Imran Physiotherapy

Imran Physiotherapy We provide physiotherapy medical services. Such as back pain, neck pain, stroke, paralysis, knee pain

05/06/2025
Today Imran Physiotherapy evening Therapy session
23/05/2025

Today Imran Physiotherapy evening Therapy session

23/05/2025
20/05/2025

**"স্ট্রোকের পর শরীরের দুর্বলতা কাটছে না?**
সঠিক সময়ে ফিজিওথেরাপি না করালে পক্ষাঘাত স্থায়ী হয়ে যেতে পারে।
আমাদের ফিজিওথেরাপি ক্লিনিকে রয়েছে বিশেষজ্ঞ সেবা ও আধুনিক যন্ত্রপাতি।

18/05/2025

প্রচলিত ভুল ধারণা:

* “ফিজিওথেরাপি করলে ব্যথা বেড়ে যাবে”
* “শুধু ওষুধই যথেষ্ট”
* “এই বয়সে আর লাভ নেই”
* “স্ট্রোকের পর উন্নতি সম্ভব না”

14/05/2025

সুফিয়া স্বর্ণা
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি
সেস্ট মেডিক্যাল ফ্যাকাল্টি
ফিজিওথেরাপি প্রদানের সময় বিকাল ০৩ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত
চেম্বার ইমরান ফিজিওথেরাপি , হাসপাতাল রোড, শেরপুর, বগুড়া

Send a message to learn more

বিষয়ঃ দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী নির্দেশনা প্রতিপালন প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের আলোকে জ...
14/05/2025

বিষয়ঃ দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী নির্দেশনা প্রতিপালন প্রসঙ্গে।
উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিম্নোক্ত জরুরী নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।
১। দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ, বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
২। হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরিধান করুন।
৩। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন।
৪। সম্ভব হলে একাধিক বার গোসল করুন।
৫। অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৬। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাড় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বৃদ্ধি করুন।
৭। গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
৮। গরমে যেসকল ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেমনঃ
ক) শিশু ও গর্ভবতী মা
খ) বয়স্ক ব্যক্তি
গ) প্রতিবন্ধী ব্যক্তি
ঘ) শ্রমজীবী ব্যক্তি, যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর
ঙ) স্থূলকায় ব্যক্তি
চ) শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষ ভাবে সাবধান থাকবেন।
৯। প্রয়োজনে "স্বাস্থ্য বাতায়ন”- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

আপনার সমস্যা নিয়ে বিস্তারিত জানতে আমাদের কল করুন: ০১৭১৬৯২৬৪৭৮ বা ফেসবুকে মেজেস করুন।
11/05/2025

আপনার সমস্যা নিয়ে বিস্তারিত জানতে আমাদের কল করুন: ০১৭১৬৯২৬৪৭৮ বা ফেসবুকে মেজেস করুন।

Address

হাসপাতাল রোড, গোরস্তানের মেইন গেটের বিপরীতে, খেজুরতলা, Sherpur, Bogra
Bogura
5840

Telephone

+8801760545009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Physiotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Imran Physiotherapy:

Share