Jamuna Hospital & Diagnostic Center

  • Home
  • Jamuna Hospital & Diagnostic Center

Jamuna Hospital & Diagnostic Center ব্রাহ্মণবাড়িয়ার একটি অত্যাধুনিক হাসপাতাল।

একই মাসে দুইবার মা! বিরল শারীরিক অবস্থার কারণেই অসম্ভবকে সম্ভব করেছিলেন আরিফা সুলতানা!ঘটনাটি ২০১৯ সালের। যশোরের ২০ বছর ব...
05/08/2025

একই মাসে দুইবার মা! বিরল শারীরিক অবস্থার কারণেই অসম্ভবকে সম্ভব করেছিলেন আরিফা সুলতানা!

ঘটনাটি ২০১৯ সালের। যশোরের ২০ বছর বয়সী তরুণী আরিফা সুলতানা এমন এক বিরল চিকিৎসাজনিত ঘটনায় পড়েন, যা শুধু দেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

সবকিছু স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। ফেব্রুয়ারি মাসে তিনি জন্ম দেন একটি পুত্রসন্তানের। সন্তান জন্মের পর সবাই ভেবেছিল মা ও নবজাতক এখন বিশ্রামে যাবেন এক প্রশান্ত সময়ে। কিন্তু ২৬ দিন পেরোতেই আচমকা শুরু হয় তীব্র পেটব্যথা—আরও একবার প্রসববেদনা। পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে এমন এক সত্য জানতে পারেন, যা কেউ কল্পনাও করতে পারেননি—আরিফা আবারও মা হতে যাচ্ছেন! এবং এবার যমজ সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে।

চিকিৎসকরা জানান, আরিফার শরীরে ছিল একটি 'দ্বৈত জরায়ু', যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় "Uterus Didelphys"—একটি অত্যন্ত বিরল শারীরবৃত্তিক অবস্থা। এই অবস্থায় নারীর শরীরে দুটি আলাদা জরায়ু গঠিত হয়। পরিসংখ্যান বলছে, প্রতি ২,০০০ জন নারীর মধ্যে একজনের এমন জরায়ু থাকতে পারে। কিন্তু উভয় জরায়ুতে একই সময়ে গর্ভধারণের ঘটনা ঘটে প্রায় ২৫,০০০ জনে একজনের ক্ষেত্রে।

আরিফা কখনো গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাফি করাননি, ফলে প্রথম সন্তানের জন্মের সময় দ্বিতীয় গর্ভের অস্তিত্ব জানা সম্ভব হয়নি। যখন দ্বিতীয়বার প্রসবব্যথা শুরু হয়, তখনই ধরা পড়ে দ্বিতীয় জরায়ুতে গর্ভধারণের বিষয়টি। এরপর সফল সিজারিয়ানের মাধ্যমে যমজ সন্তানের জন্ম হয়—কোনো জটিলতা ছাড়াই।

এই ঘটনা শুধু চিকিৎসাবিদ্যার চোখে বিস্ময়কর নয়, বরং এক প্রাকৃতিক অলৌকিকতার নিদর্শনও বটে। একই নারীর শরীরে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে, দুটি আলাদা জরায়ু থেকে জন্ম নেয় তিনটি শিশু—এমন ঘটনা বিশ্বজুড়েই হাতে গোনা কয়েকটির মধ্যে একটি।

চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। কিন্তু ভাগ্যক্রমে মা ও তিন শিশুই সম্পূর্ণ সুস্থ ছিলেন।

এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, নারীর শরীর এক অভাবনীয় জটিলতা ও সম্ভাবনার আধার। আরিফা সুলতানার ঘটনাটি আজও চিকিৎসাশাস্ত্রে এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে রয়েছে।

- সাইকোলজিক্যাল পাওয়ার

২২০০ বছর আগে মা/'রা গেলেও তার ত্বক এতটাই নরম যে স্পর্শ করা যায়, চোখের পাপড়ি আর চুলও রয়েছে আগের মতোই। এমনকি ১৯৭১ সালে যখন...
04/08/2025

২২০০ বছর আগে মা/'রা গেলেও তার ত্বক এতটাই নরম যে স্পর্শ করা যায়, চোখের পাপড়ি আর চুলও রয়েছে আগের মতোই। এমনকি ১৯৭১ সালে যখন তাকে আবিষ্কার করা হয়, তখন তার শিরায় তরল রক্তও পাওয়া গিয়েছিল!
ইনি হলেন চীনের হান সাম্রাজ্যের অভিজাত নারী জিন ঝুই (Xin Zhui), যিনি ‘লেডি ডাই’ নামে বেশি পরিচিত। তাকে ইতিহাসের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মমি বলে মনে করা হয়। মিশরের মমিগুলোর মতো শুকিয়ে কাঠ হয়ে যাওয়া নয়, লেডি ডাইয়ের শরীর ছিল আশ্চর্য রকম জীবন্ত।
বিজ্ঞানীরা মনে করেন, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে:
১. বায়ুরোধী সমাধি: তাকে প্রায় ৪০ ফুট মাটির নিচে “চারটি কফিনের একটির ভেতর আরেকটিকে” রেখে সম্পূর্ণ ‘বায়ুরোধী’ করে স/মা/ধিস্থ করা হয়েছিল।
২. রহস্যময় তরল: তার ক/ফি/ন এক প্রকার অজানা, হালকা অম্লীয় (acidic) তরলে পূর্ণ ছিল, যা ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। এই তরলটি ঠিক কী ছিল, তা আজও গবেষকদের কাছে রহস্য।
৩. বিশেষ প্রক্রিয়া: চারকোল এবং সাদা মাটি দিয়ে সমা/ধিক্ষেত্রটি এমনভাবে সিল করা হয়েছিল, যাতে ভেতরে কোনো পানি বা বাতাস ঢুকতে না পারে এবং তাপমাত্রা স্থিতিশীল থাকে।
মৃ/ত্যু/র কারণ:
সবচেয়ে অবাক করা বিষয় হলো, তার শরীর এতটাই ভালো অবস্থায় ছিল যে বিজ্ঞানীরা রীতিমতো ম/য়না তদন্ত করতে সক্ষম হন। অটোপসি করে জানা যায়, লেডি ডাই অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, এবং ধমনী ব্লকসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার
মৃ/ত্যু/র কারণ ছিল হৃদরোগ বা হার্ট অ্যাটাক। পাকস্থলীতে পাওয়া তরমুজের বীজ থেকে ধারণা করা হয়, মৃ/ত্যু/র কিছুক্ষণ আগেই তিনি তরমুজ খেয়েছিলেন।
লেডি ডাইয়ের এই মমি প্রাচীন চীনের বিলাসবহুল জীবনযাত্রা এবং সংরক্ষণ পদ্ধতির এক অবিশ্বাস্য নিদর্শন, যা আধুনিক বিজ্ঞানকেও আজও ভাবিয়ে চলেছে।
অনুবাদ: AH Abubakkar Siddique 🔔🔔

04/08/2025
আল্লাহু আকবার , আল্লাহু আকবার 💙😭😭গাইবান্ধার রাবেয়া ক্লিনিক এর ঘটনা। চলুন একটু মেডিকেল সায়েন্স অনুসারে আলোচনা করা যাক।CYC...
04/08/2025

আল্লাহু আকবার , আল্লাহু আকবার
💙😭😭গাইবান্ধার রাবেয়া ক্লিনিক এর ঘটনা। চলুন একটু মেডিকেল সায়েন্স অনুসারে আলোচনা করা যাক।
CYCLOPIA:
একটা রেয়ার কনজেনিটাল ডিসঅর্ডার।
প্রতি ১ লক্ষ বাচ্চার মধ্যে ১ জনের হয়।
এটি একটি অত্যন্ত বিরল জন্মগত বিকৃতি। এই অবস্থায় শিশুর মুখের মাঝখানে শুধু একটি চোখ বা আংশিকভাবে যুক্ত দুই চোখ দেখা যায়। সাধারণত নাক অনুপস্থিত থাকে বা চোখের উপরের দিকে একটি ছোট নাকের মতো গঠন দেখা যায়।
গ্রিক মিথোলজিতে CYCLOPS নামের এক দৈত্যের নামানুসারে এই রোগের নাম CYCLOPIA রাখা হয়।
Cyclops (গ্রিক) শব্দের অর্থ হলো "একচোখা"।
গ্রিক kyklos (বৃত্ত) + ops (চোখ)। এরা ছিল বিশাল আকারের, শক্তিশালী দৈত্য যারা কপালের মাঝখানে একটি চোখ নিয়ে জন্মায়।
কারণ:
গর্ভের ভ্রূণের মস্তিষ্কের সামনের অংশ (forebrain) স্বাভাবিকভাবে দুই ভাগে বিভক্ত হওয়ার কথা। কিন্তু সাইক্লোপিয়ার ক্ষেত্রে সেই বিভাজন হয় না। ফলে মস্তিষ্কের গঠন এবং মুখের গঠন বিকৃত হয়ে যায়। এই সমস্যার সঙ্গে যুক্ত রোগটিকে বলে হলোপ্রোসেনসেফালি।
Holoprosencephaly: Prosencephalon-এর বিভাজন ব্যর্থ। ফলাফল একটিমাত্র cerebral hemisphere।
Facial midline structure (nose, upper lip) সঠিকভাবে বিকশিত হয় না। প্রায়শই নাক অনুপস্থিত থাকে বা proboscis (শুঁড়ের মতো ) চোখের উপরে দেখা যায়।
মানুষে বিরল হলেও ভেড়া, ছাগল, মহিষে এটা দেখা যায়।😭😭😭😭

ইগলস সিনড্রোম হলো স্টাইলয়েড প্রসেস নামক হাড়ের অস্বাভাবিক লম্বা হওয়া বা স্টাইলোহাইওয়েড লিগামেন্টে ক্যালসিয়াম জমে যাওয়ার ...
02/08/2025

ইগলস সিনড্রোম হলো স্টাইলয়েড প্রসেস নামক হাড়ের অস্বাভাবিক লম্বা হওয়া বা স্টাইলোহাইওয়েড লিগামেন্টে ক্যালসিয়াম জমে যাওয়ার ফলে সৃষ্ট সমস্যা। এটি ঘাড়, গলা, চোয়াল ও কানে ব্যথা সৃষ্টি করে এবং অনেক সময় মাথাব্যথাও দেখা দেয়।

মুখে হিজাব পিন রেখে হিজাব পিন ব্যবহারে সতর্কতাঃগতকাল বিকেলে কুমিল্লা থেকে একটা ১৩ বছরের একটা  মেয়ে হিজাব পিন খেয়ে আমার চ...
30/07/2025

মুখে হিজাব পিন রেখে হিজাব পিন ব্যবহারে সতর্কতাঃ
গতকাল বিকেলে কুমিল্লা থেকে একটা ১৩ বছরের একটা মেয়ে হিজাব পিন খেয়ে আমার চেম্বারে আসে। প্রচন্ড পেটের ব্যথা হচ্ছিল। যেহেতু হিজাব পিনের একপাশ মারাত্মক তীক্ষ্ণ তাই খাদ্য নালীর যেখান দিয়ে যাচ্ছিল ঐখানে ইনজুরি হচ্ছিল তাতে প্রচন্ড পেটের ব্যথা হচ্ছিল।
জিজ্ঞেস করে জানতে পারলাম মেয়েটি মুখে হিজাব পিন রেখে চুল বাধতে ছিল তখন অন্য বাচ্চা দুষ্টমি করে ধাক্কা দেয় আর পিনটি মুখে ঢুকে যায়।
আমরা x ray করে দেখলাম পিনটি terminal ileum বা cecum এর আশপাশে থাকতে পারে। আমরা প্রথমে bowel preparation ও E***a দিলাম কিন্তু পিনটি বের হলোনা এবং একই যায়গায় আটকে ছিল। মেয়েটির ও খুব পেটে ব্যথা হচ্ছিল। তাই আমরা কোলোনোস্কপি করে বের করার সিদ্ধান্ত নেই।
আলহামদুলিল্লাহ ১ঘন্টার প্রচেষ্টায় কোলোনোস্কপি করে cecum আটকে থাকা হিজাব পিনটি বের করি। আলহামদুলিল্লাহ মেয়েটি এখন অনেকটা উপসর্গ মুক্ত।
ডাঃকামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও বিআরবি হসপিটাল

সতর্কতা মূলক পোস্টঃ৪ বছরের বাচ্চা ২০দিন আগে বাটন ব্যাটারী গিলে ফেলে যা গলায় আটকে গেলে  ৮ ঘন্টা পরে বের করা হয়।বাচ্চাটির ...
29/07/2025

সতর্কতা মূলক পোস্টঃ
৪ বছরের বাচ্চা ২০দিন আগে বাটন ব্যাটারী গিলে ফেলে যা গলায় আটকে গেলে ৮ ঘন্টা পরে বের করা হয়।বাচ্চাটির বমি বেড়ে গেলে ২০দিন পরে আমরা এন্ডোসকপি ও cotrast swallow x ray করি।এখানে দেখা যাচ্ছে বাচ্চাটির বুকের খাদ্য নালী (lower end of esophagus) পুরো পুরি বন্ধ হয়ে গেছে ওনেকটা ডাইলেট (ফুলে)হয়ে গেছে যার মধ্যে দিয়ে তরল কোন খাবার পর্যন্ত পাকস্থলীতে যায় না।এ অবস্থায় বাচ্চাটিকে একটা সাময়িক অপারেশন করে বাহির থেকে পাকস্থলীতে টিউব(Feeding gastrotomy) দিয়ে খাবার দিতে হবে।তার ২থেকে ৩মাস পর Thoracic surgeon দিয়ে যদি সম্ভব হয় কারেকটিভ সার্জারী করতে হবে যা অনেকটা জটিল অপারেশন যা এদেশে সম্ভব করে কিনা জানিনা।
"তাই আসুন আমরা সবাই সবার অবস্থান হতে সচেতন হই, অন্যকে সচেতন করি,
বাচ্চাদের থেকে সব ধরনের ব্যাটারীসহ অন্যান্য সুক্ষ জিনিস থেকে দূরে রাখি"
ডাঃকামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও বিআরবি হসপিটাল

একবার হলেও পড়েন াক্তারকে_ডাক্তারি_করতে_দিন______;"মা-বাবা বুঝিতে পারোনি আর ৮-১০ টা বাচ্চার মত ছিলাম না আমি,গলায় নাড়ি ...
29/07/2025

একবার হলেও পড়েন
াক্তারকে_ডাক্তারি_করতে_দিন______;

"মা-বাবা বুঝিতে পারোনি আর ৮-১০ টা বাচ্চার মত ছিলাম না আমি,গলায় নাড়ি পেচিয়ে গিয়েছে, ছটফট করছিলাম,বুঝোনি??

আমাকে বাচাতে সিজারের বিকল্প ছিলোনা,কি ডাক্তার টাকা পয়সা নষ্ট করাচ্ছে?নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা আর অপেক্ষা করেই গেলা।সরকারি হাসপাতালে হাজার টাকাতেই সব হয়ে যায়।মা হাজার টাকা কি অনেক বেশি?

সময় পার হয়ে যায় । মা নিচ দিয়ে বের হওয়া সম্ভব ছিলনা,অযথা টানাটানি করলা,গলার ফাস আরো গেথে গেছে,কষ্ট পাইনি মা একদমো,কারণ মরে গিয়েছি অনেক আগেই।"

অবশ্য সাধারণ মানুষ আর মিডিয়ার কাছে সিজার মানে ডাক্তারদের সব ইনকামের ধান্দা!!!

াক্তারি_পেশা_ডাক্তারকেই_মানায়_
্যরা_এটার_প্রয়োগ_করলে_
্ষতি_ছাড়া_লাভ_হয়_না_____

Courtesy: Md. Sobuj Sarder

মাছের মাথা খেলে কি হয় জানেন কী?১। মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়।২। চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়।৩। হার্ট সুস্থ ও সবল হয়।...
29/07/2025

মাছের মাথা খেলে কি হয় জানেন কী?

১। মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়।
২। চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়।
৩। হার্ট সুস্থ ও সবল হয়।
৪। মানসিক অবসাদ দূর হয়।
৫। রাতের ঘুম গভীর হয়।
৬। মাছের মাথা পুরুষের শক্তি বাড়ায়।
৭। আর্থ্রাইটিসের সমস্যা দূর হয়।

মায়ের একটি সাধারণ চুমু কেবল আদরের প্রকাশ নয়, এটি মা ও শিশুর মধ্যে এক গভীর বৈজ্ঞানিক এবং বিস্ময়কর সংযোগ তৈরি করে।মায়ের মস...
29/07/2025

মায়ের একটি সাধারণ চুমু কেবল আদরের প্রকাশ নয়, এটি মা ও শিশুর মধ্যে এক গভীর বৈজ্ঞানিক এবং বিস্ময়কর সংযোগ তৈরি করে।

মায়ের মস্তিষ্কে যা ঘটে:
যখন একজন মা তার সন্তানকে চুমু খান, তখন তার মস্তিষ্কের প্লেজার সার্কিট (ডোপামিনার্জিক সিস্টেম) সক্রিয় হয়, যা তাকে আনন্দ এবং পুরস্কার পাওয়ার অনুভূতি দেয়। একই সাথে অক্সিটোসিন, যা “ভালোবাসার হরমোন” নামে পরিচিত, নিঃসৃত হতে থাকে। এই হরমোন মায়ের মনে সন্তানের প্রতি সুরক্ষা এবং মানসিক বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে।

শিশুর মস্তিষ্কে যা ঘটে:
মায়ের স্পর্শ ও চুমু শিশুর কর্টিসল (Cortisol) নামক স্ট্রেস বা মানসিক চাপের হরমোনকে কমিয়ে দেয়। ফলে শিশু শান্ত, নিরাপদ এবং সুরক্ষিত বোধ করে।

এই ছোট ছোট স্নেহের মুহূর্তগুলো কেবল অনুভূতি নয়; এগুলো আক্ষরিক অর্থেই শিশুর মস্তিষ্ককে নতুন করে গঠন করে এবং তার মানসিক বিকাশের ভিত্তি তৈরি করে দেয়। ভবিষ্যতে তার বিশ্বাস, আত্মবিশ্বাস এবং ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা এই মুহূর্তগুলোতেই জন্মায়।

সুতরাং, একটি আন্তরিক চুমু শুধু একটি সাধারণ ভঙ্গি নয়। এটি একই সাথে জীববিজ্ঞান, স্নেহ এবং মানসিক ওষুধ যা আমাদের অস্তিত্বের গভীরে খোদাই হয়ে থাকে।

সংগৃহীত

**এটাই হওয়া উচিত একটি নাভিরজ্জুর আসল চেহারা।**সাদা। নরম। স্বচ্ছ।কারণ এর কাজ শেষ।নাভিরজ্জুর রক্তের শেষ বিন্দুটিও শিশুর শ...
28/07/2025

**এটাই হওয়া উচিত একটি নাভিরজ্জুর আসল চেহারা।**

সাদা। নরম। স্বচ্ছ।
কারণ এর কাজ শেষ।
নাভিরজ্জুর রক্তের শেষ বিন্দুটিও শিশুর শরীরে পৌঁছে গেছে — যেমনটা প্রকৃতির পরিকল্পনা ছিল।

**কিন্তু সাধারণত তা হয় না।**

বেশিরভাগ হাসপাতালে নাভিরজ্জু জন্মের কয়েক সেকেন্ডের মধ্যেই চেপে কেটে ফেলা হয়।
শিশু কাঁদে, টিম দ্রুত কাজ করে, আর বাবা-মাকে বলা হয়, "এটাই রুটিন।"
কেউ থেমে প্রশ্ন করে না...
**ওই নাভিরজ্জুতে কী ছিল?
আর সেটা কোথায় গেল?**

**চলুন একটু বিশ্লেষণ করি:**

নাভির রক্ত অতিরিক্ত কিছু নয়।
এটি বোঝাই থাকে:

🩸 আপনার শিশুর মোট রক্তের এক-তৃতীয়াংশ পর্যন্ত
🧠 মস্তিষ্ক সুরক্ষার জন্য প্রয়োজনীয় অক্সিজেন
🛡️ সংক্রমণ প্রতিরোধে রোগপ্রতিরোধক কোষ
💪 রক্তাল্পতা প্রতিরোধে লৌহ
💉 কলা, অঙ্গ এবং রোগপ্রতিরোধ ব্যবস্থা গঠনে স্টেম সেল

**এটা কোনো আবর্জনা নয়।
এটা এক ধরনের জৈবিক ধনভাণ্ডার।**

তাহলে নিজেকে জিজ্ঞেস করুন…
**কেন এত তাড়াতাড়ি এটি কাটা হয়?
কেন আমাদের বলা হয় জন্মের পর এই রজ্জুটির আর কোনো মূল্য নেই — যখন শিশু এখনো পুরোপুরি তার প্রাপ্যটা পায়নি?**

এবং সত্যটা আরও গভীর:

💰 এই নাভির রক্ত বাজারে হাজার হাজার টাকার মূল্যবান
💰 প্ল্যাসেন্টা বিক্রি হয় স্টেম সেল গবেষণা, ভ্যাকসিন তৈরি, ত্বকের যত্ন, প্রসাধনী এবং বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য
💰 পুরো বায়োটেক শিল্প গড়ে উঠেছে এই মিথ্যার উপর যে আপনার শিশুর "বর্জ্য" নাকি অপ্রয়োজনীয়

**কিন্তু বাবা-মা?**
তারা থাকে অন্ধকারে।

তাদের বলা হয়, "কোনো ব্যাপার না।"
বলা হয়, "ফেলে দেওয়া হয়।"
আর পর্দার আড়ালে কেউ একজন সেই রক্ত থেকে লাভবান হয়।

**এই ব্যবস্থা নষ্ট নয়।
এটি এমনভাবেই গড়ে তোলা হয়েছে।**

**কিন্তু এই ছবিটি দেখায় কী হয়, যখন আপনি ‘না’ বলেন।
যখন আপনি অপেক্ষা করেন।
যখন জন্ম হতে দেন প্রকৃতির নিয়মে।
যখন শিশু পায় তার পূর্ণ রক্ত। তার সুরক্ষা। তার শক্তি।**

**এই ধরনের ছবি অনেককে অস্বস্তিতে ফেলে —
কারণ এটা তুলে ধরে এমন কিছু, যা বেশিরভাগ মানুষ কখনো প্রশ্নই করেনি।**

**কিন্তু একবার আপনি এটা দেখে ফেললে…
আর না দেখার ভান করতে পারবেন না।**

**দেখুন। বুঝুন। জাগুন।**

---
সংগৃহীত গুগল

Address

Kumarshilmur, Near Of Modina Mosjid, Brahmanbaria

3400

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jamuna Hospital & Diagnostic Center:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share