আল-মদিনা ড্রাগ হাউজ (ফার্মেসী) এখানে সব ধরনের ঔষুধ পাইকারি ও খুচরা বিক্রিয় করা হয়।এছাড়াও দেশি -বিদেশী ঔষুধ পাওয়া যায়।
02/04/2023
04/06/2022
নরমাল অথবা সিজার যে ভাবেই প্রসব হোক না কেন শিশুকে পজিশন এবং এটাচমেন্ট সঠিক করে মায়ের দুধ খাওয়াতে পারবে জন্মের ১ঘন্টার মধ্য থেকেই। মায়ের প্রথম যে দুধ আসে তাকে শালদুধ বলে যা দেখতে হালকা হলুদাভ এবং আঠাল এবং পরিমাণে অনেক কম থাকে। জন্মের পরে শিশুর জন্য এই অল্প পরিমাণ মায়ের দুধই যথেষ্ঠ। এই সময় শিশুর পাকস্থলির আকার থাকে ছোট একটা মারবেলের মত আর এই সাইজের জন্য ১-১.৪ চা-চামচ পরিমান মায়ের দুধই যথেষ্ট। তাই বিভ্রান্ত হয়ে শিশুকে এসময় কোন গুড়াদুধ বা অন্য কিছু খাওয়ানো যাবে না। কারণ গুড়াদুধ সম্পূর্ণ জীবাণু মুক্ত নয়।
31/05/2022
আগমী ৪ থেকে ১০ জুন ২০২২ দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে।
06/08/2021
আল্লাহর রহমতে আমার ছোট একটি ফার্মেসী আছে। একদিন একজন অপরিচিত কাস্টমার আসল। আর বলল "Calbo D" ৩০টার পট আছে? আমি বললাম হ্যাঁ আছে। উনি বলল দাম কত? আমি বললাম ২১০টাকা। উনি একটু রেগেই আমাকে বলল ১৫০টাকা করে কয়টা নিবেন? আর কোন কথা না বলে চলে গেছে।
পরে একজনের কাছে শুনলাম কপি প্রোডাক্ট নাকি পাওয়া যায়। আল্লাহ আমাকে অইসব প্রোডাক্ট থেকে দূরে রাখুক।
আমাদের জনসাধারণের স্বাস্থ্য ঝুকি আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি। ১০%/৫% ডিসকাউন্ট দিতে দিতে এই অবস্থা হয়েছে। তাই ১০%/৫% পদ্ধতি বন্ধ না করতে পারলে জনগণ চরম স্বাস্থ্য ঝুকিতে পড়বে।
আমার কথায় যদি কোন ভূল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর আমাকে সঠিক পরামর্শ দিবেন। ধন্যবাদ
Be the first to know and let us send you an email when Al-madina drug hause pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.