
11/06/2025
আপনি জানেন কি?
বাংলাদেশে প্রতিবছর রোটাভাইরাল ডায়রিয়ার কারণে প্রায় ১০,০০০ শিশুর মৃত্যু হয়।
রোটাভাইরাল ডায়রিয়া বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
৬ মাস থেকে ২ বছর বয়সী শিশু এ রোগে বেশি আক্রান্ত হয় এবং জন্মের পর প্রথম ৩ বছরের মধ্যে সকল শিশু কমপক্ষে ১ বার এ রোগে আক্রান্ত হয়।
কিভাবে শিশুরা রোটাভাইরাস এ আক্রান্ত হয়?
১. রোটাভাইরাস প্রধানত মুখ গহ্বর দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে।
২. সাধারণত সংক্রমিত পানি, খাবার, খেলনা, এমনকি বিভিন্ন আসবাবপত্র থেকেও এই রোগের জীবাণু ছড়াতে পারে।
রোটাভাইরাল ডায়রিয়া কিভাবে প্রতিরোধ করা সম্ভব?
১. পরিষ্কার পরিচ্ছন্ন জীবন-যাপন, আপনার শিশু যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
২. শিশু যে সমস্ত খেলনা নিয়ে খেলা করে, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আপনার হাত, এমনকি খাবার তৈরী করার স্থান সবসময় পরিষ্কার রাখা।
৩. স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।
৪. শিশুকে রোটাভাইরাস টিকা খাওয়ানো।
আপনার বাচ্চাকে জন্মের ৪২ দিনের পর থেকে ১ বছরের মধ্যে রোটাভারাসের টিকা সম্পূর্ণ করুন।
বিস্তারিত জানতে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন অথবা চিকিৎকের পরামর্শ নিন।
ঠিকানাঃ
আল-শিফা ভ্যাকসিন সেন্টার
৩১ পান্থনীড়, কুমারশীল মোড়, ব্রাহ্মণবাড়িয়া
হেল্পলাইনঃ ০১৭৮০০০৬৬৪৪
জনসচেতনতায়
আল-শিফা ভ্যাকসিন সেন্টার