
12/09/2025
🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ।
ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্ছে,শুধুমাত্র নানী- দাদীর সামান্য ভুলের জন্য।
২ জন পরামর্শ করে ১০ দিনের শিশুর স্তন হতে দুধ বাহির করতে স্তনে টিপে চেষ্টা করেন।
ফলাফল:
শিশুর স্তনে ইনফেকশন হয়ে পুজ- পানি (Breast Abscess) হয়ে যায়। এখন সার্জারী করে ঠিক করতে হবে। মেডিকেল কলেজের শিশু সার্জারী ডিপার্টমেন্টে পাঠিয়েছি।
আমার প্রতিটি শিশু রোগীর মাকে বলে দেয়, আপনার শিশুর ভাল- মন্দ আপনাকেই বুঝতে হবে। নানি- দাদির পরামর্শ নিবের তবে যা আপনার কাছে যুক্তিসংগত মনে হয়।
আমাদের সমাজটায় যে কেমন, সন্তান খারাপ হলে সব দোষ মায়ের আর ভাল হলে সবকিছু বাবা,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কৃতিত্ব।
নবজাতকের স্তন অল্প বড় (Neonatal Mastauxe) হওয়া স্বাভাবিক। যা নিজে নিজেই ভাল হয়ে যায়।
মায়ের হরমোন (ইস্ট্রোজেন ও প্রোল্যাকটিন) → নবজাতকের স্তনগ্রন্থি বৃদ্ধি জন্য দ্বায়ী।
কিভাবে বুঝবেন?
উভয় পাশে ছোট, শক্ত, বেদনাহীন স্তন উঁচু,মাঝে মাঝে হালকা দুধের স্রাব (“witch’s milk”) বাহির হতে পারে।
চিকিৎসা:
* সাধারণত চিকিৎসার দরকার হয় না। নিজে নিজেই ভাল হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়।
* কোন ভাবেই স্তনে ম্যাসেজ করে বা টিপে দুধ বাহির করতে যাবেন না প্লিস। এতে স্তনে ইনফেকশন হয়ে যেতে পারে, যা ছবিতে দেখতে পাচ্ছেন।
Dr.Ashraful Amin Chowdhury
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
এবং শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ
শিশু স্বাস্থ্য সম্পর্কিত যেকোন পরামর্শ পেতে পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।