Dr- K M Abdullah Al - Noman

Dr- K M Abdullah Al - Noman MBBS(DU)
FCPS Part-2 (INTERNAL MEDICINE)
MRCPUK Part-2 (EDINBURGH)
CCD(BIRDEM) Member American College Of Physician

30/05/2025
গাছ কাটার কড়াতে লেগে কব্জির উপরে কেটে সম্পূর্ণ হাত আলাদা হয়ে মাটিতে পড়ে যায়.....কুমিল্লা বরুড়া উপজেলা ধানুয়া বাজার হরিশপ...
12/05/2025

গাছ কাটার কড়াতে লেগে কব্জির উপরে কেটে সম্পূর্ণ হাত আলাদা হয়ে মাটিতে পড়ে যায়.....
কুমিল্লা বরুড়া উপজেলা ধানুয়া বাজার হরিশপুর এলাকার নুমান হোসেনের
হাত গাছ কাটার কড়াতে লেগে কব্জির উপরে কেটে সম্পূর্ণ আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। পরে এলাকাবাসী হাতটি পলিথিন পেছিয়ে রোগীসহ দ্রুত কুমিল্লা শহরে নিয়ে আসেন। ঢাকায় নিয়ে অপারেশন করাতে অনেক দেরি হয়ে যাবে ভেবে দ্রুত কুমিল্লার একদল চিকিৎসক কুমিল্লাতেই হাত পূনরায় রোগীর শরীরে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ ৪ঘন্টা অপারেশনের পর রোগীর হাত জোরা দেওয়া সম্ভব হয়। এখন রোগীর হাতে রক্তচলাচল স্বাভাবিক।একটু একটু হাত নাড়াতেও পারে,আলহামদুলিল্লাহ।
রোগী ও রোগীর স্বজনরা ডাক্তারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

ধন্যবাদ সহকারী অধ্যাপক ডা. কামরুল মামুন স্যার
প্লাস্টিক সার্জন, ময়নামতি মেডিকেল কলেজ, ডা.সাইফ মাহমুদ স্যার (অর্থোপেডিক্স বিশেষজ্ঞ) এবং উনাদের টিম এই অপারেশনটি করেন।

12/05/2025

তাপ-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার ব্যবস্থাপনা

- #হিট_ক্র্যাম্পস (Heat Cramps)

- লক্ষণ: বেদনাদায়ক পেশী সংকোচন, সাধারণত পা বা পেটে।
- #চিকিৎসা:
- রিহাইড্রেশন (ORS বা লবণ-চিনির পানি)।
- আক্রান্ত পেশী হালকা ম্যাসাজ ও স্ট্রেচিং।
- শীতল পরিবেশে বিশ্রাম।

- #হিট_এক্সহসশন (Heat Exhaustion)
- লক্ষণ: অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমি বমি ভাব, মাথাব্যথা, ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে ত্বক।

- #চিকিৎসা:
- দ্রুত শীতল স্থানে নিয়ে যাওয়া।
- হাইড্রেশন (ORS বা IV নরমাল স্যালাইন প্রয়োজনে)।
- কাপড় ভিজিয়ে শরীর ঠাণ্ডা করা।
- Vital signs মনিটরিং (BP, Pulse, Temp)।

- #হিট_স্ট্রোক (Heat Stroke)
- লক্ষণ: Core temperature >40°C, CNS dysfunction (confusion, seizure, coma), Anhidrosis (ঘাম বন্ধ হওয়া)।

- #জরুরি_ব্যবস্থা:
- Rapid Cooling: Ice packs (গ্রিন, বগল, ঘাড়ে), Fan with water spray, Cold IV fluids।
- Airway, Breathing, Circulation (ABC) নিশ্চিত করুন।
- ICU ম্যানেজমেন্ট প্রয়োজন হতে পারে

- #প্রিভেনশন (Prevention):

- Hydration জোরদার করুন (প্রতি দিন ৩ লিটার পানি)।
- Direct sunlight এড়ান, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।

- High-risk patients (DM, HTN, CKD, Elderly) কে বিশেষ মনোযোগ দিন।

- Physical activity সময় বিরতি নিন ও শীতল পরিবেশ বজায় রাখুন।

- #ফার্মাকোলজিক_ম্যানেজমেন্ট:
- Avoid Paracetamol—ineffective in heat stroke
- Benzodiazepines (seizure control)
- Electrolyte correction (Na+, K+, Mg2+ imbalance check করুন)।

সতর্কতা: Delayed treatment may lead to multi-organ failure or death.

রোগীর ১ মাস ধরে জ্বর,  কাশি, শ্বাস কস্ট। বুকের X ray করে পাওয়া গেলো ডান পাশের ফুসফুসে পানি। পানি বের করার পর পওয়া গেলো প...
05/05/2025

রোগীর ১ মাস ধরে জ্বর, কাশি, শ্বাস কস্ট।
বুকের X ray করে পাওয়া গেলো ডান পাশের ফুসফুসে পানি। পানি বের করার পর পওয়া গেলো পুজ।
যাকে মেডিকেলের ভাষায় বলা হয়

এই পুজ গুলিকে এখন পরীক্ষা করার জন্য পাঠাবো।

29/04/2025

রোগী যখন ডাক্তার দেখানোর পর ব্যবস্থা পত্র অনুসারে ফার্মেসী থেকে ঔষুধ কিনতে গেলেন। তখন ফার্মেসীর ভদ্র লোক রেগীকে অনেক রকমের খাবার খেতে নিষেধ করে দিলেন। যদিও রোগীর কোন খাবার নিষেধ না।
অবশেষে রোগী রাত ২ টার সময় প্রেসার কমে যাওয়ায় হাসপাতালে এসে ভর্তি হয়েছেন।

চিকিৎসা পেশায় আসার পর প্রতিনিয়ত এই রকম অভিজ্ঞতা অর্জন করছি।

বাংলাদেশের মানুষকে বলবো নিজের স্বার্থে কোন কোয়াকের কাছ থেকে চিকিৎসা বিষয়ক কোন পরামর্শ নেয়া থেকে বিরত থাকুন।

সবাই কে শেয়ার করুন।

ভদ্র মহিলার জ্বর ১ মাস।  কাশি এবং শ্বাস কস্ট বেড়ে গেছে। গত ১ মাস ধরে এন্টিবায়োটিক খাচ্ছেন।আমার চেম্বারে আসার পর বুকের ১ ...
25/04/2025

ভদ্র মহিলার জ্বর ১ মাস। কাশি এবং শ্বাস কস্ট বেড়ে গেছে। গত ১ মাস ধরে এন্টিবায়োটিক খাচ্ছেন।
আমার চেম্বারে আসার পর বুকের ১ টা X ray করে দেখতে পেলাম ফুসফুসে পানি।
ফুসফুস হতে পানি খুলতে গিয়ে দেখি পুজ।
মেডিকেল সাইন্সের ভাষায় যাকে বলা হয়

এখন এই পুজ গুলিকে পরীক্ষা করার জন্য পাঠাবো।
আল্লাহ উনার কস্ট কমিয়ে দিন।

১ দিনের পেটে ব্যাথার জন্য রোগী ফার্মেসী থেকে ৭ পদের ওষুধ, ২ পদের সিরাপ, ২ পদের ভিটামিন ডিব্বা খেয়েছেন।
18/04/2025

১ দিনের পেটে ব্যাথার জন্য রোগী ফার্মেসী থেকে ৭ পদের ওষুধ, ২ পদের সিরাপ, ২ পদের ভিটামিন ডিব্বা খেয়েছেন।

16/04/2025

15/04/2025

Address

Kumarshil Mor
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr- K M Abdullah Al - Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr- K M Abdullah Al - Noman:

Share

Category