
19/07/2025
গত শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ইং তারিখে আমরা আয়োজন করেছি আমাদের নিয়মিত সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্লিনিক।
এই সপ্তাহে মোট ৬৩ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
👨⚕️ দায়িত্বে ছিলেন – ডা. মাহবুব হাসান কিরণ এবং আমাদের নিবেদিত আবুল খায়ের হেলথকেয়ার টিম।
🔍 কমন রোগসমূহ:
চুলকানি (স্ক্যাবিস), জয়েন্ট পেইন।
👶 শিশু – ২১ জন
👩 মহিলা – ৩৬ জন
👨 পুরুষ – ৬ জন
এদের অনেকেই বৃদ্ধ, কেউ শিশুকাল পেরোয়নি। সবার চোখে একটাই আশা— এই ক্লিনিকটিই আমাদের একমাত্র ভরসা। অনেক বৃদ্ধ-বৃদ্ধার ভাষ্যমতে, আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন তাদের জীবনের শেষ মুহূর্তে একটু শান্তি, একটু মমতা, আর একটু মানবতা দিয়েছে।
আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার।
আর এই বিশ্বাস নিয়েই ছয় বছর ধরে আমরা দাঁড়িয়ে আছি সাধারণ মানুষের পাশে—নিঃস্বার্থ, নিরব, নিবেদিত প্রাণ হয়ে।
🕊️ প্রতি শুক্রবারই আমরা থাকবো — ঠিক এমন করেই।