19/01/2025                                                                            
                                    
                                                                            
                                            মাত্র ২৫ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকার মধ্যে 𝐌𝐁𝐁𝐒 শেষ করে 𝐔𝐒𝐀,𝐔𝐊,𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 এর মতো দেশে S𝐞𝐭𝐭𝐥𝐞 হওয়া যায়।
🔘কোথায় পড়বেন? কিভাবে আসবেন? কি কি সুযোগ সুবিধা পাবেন? আজকে কথা বলবো তা নিয়ে.. 
আসসালামু আলাইকুমআমি মোঃ আদিত্য রায়হান চৌধুরী বর্তমানে কিরগিজস্থানের ইন্টারন্যাশনাল ইউরোপীয়ান ইউনিভার্সিটিতে MBBS অধ্যায়নরত একজন ছাত্র। 
🔴কিরগিস্থানের পড়াতে আসার অন্যতম কিছু কারণ :
➡️ মাত্র ২৫ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকার মধ্যে 𝐌𝐁𝐁𝐒 শেষ করে 𝐔𝐒𝐀,𝐔𝐊,𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 এর মতো দেশে Settle হওয়া যায়।
🔘কোথায় পড়বেন? কিভাবে আসবেন? কি কি সুযোগ সুবিধা পাবেন? আজকে কথা বলবো তা নিয়ে.. Central Asia এর ছোট আর সুন্দর একটি দেশ কিরগিজস্থান, প্রায় ২৫-৩০ হাজার ভারতীয় ও পাকিস্তানি স্টুডেন্ট এখানে অধ্যয়নরত।পাশাপাশি মিশর,উজবেকিস্থান,তুর্কি,আজারবাইজান,তুর্কেমেনিয়া,রাশিয়া,আফগানিস্থান নেপাল সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা লেখাপড়া করছে।বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টদের কাছেও  সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে।
🟢কিরগিস্থানের পড়াতে আসার অন্যতম কিছু কারণ :
➡️কিরগিজস্থানের পড়ালেখার মান বেশ ভালো।ইউনিভার্সিটি গুলো BMDC, WHO,  ECFMG সহ  অন্যান্য আর্ন্তজাতিক স্বাস্থ্য সংস্থার  দ্বারা approved
➡️২৫ লাখ টাকা বাজেটের ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রায় ৫০ লাখ টাকা বাজেটের ইউনিভার্সিটি আছে।
➡️এককালীন টাকা পে করতে হয় না। সেমিস্টার বাই সেমিস্টার টাকা পরিশোধ করতে হয় বলে স্টুডেন্টদের উপর প্রেসার কম পরে।➡️ভিসার জন্য এম্বেসি ফেইস করতে হয় না, IELTS এরও প্রয়োজন নেই। 
➡️মুসলিম প্রধান দেশ হওয়ায় হালাল খাবার নিয়ে সমস্যা হয় না।
➡️বিশ্বের অন্য যেকোনো দেশ থেকে নারী  শিক্ষার্থীদের জন্য  কিরগিস্তান অনেক নিরাপদ।
➡️কিরগিস্তান থেকে MBBS পাশ করার পর  যেকোনো দেশের লাইসেন্স পরীক্ষা দিয়ে, ঐদেশে প্রক্টিস করার সুযোগ আছে। যেমন:- USA, UK AUS,CANADA, DENMARK, UAE ইত্যাদি। 
💠আবেদনের নিয়ম:
✅প্রতি বছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর ইনটেক এ স্টুডেন্টরা এডমিশন নেয়ার সুযোগ পায়। 
✅এডমিশনের জন্য  60% মার্ক বা ৩.৫ পয়েন্ট পেলেই আবেদন করতে পারবেন।
✅আবেদন করতে SSC, HSC এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট ও ১ কপি White background PP size ছবি প্রয়োজন হয়।
✅আবেদন করার ৩-৫ কর্মদিবসের মধ্যে অফার লেটার পেয়ে যাবেন এরপর ভিসা ফি (200$)ও পাসপোর্ট এর স্ক্যান কপি জমা দিয়ে ভিসার আবেদন করতে হবে এবং ৫-৭ কর্মদিবসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। 
✅স্টুডেন্ট সরাসরি কিরগিজস্থানে চলে আসতে পারে, কিরগিস্থানে এসে এডমিশন ফি, টিউশন ফি সহ যাবতীয় সকল খরচ নিজ হাতে পরিশোধ করতে পারবেন। 
✅২০২৫ সালের ফেব্রুয়ারি সেশনের এডমিশন শুরু হয়ে গেছে। আবেদন করতে বা এডমিশন সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন ইনবক্সে।
☎️WhatsApp- +996557107746