Dream Abroad MBBS

Dream Abroad MBBS We guided students MBBS in Abroad. We help students for fulfill their dreams to become a Doctor.

হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার হাতের এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো।মেয়েটির বয়স ১৬ ...
03/09/2025

হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার হাতের এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো।

মেয়েটির বয়স ১৬ বছর, জীবন পুরোটাই বাকি। এখন হাত কেটে ফেলা ছাড়া আর কিছু করার নেই। কবিরাজি চিকিৎসার ৭ দিন পর ফলাফল।

পোস্টটি জনসচেতনতায় শেয়ার করার অনুরোধ রইল।

✅ হাড়-জোড়ার সমস্যা হলে অবশ্যই অর্থোপেডিক চিকিৎসকের কাছে যান।

© শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চৌধুরী বাড়ির মানবিক ডাঃ এম এন নোমান চৌধুরী।তিনি প্রতিদিন রোগী দেখেন মাত্র ৫০ টাকায়,এতে সুবিধা হয়...
17/08/2025

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চৌধুরী বাড়ির মানবিক ডাঃ এম এন নোমান চৌধুরী।তিনি প্রতিদিন রোগী দেখেন মাত্র ৫০ টাকায়,এতে সুবিধা হয় গরীব অসহায় মানুষের।
উনি একজন এমবিবিএস ও সাবেক সিভিল সার্জন জয়পুরহাট। অবসর সময়টা তিনি কাটাচ্ছেন গরিব দুঃখীদের সেবা করে। যেখানে একজন এমবিবিএস ভিজিট নেন ৭০০-৮০০, সেখানে তিনি নেন মাত্র ৫০ টাকা। সাধারনত মেডিসিন বিষয়ে যেকোন সমস্যার পরামর্শ দিয়ে থাকেন তার নিজস্ব বাড়ির চেম্বারে।

ফিউচার ওয়েলফিয়ার সোসাইটি। স্থাপিতঃ-২০২১ইং এর পক্ষ থেকে গরিবের ডাক্তার নামে পরিচিত ডাঃ এম এন নোমান চৌধুরীকে জানাই কৃতজ্ঞতা। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।❤️

আহারে কি ডাক্তার কিছু বলো
16/08/2025

আহারে কি ডাক্তার কিছু বলো

21/07/2025

রাজধানী ঢাকার উত্তরায়, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। হতাহতদের উদ্ধার কাজ চলছে।
ভিডিওটি সংগৃহীত।
আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲

 #এসএসসি_পরিক্ষার_ফলাফল -২০২৫উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন 🎉💞🌿💕
10/07/2025

#এসএসসি_পরিক্ষার_ফলাফল -২০২৫
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন 🎉💞🌿💕

21/06/2025

🔲ব্রেকিং🔲

ঢাকা মেডিকেল কলেজ 'অনির্দিষ্টকালের' জন্য বন্ধ,
হল ছাড়ার নির্দেশ

রাবির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে আরাফাত। শুভকামনা রইলো আরাফাত এর জন্য তার পিতা পেশায় একজন রিক্সাচালক।Dream Abroad MBB...
25/04/2025

রাবির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে আরাফাত।
শুভকামনা রইলো আরাফাত এর জন্য তার পিতা পেশায় একজন রিক্সাচালক।
Dream Abroad MBBS এর পক্ষ থেকে তোমাকে অভিনন্দন

12/04/2025

মার্চ ফর গাজা
ঐক্যবদ্ধ বাংলাদেশ 🇧🇩
ফিলিস্তিন জিন্দাবাদ 🇵🇸

#মার্চফরগাজা

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْপবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
29/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট; আগামীকাল থেকে অন্যরা ডাক...
12/03/2025

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট; আগামীকাল থেকে অন্যরা ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ।

19/01/2025

মাত্র ২৫ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকার মধ্যে 𝐌𝐁𝐁𝐒 শেষ করে 𝐔𝐒𝐀,𝐔𝐊,𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 এর মতো দেশে S𝐞𝐭𝐭𝐥𝐞 হওয়া যায়।
🔘কোথায় পড়বেন? কিভাবে আসবেন? কি কি সুযোগ সুবিধা পাবেন? আজকে কথা বলবো তা নিয়ে..

আসসালামু আলাইকুমআমি মোঃ আদিত্য রায়হান চৌধুরী বর্তমানে কিরগিজস্থানের ইন্টারন্যাশনাল ইউরোপীয়ান ইউনিভার্সিটিতে MBBS অধ্যায়নরত একজন ছাত্র।

🔴কিরগিস্থানের পড়াতে আসার অন্যতম কিছু কারণ :
➡️ মাত্র ২৫ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকার মধ্যে 𝐌𝐁𝐁𝐒 শেষ করে 𝐔𝐒𝐀,𝐔𝐊,𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 এর মতো দেশে Settle হওয়া যায়।
🔘কোথায় পড়বেন? কিভাবে আসবেন? কি কি সুযোগ সুবিধা পাবেন? আজকে কথা বলবো তা নিয়ে.. Central Asia এর ছোট আর সুন্দর একটি দেশ কিরগিজস্থান, প্রায় ২৫-৩০ হাজার ভারতীয় ও পাকিস্তানি স্টুডেন্ট এখানে অধ্যয়নরত।পাশাপাশি মিশর,উজবেকিস্থান,তুর্কি,আজারবাইজান,তুর্কেমেনিয়া,রাশিয়া,আফগানিস্থান নেপাল সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা লেখাপড়া করছে।বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টদের কাছেও সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে।

🟢কিরগিস্থানের পড়াতে আসার অন্যতম কিছু কারণ :
➡️কিরগিজস্থানের পড়ালেখার মান বেশ ভালো।ইউনিভার্সিটি গুলো BMDC, WHO, ECFMG সহ অন্যান্য আর্ন্তজাতিক স্বাস্থ্য সংস্থার দ্বারা approved
➡️২৫ লাখ টাকা বাজেটের ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রায় ৫০ লাখ টাকা বাজেটের ইউনিভার্সিটি আছে।
➡️এককালীন টাকা পে করতে হয় না। সেমিস্টার বাই সেমিস্টার টাকা পরিশোধ করতে হয় বলে স্টুডেন্টদের উপর প্রেসার কম পরে।➡️ভিসার জন্য এম্বেসি ফেইস করতে হয় না, IELTS এরও প্রয়োজন নেই।
➡️মুসলিম প্রধান দেশ হওয়ায় হালাল খাবার নিয়ে সমস্যা হয় না।
➡️বিশ্বের অন্য যেকোনো দেশ থেকে নারী শিক্ষার্থীদের জন্য কিরগিস্তান অনেক নিরাপদ।
➡️কিরগিস্তান থেকে MBBS পাশ করার পর যেকোনো দেশের লাইসেন্স পরীক্ষা দিয়ে, ঐদেশে প্রক্টিস করার সুযোগ আছে। যেমন:- USA, UK AUS,CANADA, DENMARK, UAE ইত্যাদি।

💠আবেদনের নিয়ম:
✅প্রতি বছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর ইনটেক এ স্টুডেন্টরা এডমিশন নেয়ার সুযোগ পায়।
✅এডমিশনের জন্য 60% মার্ক বা ৩.৫ পয়েন্ট পেলেই আবেদন করতে পারবেন।
✅আবেদন করতে SSC, HSC এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট ও ১ কপি White background PP size ছবি প্রয়োজন হয়।
✅আবেদন করার ৩-৫ কর্মদিবসের মধ্যে অফার লেটার পেয়ে যাবেন এরপর ভিসা ফি (200$)ও পাসপোর্ট এর স্ক্যান কপি জমা দিয়ে ভিসার আবেদন করতে হবে এবং ৫-৭ কর্মদিবসের মধ্যে ভিসা পেয়ে যাবেন।
✅স্টুডেন্ট সরাসরি কিরগিজস্থানে চলে আসতে পারে, কিরগিস্থানে এসে এডমিশন ফি, টিউশন ফি সহ যাবতীয় সকল খরচ নিজ হাতে পরিশোধ করতে পারবেন।
✅২০২৫ সালের ফেব্রুয়ারি সেশনের এডমিশন শুরু হয়ে গেছে। আবেদন করতে বা এডমিশন সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন ইনবক্সে।
☎️WhatsApp- +996557107746

Address

Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Abroad MBBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram