Jamuna Hospital & Diagnostic Center

Jamuna Hospital & Diagnostic Center ব্রাহ্মণবাড়িয়ার একটি অত্যাধুনিক হাসপাতাল।

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ। ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্...
12/09/2025

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ।

ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্ছে,শুধুমাত্র নানী- দাদীর সামান্য ভুলের জন্য।

২ জন পরামর্শ করে ১০ দিনের শিশুর স্তন হতে দুধ বাহির করতে স্তনে টিপে চেষ্টা করেন।

ফলাফল:

শিশুর স্তনে ইনফেকশন হয়ে পুজ- পানি (Breast Abscess) হয়ে যায়। এখন সার্জারী করে ঠিক করতে হবে। মেডিকেল কলেজের শিশু সার্জারী ডিপার্টমেন্টে পাঠিয়েছি।

আমার প্রতিটি শিশু রোগীর মাকে বলে দেয়, আপনার শিশুর ভাল- মন্দ আপনাকেই বুঝতে হবে। নানি- দাদির পরামর্শ নিবের তবে যা আপনার কাছে যুক্তিসংগত মনে হয়।

আমাদের সমাজটায় যে কেমন, সন্তান খারাপ হলে সব দোষ মায়ের আর ভাল হলে সবকিছু বাবা,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কৃতিত্ব।

নবজাতকের স্তন অল্প বড় (Neonatal Mastauxe) হওয়া স্বাভাবিক। যা নিজে নিজেই ভাল হয়ে যায়।

মায়ের হরমোন (ইস্ট্রোজেন ও প্রোল্যাকটিন) → নবজাতকের স্তনগ্রন্থি বৃদ্ধি জন্য দ্বায়ী।

কিভাবে বুঝবেন?

উভয় পাশে ছোট, শক্ত, বেদনাহীন স্তন উঁচু,মাঝে মাঝে হালকা দুধের স্রাব (“witch’s milk”) বাহির হতে পারে।

চিকিৎসা:

* সাধারণত চিকিৎসার দরকার হয় না। নিজে নিজেই ভাল হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়।

* কোন ভাবেই স্তনে ম্যাসেজ করে বা টিপে দুধ বাহির করতে যাবেন না প্লিস। এতে স্তনে ইনফেকশন হয়ে যেতে পারে, যা ছবিতে দেখতে পাচ্ছেন।

Dr.Ashraful Amin Chowdhury
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
এবং শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ

শিশু স্বাস্থ্য সম্পর্কিত যেকোন পরামর্শ পেতে পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।

11/09/2025

আগামীকাল শুক্রবার ঢাকা থেকে ডাক্তার আসবেন যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।

ক্যানসারের প্রতিষেধক তৈরি করে ফেলল রাশিয়া? ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সফল 'এন্টেরোমিক্স' টিকা! মারণরোগ থেকে এবার মুক্তি?
08/09/2025

ক্যানসারের প্রতিষেধক তৈরি করে ফেলল রাশিয়া? ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সফল 'এন্টেরোমিক্স' টিকা! মারণরোগ থেকে এবার মুক্তি?

যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা
06/09/2025

যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা

ফিটকিরি স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ এবং গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই ফিটকিরির ব্যবহার আপনাকে দিতে পারে চমকপ্রদ ফলাফল। ন...
03/09/2025

ফিটকিরি স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ এবং গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই ফিটকিরির ব্যবহার আপনাকে দিতে পারে চমকপ্রদ ফলাফল। নিচে ফিটকিরির বহুমুখী উপকারিতা তুলে ধরা হলো:

ত্বক ও সৌন্দর্যচর্চায়
ফিটকিরি গুড়ো + গোলাপজল = ব্রণ দূর করে।
গোসলের পানিতে ফিটকিরি মেশালে ত্বক হয় মসৃণ।
ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।
ত্বকের জ্বালাপোড়া হলে আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।
দাড়ি কামানোর পর জীবাণুনাশক হিসেবে ভেজা ফিটকিরি মুখে ঘষুন।

চর্মরোগ ও ক্ষতচিকিৎসায়-
চুলকানি হলে ফিটকিরি পানি দিয়ে ধুলে উপশম হয়।
ছোট কাটা-ছেঁড়ায় ভেজা ফিটকিরি সরাসরি লাগালে দ্রুত সারে।
ফোড়া হলে গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।
চুলকানিযুক্ত চর্মরোগে ফিটকিরি পানি দিয়ে ধুলে উপকার।
পায়ের ফাঙ্গাস দূর করতে ফিটকিরি পানি দিয়ে ধুয়ে নিন।
পায়ের গোড়ালি ফাঁটলে ফিটকিরি ভেজানো পানিতে পা ডুবিয়ে তেল দিন।
গৃহপালিত পশুর ক্ষত সারাতে ফিটকিরি পানি ব্যবহার করুন।

জীবাণুনাশ ও পরিষ্কারে-
পানির জীবাণু নাশ করতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে দিন।
পানির ময়লা পরিষ্কার করতে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা তলায় জমে যায়।
কাপড়ের দুর্গন্ধ দূর করতে ধোয়ার পানিতে ফিটকিরি মেশান।
গোসলখানার দুর্গন্ধ কমাতে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।
জুতা দুর্গন্ধমুক্ত করতে রাতে ফিটকিরি গুড়ো ছিটিয়ে রাখুন।
বাথটবের পানি জীবাণুমুক্ত করতে গোসলের পানিতে ফিটকিরি দিন।
মাছ কাঁটার পর হাতের গন্ধ দূর করতে ফিটকিরি পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মুখগহ্বর ও দাঁতের যত্নে-
ফিটকিরি পানি দিয়ে কুলি করলে দাঁতের ব্যথা কমে।
মুখের দুর্গন্ধ দূর করতে গার্গল করুন।
মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করতে ফিটকিরি মেশানো পানি দিয়ে কুলি করুন।
হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করলে গলা ব্যথা ও কাশি উপশম হয়।

চুলের যত্নে-
ফিটকিরি মেশানো পানি দিয়ে মাথা ধুলে ফেললে চুল পড়া কমে।

নিয়মিতই বিশেষজ্ঞ ডাক্তার বসেন যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।সঠিক রোগ নির্ণয়ে চলে আসুন
28/08/2025

নিয়মিতই বিশেষজ্ঞ ডাক্তার বসেন যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
সঠিক রোগ নির্ণয়ে চলে আসুন

27/08/2025

যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা ক্ষেত্রে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান

ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন  ।মোঃ এনামুল খান  ৯ বছর পর 🇮🇹ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক করে ম...
27/08/2025

ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন ।
মোঃ এনামুল খান ৯ বছর পর 🇮🇹ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ।
কথা ছিল এসেই বিয়া করবেন। তা আর হলো না। মোঃ এনামুল খান
কিশোরগঞ্জের তাড়াইলের এলাকার স্থায়ী বাসিন্দা ।
আল্লাহর রব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুক । আমিন।

চিকিৎসা বিষয়ক যে কোনো তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন
26/08/2025

চিকিৎসা বিষয়ক যে কোনো তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন

We’ll take care of your health Our board-certified doctors with over a decade of experience handling a wide range of diseases and are qualified to serve our patients under proper […]

কি ভয়ংকর
26/08/2025

কি ভয়ংকর

পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোন কেন হয়, কারা বেশি ঝুঁকিতেপিত্তরসে প্রধানত পানি, কোলেস্টেরল, বিলিরুবিন ও অন্যান্য লবণ ...
25/08/2025

পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোন কেন হয়, কারা বেশি ঝুঁকিতে
পিত্তরসে প্রধানত পানি, কোলেস্টেরল, বিলিরুবিন ও অন্যান্য লবণ থাকে। যখন কোলেস্টেরল বা বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় অথবা পিত্তথলি সঠিকভাবে খালি না হয়, তখন পিত্তরস ঘন হয়ে জমাট বাঁধতে শুরু করে এবং পাথরের সৃষ্টি হয়।

গবেষণায় দেখা গেছে, পিত্তথলিতে পাথর পুরুষের চেয়ে নারীদের বেশি হয়। বিশেষ করে গর্ভবতী নারী, স্থূলকায় ব্যক্তি, ৪০ বা তদূর্ধ্ব বয়সী নারী ও পুরুষ, যাঁরা কম শারীরিক পরিশ্রম করেন বা দীর্ঘদিন না খেয়ে থাকেন, তাঁদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি।

24/08/2025

কে কে যমুনা হাসপাতালের সেবা নিলেন কমেন্ট করুন

Address

Kumarshilmur, Near Of Modina Mosjid, Brahmanbaria
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jamuna Hospital & Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram