05/11/2025
৫৩ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জন ডেভিডসন রকেফেলারের ডাক পড়েছিলো─ "আপনি আর বড়োজোর মাত্র ১ বছর বাঁচবেন।"
এক মানুষ, যিনি:
🌟 ২৫ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল-শোধনাগারের মালিক হয়ে যান।
🌟 ৩১ বছর বয়সে পরিচালনা করতেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী কোম্পানি।
🌟 ৩৮ বছর বয়সে তার নিয়ন্ত্রণে চলে আসে যুক্তরাষ্ট্রের ৯০% তেল-সম্পদ।
> প্রতিটি সিদ্ধান্ত ছিল সুপরিকল্পিত।
> প্রতিটি পদক্ষেপ ছিল প্রভাববিস্তারী।
> প্রতিটি ডলার বিনিয়োগ করা হতো আরও বৃহৎ কিছুতে।
৫০ বছর বয়সে তিনি হয়ে যান ইতিহাসের প্রথম বিলিয়নেয়ার।
তার সম্পদের বর্তমান বাজারমূল্য ধরা হয় ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার।
কিন্তু ধন-সম্পদের খেলা শেষ হয়ে যায়, যখন জীবন ধনী কিন্তু শরীর দুর্বল।
৫৩ বছর বয়সে রকেফেলারের শরীর ভেঙে পড়েছিলো—চুল পড়ছিল, খাবার ছিল শুধু স্যুপ ও জাউ, অনিদ্রা, যন্ত্রণা, উদ্যম হারানো।
ঠিক সেই সময়ে তিনি নিলেন অবিস্মরণীয় সিদ্ধান্ত।
অবশেষে বুঝলেন─ সব সম্পদ তার সঙ্গে যাবে না।
তৎক্ষণাত অ্যাকাউন্ট্যান্ট ও লইয়ারদের ডাকলেন এবং নির্দেশ দিলেন─
"আমার সমস্ত সম্পত্তি দিয়ে হাসপাতাল, গবেষণা ও দাতব্য সংস্থা গঠন করো।"
এভাবেই ১৯১৩ সালে জন্ম নিলো ‘রকেফেলার ফাউন্ডেশন’।
এর অর্থায়নে আবিষ্কৃত হলো পেনিসিলিন, যা লক্ষ লক্ষ প্রাণ বাঁচালো।
ফাউন্ডেশন বদলে দিলো শিক্ষা, চিকিৎসা, ও জনস্বাস্থ্য ব্যবস্থা।
যে বছর তিনি মারা যাওয়ার কথা ছিলো, সেটি তিনি বেঁচে গেলেন।
৪৪ বছর আরও বাঁচলেন, ৯৭ বছর বয়স পর্যন্ত।
শেষ জীবনে তিনি বলেছিলেন─
"আমি বুঝেছি, এ জগতে নিজের বলতে কিছু নেই।"
উপলব্ধিটা ভীষণ গুরুত্বপূর্ণ।
Collected Post: Salah Uddin Ahmed Jewel