BloodBogra

BloodBogra “ব্লাডবগুড়া” স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেয়!

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বৃহত্তর বগুড়ার সকল তরুন-তরুনী, ছাত্র-ছাত্রী এবং সকল পেশাজীবি স্ব-ইচ্ছাই রক্তদাতা/রক্তদানে ইচ্ছুক ভাইবোনদের নিয়ে সর্ববৃহৎ ডোনার লিস্ট তৈরির দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান “ব্লাডবগুড়া”। আমাদের মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া।


যেকোন মূহূর্তে আপনার আপনজনের প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজন হতেই পারে, তাই আপনার রক্তের গ্রুপ, মো

বাইল নাম্বার, ঠিকানা ইনবক্স/কমেন্টে দিয়ে ফেসবুক গ্রুপে জয়েন করে আপনিও হয়ে যান একজন গর্বিত রক্তসৈনিক। রক্তের প্রয়োজনে আমরা সাহায্য করব আপনাকে।

BloodBogra মোবাইলঃ 01704991925


একজন বিবেকবান মানুষ হিসেবে মানবসেবায় পোস্টটি শেয়ার এবং লাইক দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। আপনার সহযোগিতার মাধ্যমে যদি একজন মানুষের জীবন বাঁচে তার জন্য আপনার স্থান হতে পারে চিরস্থায়ী জান্নাতে।

15/10/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support , Liliana Dorsey, America Marsh, Lilian Arroyo, Anastasia Leblanc, Sadiya Akter, Erica Hodges

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Kader, মোঃ জাকিরুল ইসলাম
07/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Kader, মোঃ জাকিরুল ইসলাম

29/09/2024

We love blood Donating. Help us by sending star to inspiring people for Blood Donation. Thank you.

21/09/2024

😍

 সেচ্ছায় করি রক্ত দান,যদি বাঁচে একটি প্রান।রোগীর নামঃ রুমা আক্তার।💂🏼রোগীর সমস্যা: গর্ভের সন্তান নষ্ট হইছে🔴রক্তের গ্রুপঃ ...
02/06/2021


সেচ্ছায় করি রক্ত দান,যদি বাঁচে একটি প্রান।
রোগীর নামঃ রুমা আক্তার।
💂🏼রোগীর সমস্যা: গর্ভের সন্তান নষ্ট হইছে
🔴রক্তের গ্রুপঃ B+
💉রক্তের পরিমান: 3 Bag
📆 রক্তদানের তারিখঃ ২জুন/২০২১
⌚রক্তদানের সময়: খুবই আর্জেন্ট, যত দ্রুত সম্ভব হয়।
🏥রক্তদানের স্থান: সোনালী ক্লিনিক, কলোনী, বগুড়া।
যোগাযোগঃ 01714 087741

My Blood Group is B+ .... Whats yours ?
09/12/2019

My Blood Group is B+ .... Whats yours ?

07/12/2019
জরুরী --- টি এম এস এস মেডিডেকেলে এক আপুর থাইরয়েড অপারেশনের জন্য ১ ব্যাগ বি পজেটিভ ব্লাড দরকার। রক্ত দিয়ে জীবন বাচাতে এগি...
06/12/2019

জরুরী --- টি এম এস এস মেডিডেকেলে এক আপুর থাইরয়েড অপারেশনের জন্য ১ ব্যাগ বি পজেটিভ ব্লাড দরকার। রক্ত দিয়ে জীবন বাচাতে এগিয়ে আসুন,যোগাযোগঃ -01714087741

কনফার্ম ডোনার মিসিং। একজন গরীব অসহায় মায়ের কিডনী রোগের জন্য জরুরি AB+ ব্লাড দরকারসময়ঃ পহেলা মার্চ- ১৮, বৃহঃপতিবার। (যত দ...
01/03/2018

কনফার্ম ডোনার মিসিং। একজন গরীব অসহায় মায়ের কিডনী রোগের জন্য জরুরি AB+ ব্লাড দরকার
সময়ঃ পহেলা মার্চ- ১৮, বৃহঃপতিবার। (যত দ্রুত সম্ভব)
লোকেশনঃ জিয়া মেডিকেল হসপিটাল।
যোগাযোগঃ সরাসরি রোগীর ছেলে- 01748880668

কনফার্ম ডোনার মিসিং। একজন গরীব অসহায় মায়ের  কিডনী রোগের জন্য জরুরি AB+ ব্লাড দরকারসময়ঃ পহেলা মার্চ- ১৮, বৃহঃপতিবার। (যত ...
01/03/2018

কনফার্ম ডোনার মিসিং। একজন গরীব অসহায় মায়ের কিডনী রোগের জন্য জরুরি AB+ ব্লাড দরকার
সময়ঃ পহেলা মার্চ- ১৮, বৃহঃপতিবার। (যত দ্রুত সম্ভব)
লোকেশনঃ জিয়া মেডিকেল হসপিটাল।
যোগাযোগঃ 01748880668 (রোগীর ছেলে)

একটি মানবিক আবেদনঃ লাইক বা টাকা পয়সা চাইনা... শুধুমাত্র দয়া করে সর্বোচ্চ শেয়ার করে আমার ছোট ভাইকে খুজে দিতে সাহায্য করুন...
04/01/2018

একটি মানবিক আবেদনঃ

লাইক বা টাকা পয়সা চাইনা... শুধুমাত্র দয়া করে সর্বোচ্চ শেয়ার করে আমার ছোট ভাইকে খুজে দিতে সাহায্য করুন।

মোঃ ওমর ফারুক, বয়স আনুমানিক ১৫ বছর, গায়ের রং শ্যামলা । পহেলা জানুয়ারীতে বগুড়ার কলোনীতে আমাদের বাসায় বেড়াইতে আসে। পরের দিন দুপুর ২ টার দিকে বাসার পাশের দোকানে যাওয়ার কথা বলে বাহিরে যায় এবং তারপর আর বাসায় ফেরে নি, আত্বীয় স্বজনদের বাসায় অনেক খোজাখুজি করেও পাওয়া যাচ্ছে না।

এদিকে ওর চিন্তায় আমাদের পরিবারের প্রায় সবার খাওয়া দাওয়া বন্ধ এমনকি এখন সবাই অসুস্থ হওয়ার পথে।

তাই কেউ ওকে দেখে থাকলে এখনি নিচের নাম্বারে জানান, তথ্য প্রদানকারীকে সম্মানীত করা হবে।
01738 21 63 27 (মোঃ মজনু মিয়া)

Address

Bogra Sadar
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when BloodBogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BloodBogra:

Share

Category