাস আনুগত্য ত্যাগ। মোঃ মাসুদ কবিরাজ আদি আয়ূর্ব্বেদ গবেষক কোলকাতা ভারত? বাজিকরণ, রসায়ন ও বীর্যস্তম্ভোনে বিশেষ পারদর্শী।

Address

Bogura

Telephone

+8801737190093

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud kobiraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Masud kobiraj:

Share