Dr.Mahmudur Rahman Robin

Dr.Mahmudur Rahman Robin my page is growing up with the knowledge of Disease and precaution from them.

13/08/2025

Muscle spasm (পেশী টান বা খিঁচুনি) বলতে বোঝায় পেশীর হঠাৎ ও অনিচ্ছাকৃত সংকোচন, যা ব্যথা ও শক্তভাব তৈরি করে। এটি সাময়িক হলেও অনেক সময় খুব অস্বস্তিকর হতে পারে।

⚓লক্ষণ (Symptoms)
➡️হঠাৎ পেশীতে টান ধরা – বিশেষত হাত, পা, ঘাড়, বা পিঠে
➡️তীব্র ব্যথা – কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হতে পারে
➡️পেশীর শক্ত হয়ে যাওয়া
➡️পেশীতে গিঁট বা lump অনুভূত হওয়া
➡️নাড়াচাড়া করতে অসুবিধা
➡️কখনো কখনো ফোলা বা ত্বকের নিচে নড়াচড়া অনুভূত হওয়া

🌍সম্ভাব্য কারণ

➡️পানি ও ইলেক্ট্রোলাইটের অভাব (ডিহাইড্রেশন, পটাশিয়াম/ম্যাগনেসিয়াম ঘাটতি)
➡️অতিরিক্ত ব্যায়াম বা চাপ
➡️দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা
➡️স্নায়ুর সমস্যা
➡️ডায়াবেটিস, থাইরয়েড বা অন্যান্য রোগ
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

🌅হোমিওপ্যাথি চিকিৎসা (Homeopathic Approach)

হোমিওপ্যাথি ওষুধ সাধারণত ব্যক্তির সম্পূর্ণ উপসর্গ, স্বভাব ও শারীরিক অবস্থা অনুযায়ী নির্ধারণ করা হয়।

⌛সহায়ক পরামর্শ

➡️পর্যাপ্ত পানি পান করা
➡️খাবারে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার (কলা, ডাবের পানি, বাদাম) রাখা
➡️নিয়মিত স্ট্রেচিং
➡️ব্যথার সময় হালকা গরম সেঁক
➡️অতিরিক্ত পরিশ্রম এড়ানো

❝রোগী যখন চিকিৎসা নিতে আসে, তখন সে এক অসহায় মানুষ। তার দুর্বলতা দেখে যদি কেউ সুযোগ নেয়, বেশি টাকা নেয় বা ভুল তথ্য দিয়ে ভ...
25/07/2025

❝রোগী যখন চিকিৎসা নিতে আসে, তখন সে এক অসহায় মানুষ। তার দুর্বলতা দেখে যদি কেউ সুযোগ নেয়, বেশি টাকা নেয় বা ভুল তথ্য দিয়ে ভয় দেখায়—তবে সে শুধু একজন প্রতারক নয়, বরং আল্লাহর কাছে বড় অপরাধী।

চিকিৎসা যেন ব্যবসা নয়, ইবাদত হয়। রোগীর চোখে আল্লাহর ভয় দেখুন, সুবিধা নয়।❞
— ইসলামের আলোকে একটি নসিহত

খুব চেস্টা করি ইবাদত হালাল ভাবে এগিয়ে যাক।।। দুনিয়ায় পাপ কমিয়ে নেয়া সবথেকে উত্তম কাজ।।।

23/07/2025

🌧️ বৃষ্টির ফোটা মাথায় পড়ে জ্বর? 🧠🤒
হোমিওপ্যাথি বলছে — এমন জ্বরে Rhus Tox হতে পারে আপনার উপযুক্ত চিকিৎসা।

🩺 কিন্তু মনে রাখবেন, কেবল নাম জানলেই চলবে না!জানতে হবে খাওয়ার নিয়ম আরো কিছু লক্ষণের দিকে খেয়াল করাও জরুরি 👇

✅ বৃষ্টিতে ভিজে জ্বর শুরু
✅ শরীরে টান ধরা ব্যথা, গাঁটে ব্যথা
✅ চলাফেরা করলে আরাম লাগে, বিশ্রামে কষ্ট বাড়ে
✅ রাতে সমস্যাগুলো(জ্বর, ব্যথা...) বেশি হয়
✅ জ্বরের সময় ঠান্ডা দিয়ে কাঁপুনি

⚠️ সব জ্বরে Rhus Tox নয়! লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধই সঠিক পথ।

🌿 হোমিওপ্যাথি — রোগ নয়, রোগীর লক্ষণ দেখে চিকিৎসা করে।

🚫 নিজে ওষুধ খাওয়া নয়! চিকিৎসকের পরামর্শ নিন।
সঠিক ওষুধ নির্ধারণের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নেওয়াই শ্রেয়।
যোগাযোগ করুন:
ডা: মাহমুদুর রহমান রবিন
বি এইচ এম এস (ঢা:বি)
চিফ কন্সালটেন্ট
বগুড়া হোমিওপ্যাথিক হেলথ এইড
০১৩১৭৮০৫৯১৯

#ভাইরাল_জ্বর #হোমিও_চিকিৎসা #ভালোথাকুন

Address

DHAOWAPARA (BASHUNDHARA), BOGURA SADAR , BOGURA
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801317805919

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mahmudur Rahman Robin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mahmudur Rahman Robin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram