Prachin Ayurved

Prachin Ayurved আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে জানতে ও চিকিৎসা করতে ইনবক্সে ম্যাসেজ করুন ও বিশেষ প্রয়োজনে ০১৬১৪০২০১২০

সম্ভব শক্তিশালী এবং কার্যকরী একটি মহা ঔষধ। বলুন তো এর নাম কি?
27/09/2025

সম্ভব শক্তিশালী এবং কার্যকরী একটি মহা ঔষধ। বলুন তো এর নাম কি?

🫵🫵🫵🫵🫵🫵🤲🤲🤲
24/09/2025

🫵🫵🫵🫵🫵🫵🤲🤲🤲

20/09/2025

বিপদ সংকেত ☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️

৪০ হাজার টন কত বড়?
৪০ হাজার টন প্রায় ৮ হাজারটা আফ্রিকান হাতির ওজনের সমান!
এই ওজন প্রায় ৫ কোটি কেজি চালের সমান, যা লক্ষ লক্ষ মানুষের মাসব্যাপী খাওয়ানোর জন্য যথেষ্ট।

বাংলাদেশে মাত্র ১ বছরে ব্যবহার করা হয়েছে ৪০ হাজার টনেরও বেশি পেস্টিসাইড!
GMOs এর কারণে, ১৯৭০ থেকে হার্বিসাইডের ব্যবহার ১০০ গুণ বেড়েছে! কারণ সুপার পেস্ট এবং সুপার উইডের উদ্ভব ঘটায় বছর বছর বেশি মাত্রায় গ্লাইফোসেট স্প্রে করতে হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, প্রতিবছর ৪০ হাজার টন কীটনাশক বাংলাদেশের কৃষিজমিতে প্রয়োগ করা হয়!
গত ২০২১ থেকে ২০২২ সালে এদেশে ৪২ হাজার টন পেস্টিসাইড ব্যবহার করা হয়েছে!

সমস্ত বাণিজ্যিক ফসলে হার্বিসাইডের ব্যবহার হয়, যেখানে শ্রমিক দিয়ে আগাছা পরিষ্কার করা ব্যয়বহুল।
ফসলের মাঠ, সবজি ক্ষেত এবং গুদামজাত খাদ্যে প্রয়োগের জন্য সব মিলিয়ে মোট ৫৩৫৯ রকমের পেস্টিসাইড বাজারে পাওয়া যায়! এগুলোর মধ্যে অনেকগুলোই চরম বি/ষা/ক্ত, যা বাইরের অনেক দেশে ব্যান করা আছে!

এদেশে কীটনাশকের প্রায় ৯৮ শতাংশই বিদেশ নির্ভর। এতে ব্যবসা করে ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলো লাভবান হচ্ছে। এদের মধ্যে সবার উপরে আছে সিনজেন্টা কোম্পানি। বাকি অন্য কোম্পানিগুলো হচ্ছে বায়ার ক্রপ, ইউপিএল, বিএএসএফ, হাইছেম, ইন্ডোফিল ইত্যাদি।

বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরো এর তথ্য অনুযায়ী, দেশে পেস্টিসাইডের প্রায় পুরোটাই আমদানি করতে হয়। আমদানি, ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসা সহ সব মিলিয়ে দেশে পেস্টিসাইডের মার্কেট সাইজ প্রায় ৭ হাজার কোটি টাকার!
এছাড়াও, অবৈধভাবে যে পেস্টিসাইড আমদানি ও উৎপাদন হয় তার হিসাব এখানে নেই।
আর সামনের দিনে এই বাজার আরো বড় হচ্ছে ক্রমাগত!

বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে গ্লাইফোসেট বিক্রি হয়। মনসান্টোর রাউন্ডআপ ১৯৮৯ সাল থেকে নানান নামে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে।

ক্রমে এই অঞ্চলে সবরকম কৃষি/বি/ষের বাজার সম্প্রসারণ চলছে। এসবের ব্যবসা অন্যান্য দেশে যত সংকুচিত হচ্ছে, বাংলাদেশে তা ক্রমেই বাড়ছে। পাশাপাশি ষড়যন্ত্র ও কারসাজি চলছে সমানে। গ্লাইফোসেটের ব্যবহার ও প্রভাব নিয়ে তথ্য গোপন করা হচ্ছে।
যে ভ/য়া/বহ পরিমাণে ক্যান্সার হচ্ছে এর বড় কারন জমিতে গ্লাইফোসেটের ব্যবহার।

কোনোরকম মনিটরিং ছাড়াই সর্বত্র পেস্টিসাইড বিক্রি হয়। কৃষকরা দেদারসে এসব ব্যবহার করছে।
পুরাই মুড়িমুড়কি কান্ড!
কৃষিজমিতে এত বিশাল পরিমানে পেস্টিসাইড প্রয়োগের ফলে মাটি, পানি, বাতাস সবখানে বি/ষা/ক্ত কেমিক্যাল ছড়িয়ে গেছে।
ভ/য়া/নক ব্যাপার হলো, এগুলো প্রকৃতিতে কোনোভাবেই নষ্ট হয় না। যুগ যুগ ধরে এদের বি/ষা/ক্ততা বজায় থাকে!

Roundup (Glyphosate), Basta (Glufosinate), Neonicotinoids, Atrazine, DDT, Agent Orange, Cropstar, Dioxin1 সহ অসংখ্য কীটনাশক ও আগাছানাশকের কারণে মাটি, বাতাস, পানি নষ্ট হয়েছে, মৌমাছি হারিয়ে যাচ্ছে, বিকলাঙ্গ শিশু জন্মহার বেড়ে গেছে, মানুষের প্রজননক্ষমতা নষ্ট হচ্ছে!
বি/ষা/ক্ত কীটনাশকের প্রভাবে গত ৫০ বছরে মানুষের সন্তান উৎপাদন ক্ষমতা ৪২ পার্সেন্ট কমে গেছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে, বিশ্বে প্রতি বছর ৩০ লাখ মানুষ কীটনাশকের বি/ষা/ক্ততায় আক্রান্ত হয় এবং প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ ক্রনিক ডিজিজ, যেমন কিডনি রোগ, লিভারের রোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট ইত্যাদিতে আক্রান্ত হয়।

জিএমও জীবের জন্য অনিরাপদ।
এই কারণেই বিশ্বে অনেক দেশ জিএমও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে!
ভুটান, ভেনেজুয়েলা, কিরগিজস্তান, আলজেরিয়া, মাদাগাস্কার, রাশিয়া, সৌদি আরব প্রভৃতি দেশে সবরকম জিএমও আমদানি ও চাষ সম্পূর্ণ নিষিদ্ধ। জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ড প্রভৃতি দেশে জিএমও চাষ নিষিদ্ধ।
বর্তমানে জিএমও ফসলের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনতার প্রতিরোধ সূচকীয় হারে বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু এদিকে চুপিসারে বাংলাদেশকে গ্রাস করতে যাচ্ছে জিএমও। এদেশের জনতা কি তা জানে?

সংগৃহীত ঃ

বলুন তো এই ফুলটির নাম কি? অবশ্যই কমেন্টে লিখবেন।    #গাছেরঔষধিগুনাগুন  #কবিরাজি
18/09/2025

বলুন তো এই ফুলটির নাম কি? অবশ্যই কমেন্টে লিখবেন।
#গাছেরঔষধিগুনাগুন #কবিরাজি

09/09/2025

গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, বুকে জ্বালাপোড়া, খাবারে অরুচি, পেটের সকল সমস্যার জন্য খুবই উপকারী একটি ঔষধ। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি। প্রয়োজনে : 01614020120

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় ফিটকিরির অজানা উপকারিতা জানলে আপনি চমকে যাবেন।  ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি১. ব্রণ দূর করতে ফিট...
07/09/2025

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় ফিটকিরির অজানা উপকারিতা জানলে আপনি চমকে যাবেন।

ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করতে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করুন।

২. ত্বকের ছিলাভাব দূর করতে প্রতিদিন ফিটকিরি মেশানো পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

৩.চুলকানি বা অ্যালার্জি কমাতে আক্রান্ত স্থান ধুয়ে নিন ফিটকিরি পানিতে।

৪. স্নানের পানিতে ফিটকিরি মিশালে ত্বক হবে মসৃণ ও সতেজ।

৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারেন ভেজা ফিটকিরি ব্লক।

৬. ফাটা গোড়ালি সারাতে গরম পানিতে ফিটকিরি মিশিয়ে পা ভিজিয়ে রাখুন, এরপর তেল মেখে নিন।

৭.পোড়া বা ত্বকের জ্বালাভাব কমায় ফিটকিরি মেশানো পানি।

ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

১. ছোটখাটো কাটা-ছেঁড়া দ্রুত শুকাতে সাহায্য করে।
২. বগলের অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ কমায়।

৩.ক্ষতে ফিটকিরি গুড়া ছিটালে ইনফেকশন প্রতিরোধ হয়।
৪. ফোড়া বা চর্মরোগের উপশমে কার্যকর।
৫. পায়ের ফাঙ্গাস ও দুর্গন্ধ দূর করতে ফিটকিরি অসাধারণ।
৬.পানিকে জীবাণুমুক্ত ও পরিষ্কার করতে ব্যবহার করা যায়।
৭. কাপড়, স্নানঘর, জুতা ও শৌচাগারের দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকর।
৮. মাছ পরিষ্কারের পর হাতের গন্ধ দূর করতেও উপকারী।

মুখ ও দাঁতের যত্নে

১. দাঁতের ব্যথা কমাতে ফিটকিরি পানিতে কুলি করুন।
২.মুখের দুর্গন্ধ দূর করে, মাড়ির ইনফেকশন ও রক্তপাতও কমায়।
৩.হালকা ডায়রিয়ায় উপকার পেতে অল্প ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খাওয়া যায় সতর্কভাবে।

৪.গলা ব্যথা বা কাশিতে গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করলে আরাম মেলে।
৫. চোখের প্রদাহ ও লালচে ভাব দূর করতে ঠান্ডা ফিটকিরি পানি ব্যবহার করা যায়।
৬. চুল পড়া কমাতে ফিটকিরি মেশানো পানি দিয়ে মাথা ধুতে পারেন।
৭.ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের রঙ উজ্জ্বল হয়।

সংক্ষেপে বললে, ফিটকিরি হলো ছোট্ট এক প্রাকৃতিক উপাদান, কিন্তু এর উপকারিতা অসীম।
স্বাস্থ্য, সৌন্দর্য কিংবা গৃহস্থালি প্রতিদিনের জীবনে এটি এনে দিতে পারে অসাধারণ সমাধান।

সহজলভ্য এই উপাদানটিকে কাজে লাগিয়ে আপনিও পেতে পারেন চমকপ্রদ ফলাফল।

শেয়ার করতে ভুলবেন না।

ব্যবহারের পূর্বে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন।

সংগৃহীত :

বীজ। বীজকে পুষ্ট করে। কি বুঝলেন?
04/09/2025

বীজ। বীজকে পুষ্ট করে। কি বুঝলেন?

03/09/2025

আপনি যতই দয়ালু এবং উদার মনের মানুষ হন না কেন? অকৃতজ্ঞ কে কখনো খুশি করতে পারবেন না!!

25/08/2025

জিবনের কঠিন সময় গুলোকে নিজেকে একা একাই পার করতে হয়!
তখন কোন আপনজন পাশে থাকেনা!

শারীরিক দুর্বলতা দূর করে শারীরিক শক্তি বৃদ্ধি করতে দূর্বা ঘাস ব্যবহার করতে পারেন।    #গাছেরঔষধিগুনাগুন
23/08/2025

শারীরিক দুর্বলতা দূর করে শারীরিক শক্তি বৃদ্ধি করতে দূর্বা ঘাস ব্যবহার করতে পারেন। #গাছেরঔষধিগুনাগুন

21/08/2025

দরিদ্রতা থেকে বাঁচার দোয়া। কোন কাজে যাওয়ার পূর্বে অথবা টাকা রাখার স্থানে পড়তে হবে।
(ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা)

Address

Brahmanbaria
3450

Alerts

Be the first to know and let us send you an email when Prachin Ayurved posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prachin Ayurved:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Bangla Health Tips

Hello every one this page for Ayurveda tips and treatment. This Page name Prachin Ayurveda use Ayurveda home Remedy and take benefit. Bangla health tips for all.Health Is Life.