
20/01/2025
একটা সাসপেনশন কফি আছে?
নরওয়ে।
এই সাসপেনশন অর্থ রসায়ন বিদ্যার মিশ্রণকে বুঝায় না।
এটা হল নরওয়ে একটি রেস্তোরাঁর ঘটনা। অন লাইন, ফেবুর কল্যাণে তা আমরা অনেকই জানি।
আমি একটু মনে করিয়ে দিই, আপনাদের।
আমরা কি একটু ভেবে দেখতে পারি না?
জ্বী, আমরা ভেবেছি।
ফোর আর আধুনিক হাসপাতাল অনেক ভেবেছে।
ভাবনার শক্তি অনেক।
নরওয়ের রেস্তোরাঁয় ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন ৫ টি কফির দাম পরিশোধ করলেন সাথে গিয়ে গেলেন ৩ টি। কিছুক্ষন পর আরও একজন এলেন ৪ টি লাঞ্চ প্যাকেটের দাম মিটিয়ে দিয়ে ২ টি সাথে করে নিয়ে গেলেন।
এরপর একজন বৃদ্ধ এসে সোজা কাউন্টারে জিজ্ঞেস করলেন কোন সাসপেনশন কফি আছে?
ক্যাশ ম্যানেজার বিনয়ের সাথে জানালেন জ্বী হাঁ আছে। তাকে পীম যত্নে গরম কফি দেওয়া হল, তিনি কফি পান করে চলে গেলেন।
এরপর এলেন দাড়িওয়ালা জুবু থুবু একজন, তিনি এসে আজ কোন সাসপেনশন লাঞ্চ আছে? জিজ্ঞেস করলেন।
যথারীতি উত্তর আছে।
তাকে একটা লাঞ্চ প্যাকেট ও একটি পানির বোতল সরবরাহ করা হল। তিনি তা নিয়ে চলে গেলেন।
এ ব্যাপারটা,সারাদিন ভর চলছে, চলছে তো চলছেই।
কিছু মানুষ নিজেদের কষ্টের অর্জিত রোজগার থেকে অজানা মানুষের খাবারেী জন্য পেমেন্ট করে যাচ্ছেন। আর কিছু গরীব, অসহায়, দুঃস্হ মানুষ বিনা পয়সায় নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারছেন। অথচ, কেউ জানেনা কারো পরিচয়। না দাতা, না গ্রহিতা। আসলে প্রয়োজন নেই নিজের নাম জাহির করার, কিন্তু প্রয়োজন আছে দুঃস্হ, অসহায়, গরীব অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেবার, সৃষ্টার সৃষ্টির কল্যাণ করার।
আমরা ভেবেছি, অনেক ভেবেছি আমরা এমন ধরণের একটি হাসপাতাল প্রতিষ্ঠিত করতে চাই যেখান গর্ভবতী মায়েরা বা,রোগীরা সেবা নিয়ে সন্তষ্ট হয়ে নরওয়ের সাসপেনশন রেস্তোরাঁর মত আরও দচারজনের আগাম বিল পরিশোধ করে যাবেন। সেই পরিশোধিত টাকা দিয়ে আমরা যেন গরীব, অসহায়,দুঃস্হ, স্বল্প আয়ের রোগীদের নরমাল ডেলিভারি, সিজার বা,অপারেশন করে দিতে পারি।
আকাশ কুসুম কল্পনা কি???
আমরা বিশ্বাস করি হবে একদিন।
আজ ২৭ জন গর্ভবতী মায়েদের আল্ট্টাসনোগ্রাম, চেকআপ, রক্ত পরীক্ষা এবং ব্যবস্হা পত্র প্রদান করলাম।
আজ দুপুরে তাদের লাঞ্চ দিতে পারি নাই, কেক বিস্কুট কোকা কোলা খাইয়েছি।
মজার ঘটনা শুনবেন?
স্যার আমাদের গাইনী ডাক্তার কল করে আমাকে জানালেন, তোমরা যে যাদের ফ্রী আল্ট্রাসনো চেকআপ করে দিয়েছ তাদের চার জনের আজ সিজার করলাম বগুড়ার বিভিন্ন ক্লিনিকে।
আমি শুনে হাসলাম।
আমি ছাড়ছি না এ কার্যক্রম। চালিয়েই যাব ইনশাআল্লাহ।
ফোর আর আধুনিক হাসপাতাল। একটি বাড়ী। একটি সামাজিক, ব্যতিক্রমী, ব্যক্তিমুনাফাহীন হাসপাতাল।
গন্ডগ্রাম, বনানী, বগুড়া।