
18/02/2025
#নিউট্রিক্স_এনিমেল_হেলথ_লিঃ_প্রোডাক্ট_পরিচিতিঃ
একুয়াকালচার মেডিসিন এবং ফিড এডিটিভস এর বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউট্রিক্স এনিমেল হেলথ লিঃ যা ২০১৫ সাল হতে মৎস্য অধিদপ্তর হতে লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে। যাত্রার শুরু থেকে প্রোডাক্ট এর বইচিত্র এবং প্রিমিয়াম কোয়ালিটি ধরে রাখার কারনেই আমরা আজ বাংলাদেশের প্রায় ১৬ টি জেলায় আমাদের ব্যাবসা সম্প্রসারণ করতে সক্ষম হতে পেরেছি। বিভিন্ন জেলার মৎস্য ফিড এবং মেডিসিন ডিলার দের সহযোগিতায় এবং খামারী ভাইদের ভালবাসায় আমরা এগিয়ে যাচ্ছি সামনের পথে। আরও উন্নতমানের এবং কোয়ালিটিফুল ফিস মেডিসিন প্রোডাক্ট খুব শীঘ্রই আমাদের প্রডাক্ট লাইনে আমরা নিয়ে আস্তে যাচ্ছি।
#হটলাইনঃ ০১৭২২-৪১৩১৬৬ (প্রোডাক্ট অথবা বিস্তারিত জানতে চাইলে)