Rapid Medical Services

Rapid Medical Services প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও বগুড়ায় যে কোন ডাক্তারের সিরিয়াল পেতে ফোন করুন ০১৩০০২৯৭১৯৯

ক্ল্যামাইডিয়া  যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। তবে ...
27/06/2025

ক্ল্যামাইডিয়া যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। তবে সাধারণত পুরুষ বাহক হিসেবে কাজ করে ও মহিলাদের ক্ষেত্রে ইনফেকশন এবং ফলাফল বেশি খারাপ হয়। আমাদের দেশে এটি আগে অনেক বিরল থাকলেও ইদানিং বেশ পাওয়া যাচ্ছে। ধারণা করা হয় বিদেশে থাকা পুরুষদের মাধ্যমে এটি এদেশে বিস্তার ঘটছে।
ক্ল্যামাইডিয়া সংক্রমণ সাধারণত ৪০--৯৬% ক্ষেত্রে কোন লক্ষণ ছাড়াই হতে পারে।তবে কিছু ক্ষেত্রে যোনি বা শিশ্ন থেকে অস্বাভাবিক স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, বা তলপেটে ব্যথা হতে পারে।
বন্ধাত্ব সমস্যার পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে ল্যাপারোস্কপি করতে গিয়ে ধরা পড়ে। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (পিআইডি) এবং বন্ধ্যাত্ব। এটি টিউব জরায়ু ডিম্বাশয় এমনকি লিভারের গায়ে এক ধরনের ফ্লিমজি এডহেশন তৈরি করে ও টিউব নষ্ট করে দেয়।
সময়মতো ধরা পড়লে ক্ল্যামাইডিয়া সংক্রমণ সহজেই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায়।
স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ততা এ ধরনের সংক্রমণ প্রতিরোধের উপায়।

14/03/2025

Rapid Medical Tourism Services
এর মাধ্যমে এখন বগুড়া থেকে খুব সহজেই মেডিকেল ভিসায় বিদেশে উন্নত চিকিৎসায় যাওয়া যাচ্ছে।
যোগাযোগঃ ০১৩০০২৯৭১৯৯

আসসালামু আলাইকুমআজকের পরিচয় পর্বের প্রথম বিজয়ী হয়েছেন** হাবিবা জান্নাত ইভানা আজকের পরিচয় পর্বের ২য় বিজয়ী হয়েছেন** Sharmi...
08/03/2025

আসসালামু আলাইকুম
আজকের পরিচয় পর্বের প্রথম বিজয়ী হয়েছেন
** হাবিবা জান্নাত ইভানা
আজকের পরিচয় পর্বের ২য় বিজয়ী হয়েছেন
** Sharmin Islam Shila

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

প্রয়োজনে ফোন করুন ০১৩০০২৯৭১৯৯
07/03/2025

প্রয়োজনে ফোন করুন ০১৩০০২৯৭১৯৯

আলহামদুনিল্লাহ৫০ জন মানুষের  কর্মস্থল
07/03/2025

আলহামদুনিল্লাহ
৫০ জন মানুষের কর্মস্থল

RAPID Medical Service একটি বিজনেস প্রজেক্ট।বিজনেস প্রতিষ্ঠান হলেও আর্তমানবতার সেবায় নিয়োজিত।পাশাপাশি বেকার যুবকদের কর্...
06/03/2025

RAPID Medical Service একটি বিজনেস প্রজেক্ট।বিজনেস প্রতিষ্ঠান হলেও আর্তমানবতার সেবায় নিয়োজিত।
পাশাপাশি বেকার যুবকদের কর্মস্থল । আমাদের লক্ষ্য দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান করা, বিশেষ করে সমাজের অসহায়, দুস্থ ও জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য। পাশাপাশি বেকার যুবকদের জন্য পার্টটাইম জবের সুযোগ।

আমাদের উদ্দেশ্য:

1. জরুরি চিকিৎসা সহায়তা: অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

2. স্বাস্থ্যসচেতনতা প্রচার: বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা।

3. রক্তদান ও অঙ্গদান প্রচার: স্বেচ্ছায় রক্তদান ও অঙ্গদানের গুরুত্ব বোঝানো এবং রক্তদাতাদের সংযোগ স্থাপন।

4. ফ্রি মেডিকেল ক্যাম্প: গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান।

5. প্রাকৃতিক দুর্যোগে সহায়তা: বন্যা, ভূমিকম্প বা অন্য যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা প্রদান।

আমাদের কার্যক্রম:

✅ জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস
✅ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
✅ ঔষধ বিতরণ
✅ মেডিকেল প্রশিক্ষণ ও কর্মশালা
✅ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মানবসেবা

আমরা বিশ্বাস করি, মানবসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। RAPID Medical Service আপনাদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আরো বৃহৎ পরিসরে সেবা প্রদান করতে সক্ষম হবে।

স্লোগান:
"মানবতার সেবায়, আমরা সদা প্রস্তুত!"
বেকার যুবকদের পার্টটাইম কাজের জন্য যোগাযোগ করুন
RAPID MEDICAL SERVICES
০১৩০০২৯৭১৯৯

মার্চ ২০২৫কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস
06/03/2025

মার্চ ২০২৫
কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস

05/03/2025

মেডিকেল অনকোলজিষ্ট
DREAM A BETTER WORLD FOR CANCER PATIENTS.
Admin: +8801985551165 (What's App sms Only)
চেম্বার সহযোগী: +8801887674283 (আরাফাত হোসেন)
Email: rahi68bogra@gmail.com

05/03/2025

ডাঃ মোঃ আব্দুল হালিম
এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারী)
২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল,বগুড়া।

সিরিয়াল পেতে ফোন করুন ০১৩০০২৯৭১৯৯

সিরিয়াল পেতে ফোন করুন ০১৩০০২৯৭১৯৯
05/03/2025

সিরিয়াল পেতে ফোন করুন ০১৩০০২৯৭১৯৯

05/03/2025

ব্লাড ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা

ডা. মো. শাফিউল আজম,
রক্তশূণ্যতা, থ্যালাসেমিয়া, রক্তরোগ ও
ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ,
সহকারী অধ্যাপক,
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া
Shafiul Azam Saju

প্রাথমিক চিকিৎসা - পরামর্শ ও বগুড়ায় যে কোন ডাক্তারের সিরিয়াল পেতে ফোন করুন ০১৩০০-২৯৭১৯৯
03/03/2025

প্রাথমিক চিকিৎসা - পরামর্শ ও বগুড়ায় যে কোন ডাক্তারের সিরিয়াল পেতে ফোন করুন ০১৩০০-২৯৭১৯৯

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Rapid Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rapid Medical Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram