
27/06/2025
ক্ল্যামাইডিয়া যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। তবে সাধারণত পুরুষ বাহক হিসেবে কাজ করে ও মহিলাদের ক্ষেত্রে ইনফেকশন এবং ফলাফল বেশি খারাপ হয়। আমাদের দেশে এটি আগে অনেক বিরল থাকলেও ইদানিং বেশ পাওয়া যাচ্ছে। ধারণা করা হয় বিদেশে থাকা পুরুষদের মাধ্যমে এটি এদেশে বিস্তার ঘটছে।
ক্ল্যামাইডিয়া সংক্রমণ সাধারণত ৪০--৯৬% ক্ষেত্রে কোন লক্ষণ ছাড়াই হতে পারে।তবে কিছু ক্ষেত্রে যোনি বা শিশ্ন থেকে অস্বাভাবিক স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, বা তলপেটে ব্যথা হতে পারে।
বন্ধাত্ব সমস্যার পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে ল্যাপারোস্কপি করতে গিয়ে ধরা পড়ে। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (পিআইডি) এবং বন্ধ্যাত্ব। এটি টিউব জরায়ু ডিম্বাশয় এমনকি লিভারের গায়ে এক ধরনের ফ্লিমজি এডহেশন তৈরি করে ও টিউব নষ্ট করে দেয়।
সময়মতো ধরা পড়লে ক্ল্যামাইডিয়া সংক্রমণ সহজেই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায়।
স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ততা এ ধরনের সংক্রমণ প্রতিরোধের উপায়।