Bogura Student Community Blood Bank

Bogura Student Community Blood Bank রক্তের সন্ধানে আমরা আছি আপনার পাশে!❤
অনলাইন সেচ্ছাসেবী সংগঠন!✊
জীবন বাঁচাতে এগিয়ে আসুন!❣️

13/08/2024

আলহামদুলিল্লাহ আমাদের Bogura Student Community Blood Bank এর সহোযোগিতাই
সেচ্ছায় ২০ টি ব্লাড ডোনেট সম্পন্ন হয়ছে! ❤️

14/06/2024

আজ ১৪ ই জুন আন্তর্জাতিক রক্ত দান দিবস। আমরা শপথ গ্রহন করি একটি রক্ত অন্যের জীবন, রক্তই আত্মার বাঁধন।
প্রতি তিন মাস অন্তর রক্ত দান করে দেশ ও জাতির সেবা করুন। নিশ্চয়ই এই মহৎকর্মের জন্য আপনার সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিধান দিবেন।

"🩸স্বেচ্ছায় হোক রক্তদান, 🩸আমার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।"আলহামদুলিল্লাহ,,,  সিজার পরবর্তী রক্তশূন্যতা রোগীর প্রয়োজনে ১ম...
24/05/2024

"🩸স্বেচ্ছায় হোক রক্তদান, 🩸
আমার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।"
আলহামদুলিল্লাহ,,,
সিজার পরবর্তী রক্তশূন্যতা রোগীর প্রয়োজনে ১ম বার স্বেচ্ছায় রক্তদান করলেন মোঃ জিহাদ ।
রক্তের গ্রুপ ও পজিটিভ A(+)ve.
অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা রইল Bogura Student Community Boold Bank এর পক্ষ থেকে।❤️

"🩸স্বেচ্ছায় হোক রক্তদান, 🩸আমার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।"আলহামদুলিল্লাহ,,, শ্বাস নালী ক্যান্সারের আক্রান্ত   রোগীর রক্ত...
23/05/2024

"🩸স্বেচ্ছায় হোক রক্তদান, 🩸
আমার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।"
আলহামদুলিল্লাহ,,, শ্বাস নালী ক্যান্সারের আক্রান্ত
রোগীর রক্ত শূন্যতা প্রয়োজনে ১ম বার স্বেচ্ছায় রক্তদান করলেন মোঃ মাহিম ।
রক্তের গ্রুপ ও পজিটিভ O(+)ve.
অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা রইল Bogura Student Community Boold Bank এর পক্ষ থেকে।

"স্বেচ্ছায় হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।"আলহামদুলিল্লাহ,,,  সিজার পরবর্তী রক্তশূন্যতা রোগীর প্রয়োজনে ১ম ব...
18/04/2024

"স্বেচ্ছায় হোক রক্তদান,
আমার রক্তে বাঁচুক অন্যের প্রাণ।"
আলহামদুলিল্লাহ,,,
সিজার পরবর্তী রক্তশূন্যতা রোগীর প্রয়োজনে ১ম বার স্বেচ্ছায় রক্তদান করলেন মোঃ পারভেজ ।
রক্তের গ্রুপ ও পজিটিভ O(+)ve.
অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা রইল Bogura Student Community Boold Bank এর পক্ষ থেকে।

আপনি কি একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে চান ?? মহৎ কাজে অংশগ্রহণ করতে চান ?? আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রা...
21/01/2024

আপনি কি একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে চান ??
মহৎ কাজে অংশগ্রহণ করতে চান ??

আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ

স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক হইলে আপনার ব্লাড গ্রুপ বলে যান

11/12/2023

বাচ্চা তো পেটে আসে ১০ মাস আগে,
তাহলে ১০ মিনিটের ভিতরে জরুরী রক্তের জন্য ডোনার খুঁজতে হয় কেনো?

আপনাদের সচেতন হওয়া জরুরী!!

07/12/2023



এটি প্রস্তুত রক্তদাতাদের প্লাটফর্ম যা মূলত প্রস্তুত রক্তদাতাদের রোগী খুঁজে দিতে এবং ভলান্টিয়ারদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে ।। বাংলাদেশের মানুষ যখন রক্তদানের জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন রোগীদের জন্য খুব সহজেই রক্তদাতা খুঁজে পাওয়া যাবে।।

এই প্লাটফর্মের কাজ মুলত, মানুষকে রক্তদানে আগ্রহী করে গড়ে তোলা

) (এই ফেইসবুক গ্রুপটি কিভাবে কাজ করবে?

ধরুন, আজকে আপনি রক্তদানে ইচ্ছুক, সেই গ্রুপে গিয়ে আপনার রক্তের গ্রুপ এবং এলাকা জানিয়ে পোস্ট করুন যে আপনি আজ রক্তদান করতে চান। সেচ্ছাসেবকরা আপনাকে রোগী খুঁজে দিতে সাহায্য করবে, রোগীরা নিজেই হয়তো আপনাকে নক দিবে সেই পোষ্টে।

কিংবা ধরুন, আপনার এক ফ্রেন্ড রক্তদান করতে চায়, আবারো একই কাজ। আপনার ফ্রেন্ডকে ট্যাগ করে সেই গ্রুপ পোস্ট করুন। সেচ্ছাসেবকরা আপনাকে রোগী খুজে দিতে সাহায্য করবে।

এই প্লাটফর্ম গড়ে উঠতে হয়তো বেশ সময় লাগবে...

যদি সফল হতে পারি, তাহলে কিন্তু এক বৈপ্লবিক পরিবর্তন আসবে!

সবার আন্তরিক সাহায্য কামনা করছি

বিঃদ্রঃ প্রতারক হতে সাবধান !! রক্তদানের পূর্বে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন

নাহ Q মনে রাখবেন, রক্তদাতারা টাকার বিনিময়ে রক্তদান করে না, মানবিক দিক থেকে

তারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসে

Happy Blood Donating

Give Blood Save Life

Bogura Blood Bank Student Community

""""কে কাকে রক্ত দিতে পারবে """রক্তের গ্রুপ মোট ৮ ধরণের: এবি পজিটিভ, এবি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগ...
02/12/2023

""""কে কাকে রক্ত দিতে পারবে """

রক্তের গ্রুপ মোট ৮ ধরণের: এবি পজিটিভ, এবি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবং ওপজিটিভ, ও নেগেটিভ।
Bogura Student Community Blood Bank [ Bogura ]

Address

Bogura
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Student Community Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category