Health Aid Medical Center And Diagnostic

Health Aid Medical Center And Diagnostic You can see which is important for your timely.

09/12/2025

মোটা অংকের ঘুষ নেয়ার অপরাধে এক সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন সরকার।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সালে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি চায়না সিটিক ফাইন্যানসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বাই তিয়ানহুই।

এ সময়ের মধ্যে অবৈধভাবে ১৫ কোটি ৬০ লাখ ডলার ঘুষ নেন তিনি। সরকারি উচ্চপদে থাকার সুযোগ নিয়ে অবৈধভাবে এই বিপুল অর্থ গ্রহণ করায় গেল বছরের মে মাসে তাকে মৃত্যুদন্ড দেন আদালত।

পরবর্তীতে সর্বোচ্চে আদালতে আপিল করলেও তা খারিজ হয় এবং তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি দমন অভিযান পরিচালনা করছে শি জিং পিং প্রশাসন।

বউকে দেখে হঠাৎ বয়স বেশি লাগছে?রাগ নয়, সমস্যার মূল কারণটা হরমোনও হতে পারে।Thyroid Profile & Female Hormone Panel Testএই দ...
03/12/2025

বউকে দেখে হঠাৎ বয়স বেশি লাগছে?
রাগ নয়, সমস্যার মূল কারণটা হরমোনও হতে পারে।

Thyroid Profile & Female Hormone Panel Test
এই দুইটি পরীক্ষা করলে জানা যায়--
✔ থাইরয়েড ঠিক আছে কি না
✔ হরমোনের ভারসাম্য নষ্ট হয়েছে কি না
✔ ক্লান্তি, রাগ, Mood Swing বা Glow কমে যাওয়ার কারণ

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

ভাবির আচরণে হঠাৎ পরিবর্তন দেখছেন?রাগ, বিরক্তি, মুড সুইং—সবই হতে পারে থাইরয়েড ডিসঅর্ডারের প্রাথমিক লক্ষণ।থাইরয়েডের ভারস...
01/12/2025

ভাবির আচরণে হঠাৎ পরিবর্তন দেখছেন?
রাগ, বিরক্তি, মুড সুইং—সবই হতে পারে থাইরয়েড ডিসঅর্ডারের প্রাথমিক লক্ষণ।
থাইরয়েডের ভারসাম্য নষ্ট হলে ওজন বেড়ে/কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি,
চুল পড়া, ঘন ঘন ঠান্ডা লাগা বা গলার সমস্যা দেখা দিতে পারে।

এসব লক্ষণ উপেক্ষা না করে এখনই করান Thyroid Function Test (T3, T4, TSH)

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

হরমোনের সমস্যা অনেক সময় নীরবে বাড়ে!পুরুষ বা নারী, যে কেউ নিন্মক্ত উপসর্গে ভুগলে... যদি নিয়মিত ক্লান্তি, হরমোনজনিত সমস্যা...
26/11/2025

হরমোনের সমস্যা অনেক সময় নীরবে বাড়ে!
পুরুষ বা নারী, যে কেউ নিন্মক্ত উপসর্গে ভুগলে...
যদি নিয়মিত ক্লান্তি, হরমোনজনিত সমস্যা, যৌন দুর্বলতা বা চুল/ ত্বকের অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়--
তাহলে দেরি না করে Androgen Test করান।

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

গর্ভাবস্থায় অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই Toxoplasma সংক্রমণ হতে পারে, যা শিশুর সুস্থতার জন্য ঝুঁকিপূর্ণ।নিশ্চিন্ত থাকতে এখন...
20/11/2025

গর্ভাবস্থায় অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই Toxoplasma সংক্রমণ হতে পারে, যা শিশুর সুস্থতার জন্য ঝুঁকিপূর্ণ।
নিশ্চিন্ত থাকতে এখনই করিয়ে নিন Toxoplasma IgG/IgM পরীক্ষা।

✔ গর্ভের শিশুর সুরক্ষা
✔ দ্রুত ও নির্ভুল রিপোর্ট
✔ অভিজ্ঞ টেকনোলজিস্ট
✔ হোম স্যাম্পল কালেকশন সুবিধা

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

দীর্ঘদিনের অজানা ব্যথা এবং ক্রমাগত ক্লান্তিকে আর এড়িয়ে যাবেন না!এই উপসর্গগুলো অবশই কোন  রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। ক...
17/11/2025

দীর্ঘদিনের অজানা ব্যথা এবং ক্রমাগত ক্লান্তিকে আর এড়িয়ে যাবেন না!
এই উপসর্গগুলো অবশই কোন রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই—সঠিক পরীক্ষা আপনাকে রোগ নির্ণয়ে সাহায্য করতে পারে।

সঠিক কারণ জানতে আজই ENA Profile টেস্ট করুন!
ENA (Extractable Nuclear Antigen) Profile টেস্টের মাধ্যমে আপনার শরীরে অটোইমিউন রোগ যেমন লুপাস, এসএসএল, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ ইত্যাদির উপস্থিতি চিহ্নিত করা সম্ভব।

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

চোখের আলো কেন কমছে? ভিটামিন A ঘাটতি?দীর্ঘদিন চোখ শুষ্ক থাকা, ঝাপসা দেখা, রাতকানা—এসবই হতে পারে Vitamin A ঘাটতির লক্ষণ।সম...
15/11/2025

চোখের আলো কেন কমছে?
ভিটামিন A ঘাটতি?

দীর্ঘদিন চোখ শুষ্ক থাকা, ঝাপসা দেখা, রাতকানা—এসবই হতে পারে Vitamin A ঘাটতির লক্ষণ।
সময়মতো টেস্ট করলেই জানা যাবে আপনার শরীরে ভিটামিন A-এর মাত্রা ঠিক আছে কি না।

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

ছোট্ট অসাবধানতা বড় ঝুঁকি ডেকে আনতে পারে।ডায়াবেটিস, থাইরয়েড, অ্যানিমিয়া—জেনে নিন আপনার শরীরের অবস্থা।আজই রক্ত পরীক্ষা করা...
12/11/2025

ছোট্ট অসাবধানতা বড় ঝুঁকি ডেকে আনতে পারে।
ডায়াবেটিস, থাইরয়েড, অ্যানিমিয়া—জেনে নিন আপনার শরীরের অবস্থা।
আজই রক্ত পরীক্ষা করান।

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

এই প্রথম, বগুড়ায় !!! ভারতীয় ডাক্তার দেখান একদম বিনামূল্যে !হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক - এ ! ফ্রি ভিডিও ক...
08/11/2025

এই প্রথম, বগুড়ায় !!!
ভারতীয় ডাক্তার দেখান একদম বিনামূল্যে !
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক - এ !

ফ্রি ভিডিও কনসালটেশন।
কলকাতার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ।
সেরা চিকিৎসা পরিষেবা।

সুযোগ হাতছাড়া করবেন না ! আজই আপয়েন্টমেন্ট বুক করতে যোগাযোগ করুন !
স্থান: হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০৯৬৩৮-৫৫৯৯৮৮, 📞 ০১৩২২-৮৮২৯০৬ (WhatsApp)

৫৩ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জন ডেভিডসন রকেফেলারের ডাক পড়েছিলো─ "আপনি আর বড়োজোর মাত্র ১ বছর বাঁচবেন।"এক মানুষ,...
05/11/2025

৫৩ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জন ডেভিডসন রকেফেলারের ডাক পড়েছিলো─ "আপনি আর বড়োজোর মাত্র ১ বছর বাঁচবেন।"
এক মানুষ, যিনি:
🌟 ২৫ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল-শোধনাগারের মালিক হয়ে যান।
🌟 ৩১ বছর বয়সে পরিচালনা করতেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী কোম্পানি।
🌟 ৩৮ বছর বয়সে তার নিয়ন্ত্রণে চলে আসে যুক্তরাষ্ট্রের ৯০% তেল-সম্পদ।
> প্রতিটি সিদ্ধান্ত ছিল সুপরিকল্পিত।
> প্রতিটি পদক্ষেপ ছিল প্রভাববিস্তারী।
> প্রতিটি ডলার বিনিয়োগ করা হতো আরও বৃহৎ কিছুতে।
৫০ বছর বয়সে তিনি হয়ে যান ইতিহাসের প্রথম বিলিয়নেয়ার।
তার সম্পদের বর্তমান বাজারমূল্য ধরা হয় ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার।
কিন্তু ধন-সম্পদের খেলা শেষ হয়ে যায়, যখন জীবন ধনী কিন্তু শরীর দুর্বল।
৫৩ বছর বয়সে রকেফেলারের শরীর ভেঙে পড়েছিলো—চুল পড়ছিল, খাবার ছিল শুধু স্যুপ ও জাউ, অনিদ্রা, যন্ত্রণা, উদ্যম হারানো।
ঠিক সেই সময়ে তিনি নিলেন অবিস্মরণীয় সিদ্ধান্ত।
অবশেষে বুঝলেন─ সব সম্পদ তার সঙ্গে যাবে না।
তৎক্ষণাত অ্যাকাউন্ট্যান্ট ও লইয়ারদের ডাকলেন এবং নির্দেশ দিলেন─
"আমার সমস্ত সম্পত্তি দিয়ে হাসপাতাল, গবেষণা ও দাতব্য সংস্থা গঠন করো।"
এভাবেই ১৯১৩ সালে জন্ম নিলো ‘রকেফেলার ফাউন্ডেশন’।
এর অর্থায়নে আবিষ্কৃত হলো পেনিসিলিন, যা লক্ষ লক্ষ প্রাণ বাঁচালো।
ফাউন্ডেশন বদলে দিলো শিক্ষা, চিকিৎসা, ও জনস্বাস্থ্য ব্যবস্থা।
যে বছর তিনি মারা যাওয়ার কথা ছিলো, সেটি তিনি বেঁচে গেলেন।
৪৪ বছর আরও বাঁচলেন, ৯৭ বছর বয়স পর্যন্ত।
শেষ জীবনে তিনি বলেছিলেন─
"আমি বুঝেছি, এ জগতে নিজের বলতে কিছু নেই।"
উপলব্ধিটা ভীষণ গুরুত্বপূর্ণ।

Collected Post: Salah Uddin Ahmed Jewel

গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা বা খাবার হজমে সমস্যা—অনেকেই এটাকে সাধারণ মনে করে অবহেলা করেন।কিন্তু বারবার একই সমস্যা দেখা ...
05/11/2025

গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা বা খাবার হজমে সমস্যা—অনেকেই এটাকে সাধারণ মনে করে অবহেলা করেন।
কিন্তু বারবার একই সমস্যা দেখা দিলে এটি গ্যাস্ট্রিক বা লিভারের জটিল রোগের ইঙ্গিত হতে পারে।
সঠিক সময়ে পরীক্ষা করালে সহজেই রোগ নির্ণয় ও চিকিৎসা সম্ভব, আর আপনি ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে।

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

বারবার অসুস্থ? ক্লান্তি নাকি মাথা ঘোরা?সমস্যার মূল জানুন, আজই করুন ভিটামিন D পরীক্ষা!বাড়িতে বসেই রক্ত পরীক্ষা, দ্রুত রিপ...
03/11/2025

বারবার অসুস্থ? ক্লান্তি নাকি মাথা ঘোরা?
সমস্যার মূল জানুন, আজই করুন ভিটামিন D পরীক্ষা!
বাড়িতে বসেই রক্ত পরীক্ষা, দ্রুত রিপোর্ট।

টেস্ট বুকিং / হোম কালেকশন...
হেলথ এইড মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক
হাজীপাড়া বটতলা, ঠনঠনিয়া,বগুড়া।
📞 ০১৭২২-৮৪৮৪৮৪

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Health Aid Medical Center And Diagnostic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram