13/08/2025
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ম্যাটস কোর্সে
অন-লাইনে আবেদন করার শেষ তারিখ 27/08/2025)
৪বছর মেয়াদী ডিপ্লোমা ডাক্তারী কোর্সে ২০২৫-২০২৬ সেশনে টিএমএসএস মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (টিম্যাটস) এ সীমিত সংখ্যক আসনে ছাত্র-ছাত্রী ভর্তি /বুকিং চলছে। ভর্তি /বুকিং এর যোগ্যতা ২০২১,২০২২,২০২৩,২০২৪ এবং ২০২৫ সালে বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ 3.00 (জীববিদ্যায় 2.00 সহ) এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছা্ত্রীরা ভর্তি হতে পারবে।
ভর্তি হতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে। যোগাযোগের ঠিকানা: টিএমএসএস ফাউন্ডেশন অফিসের পশ্চিম পার্শ্বে, ১২তলা টিম্যাটস ভবনের ৪র্থ তলা।
মোবাইল নং: 01713377232, 01713377026, 01724624224
(বি:দ্র: সরকারী ম্যাটস/আইএইচটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 40 পেয়ে পাশকরা বাধ্যতামূলক)
তাই ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য আহবান করা হলো।