31/07/2025
✨ Postoperative Delirium ✨
বা
অপারেশন পরবর্তী অস্থিরতা
আপনার কোন নিকট আত্মীয় এর অপারেশন খুব কাছে থেকে দেখেছেন কি❓
দেখবেন, অনেক ক্ষেত্রেই অপারেশনের পর রোগী অস্থির বোধ করছে বা আপনাকে চিনতেই পারছে না।
✅বেশিরভাগ ক্ষেত্রেই ১-২ দিনের মাঝেই সমস্যাটা চলে যায়।
✅তবে একটু বয়স্ক বা দীর্ঘমেয়াদে রোগে ভুগছে এমন ক্ষেত্রে এই সমস্যা সারতে দেরি হয়।
💚আসুন জেনে নেই এর কারন কি?
১। সম্পূর্ণ অজ্ঞান করলে ।
২। বয়স ৭০ এর বেশি হলে ।
৩। কিডনি- লিভার এ জটিলতা থাকলে ।
৪।ব্যাথায় ।
৫। পেশাব- পায়খানা আটকে গেলে ।
৬। রক্তে লবণ পরিবর্তন হলে।
📣অপারেশন পরবর্তী এই সমস্যার ব্যাবস্থাপনা , হাস্পাতালে ডাক্তার বা নার্স করে থাকেন।
বাড়িতে ফেরার পর যদি রোগীকে অস্থির অবস্থায় পান, যদি কাউতে চিনতে না পারে বা ঘুমের সমস্যা হয়, তাহলে দ্রুত ডাক্তারে শরনাপন্ন হতে হবে।
তবে তার আগে আপনিও কিছু ব্যাবস্থাপনা করতে পারেন, যেমন-
➡️চশমা পড়তে সাহায্য করা।
➡️নকল দাঁত থাকলে তা ঠীক আছে কিনা খেয়াল করা
➡️কানে শুনতে পারার যন্ত্র ব্যবহার করলে তা পড়তে পারছে কিনা খেয়াল করা।
ভাল লাগলে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না💚
#অপারেশনপরবর্তী-জটিলতা