Abul Khair Welfare Organization

Abul Khair Welfare Organization It's a registered Non-profit Charity Organization, Social Welfare Reg No 615/24. Best Regards,
AKWO TEAM,
Baishmouja Bazar, Nabinagar, Brahmanbaria

Involved in
Free Medical Care,
Polytechnical Institute,
Relief, Zakat/Donation,
Stipend Projects and many other welfare activities. আমরা আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন; সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনের দিকে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবকদের একটি নিবেদিত দল। আমরা বেকারদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি দরিদ্রদের সাহায্য করার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার পেশাদার ডাক্তারদের সাথে পরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় সকল ঔষধ প্রদান করি। আমরা গ্রামের অভ্যন্তরীন কিছু মাদ্রাসা ও মসজিদের নির্মান কার্য সম্পাদন করছি। কোভিড মহামারী চলাকালীন, আমরা ৮০০ এর চেয়ে বেশি পরিবারকে সরবরাহ করেছি প্রয়োজনীয় ত্রাণ যা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বোচ্চ এবং যাদের অভাব রয়েছে তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল দিয়েছি। এছাড়াও আমরা সম্প্রতি আমাদের অসামান্য কাজের জন্য শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা 'প্রথম আলো' থেকে সম্মাননা ক্রেস্ট জিতেছি।

পাশাপাশি একটি বিষয় জানাতে পেরে আমরা আনন্দিত যে, স্থানীয় একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আমরা একটি ট্রেড স্কুল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি । আমাদের সংস্থা বাইশমৌজা, থানারকান্দি এবং কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের আশেপাশের সমস্ত গ্রামে সার্বিক পরিষেবা প্রদান করে যাচ্ছে।

কিন্তু এতো সকল কাজের পিছনে রয়েছে আমাদের অক্লান্ত শ্রম ও হৃদয়বান মানুষদের অনুদান। যদি আমাদের কাজে সাহায্য করতে চান, অনুগ্রহ করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদান দেওয়ার কথা বিবেচনা করুন। প্রয়োজনবোধে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

We are Abul Khair Welfare Organization, a dedicated group of volunteers working towards creating positive change in our community. We provide free computer training to the unemployed, as well as supplies, charity, and free consultancy services with professional doctors from Dhaka and Brahmanbaria to help the poor. During the Covid pandemic, we provided supplies to 800 families and gave out goats to those in need. We also recently won the Honorary Crest from the leading daily newspaper 'Prothom Alo' for our outstanding work. We are excited to share that we have taken an initiative to build a trade school in cooperation with the local high school. Our organization operates in Baishmouja, Thanarkandi, and all the villages around two Unions; Krishnanagar & Birgaon. If you would like to contribute to our cause, please consider donating to our Bank account.

1. Abul Khair Welfare Organization
A/C: 2057022470001
Brac Bank Ltd, Brahmanbaria SME Krishi Branch, Brahmanbaria

Your support is greatly appreciated, and we thank you for helping us make a positive impact in our community.

28/12/2025

/

27/12/2025

শীতার্ত ও আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়িয়ে মধ্যরাতে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে আবুল খায়ের ওয়েল ফেয়ার .....

27/12/2025
22/12/2025

ভবিষ্যৎ গড়ুন আত্মবিশ্বাসের সাথে
#প্রত্যাশা: স্মার্ট ক্যারিয়ার কানেক্ট’
📞 কল সেন্টার ট্রেনিং ওরিয়েন্টেশন ক্লাস
ডিজিটাল যুগে সফল ক্যারিয়ারের জন্য প্রয়োজন দক্ষ যোগাযোগ ও আইটি জ্ঞান। সেই লক্ষ্যেই আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজন করছে কল সেন্টার ট্রেনিং বিষয়ক বিশেষ ওরিয়েন্টেশন।
্থান:
📅 ২৪ ডিসেম্বর,২০২৫ইং, রোজ: বুধবার | 🕙 সকাল ১১:০০ ঘটিকাট
📍 আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, উত্তর লক্ষীপুর, হাজির হাঁটি।
#যোগ্যতা:
✔ সর্বনিম্ন এস.এস.সি বা সমমান
✔ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
✔ শুদ্ধ ও স্পষ্টভাষী
ট্রেনিং সেশন শেষে যোগ্যদের জন্য চাকরির সুযোগ
সীমিত আসন আজকের মধ্যে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করুন।

It's a registered Non-profit Charity Organization, Social Welfare Reg No 615/24. Involved in
Free Medical Care,
Polytechnical Institute,
Relief, Zakat/Donation,
Stipend Projects and many other welfare activities.

১৬ই ডিসেম্বর: বিজয়ের ৫৪ বছর বিজয় দিবস মানে শুধু একটি তারিখ নয়এটি দায়িত্বের, মানবিকতার এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার। A...
15/12/2025

১৬ই ডিসেম্বর: বিজয়ের ৫৪ বছর

বিজয় দিবস মানে শুধু একটি তারিখ নয়
এটি দায়িত্বের, মানবিকতার এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার।

Abul Khair Welfare Organization (AKWO) বিশ্বাস করে,
মানবসেবা নিজেই এক ধরনের দেশপ্রেম।
যে দেশে মানুষ নিরাপদ, সম্মানিত ও সহায়তা পায়
সেই দেশই সত্যিকার অর্থে স্বাধীন।

এই বিশ্বাস থেকেই ২০১৯ সাল থেকে AKWO নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা, বেকারত্ব নিরসনে উদ্যোগ, এবং দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে।

যেখানে মানুষ অসহায়,
সেখানেই পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে AKWO এর প্রত্যক্ষ সদস্যবৃন্দ। এই মানবিক যাত্রায় সর্বাত্মক সহযোগিতা ও অবদানের জন্য আমরা কৃতজ্ঞ AKWO এর সকল সদস্যের প্রতি।

এই বিজয়ের ৫৪ বছরে আমাদের প্রতিজ্ঞা
দেশকে ভালোবাসবো মানুষের মাধ্যমে,
আর মানুষের পাশে থাকবো দেশপ্রেমের দায়বদ্ধতা নিয়ে।

শুভ বিজয় দিবস।
এই বিজয় হোক মানবতার,
এই দেশ হোক মানুষেরই।

Abul Khair Welfare Organization (AKWO)

🌳 আলোর পথের নতুন দিগন্ত 📜২০১৯ থেকে একটি আম গাছের নিচে খোলা গায়ের একজন রোগীকে পরামর্শ দিচ্ছেন একজন ডাক্তার!!! ঠিক এভাবেই ...
08/12/2025

🌳 আলোর পথের নতুন দিগন্ত 📜

২০১৯ থেকে একটি আম গাছের নিচে খোলা গায়ের একজন রোগীকে পরামর্শ দিচ্ছেন একজন ডাক্তার!!!

ঠিক এভাবেই শুরু হয়েছিল আমাদের মহাযাত্রা। কোনো পাকা ঘর ছিল না, ছিল না বিদ্যুৎ নিয়ন্ত্রিত ক্লিনিক। সেদিন মাটিই ছিল আমাদের ভরসা, আর প্রকৃতির ছায়াই ছিল আমাদের ছাদ। অভাব ছিল অনেক কিছুর, কিন্তু আমাদের হৃদয়ের সংকল্প ছিল আকাশের চেয়েও বিশাল।

সেই আম গাছের তলা থেকে শুরু করে, আমরা একে একে প্রতিষ্ঠা করেছি:

টেকনিক্যাল স্কুল—যার মাধ্যমে যুবসমাজ কারিগরি শিক্ষায় স্বাবলম্বী হচ্ছে।

ক্লিনিক—যেখানে ২৮৭টি সপ্তাহ ধরে ৭০ হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রকল্প—যা অসংখ্য মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবন নিশ্চিত করেছে।

এবং দরিদ্র মানুষদের সহায়তা করার নানান প্রোজেক্ট—যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে।

এই দীর্ঘ যাত্রায় আপনাদের বিশ্বাসই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ প্রতীক্ষার পর, আজ আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এক ঐতিহাসিক আনন্দের মুহূর্ত!

আপনাদের অকৃত্রিম ভালোবাসা, দোয়া এবং আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ—আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন অবশেষে এনজিও লাইসেন্স অর্জন করেছে!

এই স্বীকৃতি কেবল একটি সরকারি অনুমোদন নয়, এটি সেই সমস্ত মানুষের বিশ্বাস, ভালোবাসা এবং আমাদের দীর্ঘদিনের ত্যাগের প্রতিচ্ছবি। এই বিশ্বাস টুকু সবময়ই ছিল, যদি নিয়ত সৎ হয়, তবে ছোট বীজও মহীরুহে পরিণত হতে পারে।

এই লাইসেন্স আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত করবে, দায়িত্ব আরও বাড়াবে। আমরা এখন আরও বৃহত্তর পরিসরে, আরও সুসংগঠিতভাবে সমাজের শেষ প্রান্তে থাকা মানুষগুলোর কাছে পৌঁছাতে পারব।

আমাদের স্বপ্নযাত্রার এই নতুন দিগন্তে আপনাদের পাশে চাই। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার পাথেয়।

আমাদের উপর আস্থা রাখার জন্য এবং এই অর্জনকে সম্ভব করে তোলার জন্য সকলকে অন্তর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

নতুন আঙ্গিকে, নতুন ঠিকানায়—আমাদের সাপ্তাহিক ফ্রি ক্লিনিক কার্যক্রম!​বাইশমৌজা বাজারে দীর্ঘদিনের সেবাদানের অধ্যায় শেষ কর...
28/11/2025

নতুন আঙ্গিকে, নতুন ঠিকানায়—আমাদের সাপ্তাহিক ফ্রি ক্লিনিক কার্যক্রম!
​বাইশমৌজা বাজারে দীর্ঘদিনের সেবাদানের অধ্যায় শেষ করে আমরা এখন থিতু হয়েছি উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত 'আবুল খায়ের একাডেমিক ভবনে'। স্থান পরিবর্তন হলেও, আমাদের সেবার লক্ষ্য আজও অবিচল।
​প্রতি শুক্রবারই আমাদের বিশেষজ্ঞ ডাক্তার ও নিবেদিতপ্রাণ 'আবুল খায়ের টিম' প্রায় ৭০-৮০ জন অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান করে। আজও আমাদের এই আয়োজনে সেবা নিয়েছেন ৬৯ জন রোগী।
​২০১৯ সাল থেকে শুরু হওয়া এই পথচলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে পারা আমাদের জন্য এক বিশাল অর্জন ও গর্বের মাইলফলক। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

সুখবর! সুখবর! আগামীকাল থেকে আমাদের ফ্রি হেলথ ক্লিনিক ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার, আবুল খায়ের একাডে...
13/11/2025

সুখবর! সুখবর!

আগামীকাল থেকে আমাদের ফ্রি হেলথ ক্লিনিক ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার, আবুল খায়ের একাডেমিক ভবন তথা উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।

২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমরা আবুল খায়ের টিম টানা পাঁচটি বছর বাইশমৌজা কেন্দ্রিক এই ফ্রি ক্লিনিকটি পরিচালনা করেছি। ৩০ টির ও বেশি এলাকা/গ্রাম থেকে আমরা ইতিমধ্যে ৬০ হাজারের বেশি রোগীদের সেবা নিশ্চিত করেছি যা পুরো ব্রাহ্মণবাড়িয়ায় নজরবিহিন।

আমাদের এই সাফল্যমণ্ডিত যাত্রায় আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমাদের এই নতুন কর্মশালায় আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ!

21/09/2025

#দৈনিক_নিরপেক্ষ সংবাদপত্রের ডিজিটালে প্রকাশিত আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধনের খবর প্রকাশিত..

21/09/2025

ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় চ্যানেল Brahmanbaria24 এর ডিজিটালে প্রচারিত আবুল খায়ের ট্রেনিং সেন্টার উদ্বোধনের খবর।

21/09/2025
13/09/2025

আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্পে আসে ছোট এই মেয়েটি৷ চিকিৎসককে জানায় তারা শরীরে চুলকানি হচ্ছে। চৃলকানির স্থান ও ধরণ দেখে চিকিৎসক জানায় তার #স্ক্যাবিস হয়েছে।

আর এই স্ক্যাবিস কেনো হয় কিভাবে হয়? এনিয়ে বিস্তারিত বলছেন ডাঃ মোঃ গালিব হায়দার।

Address

Baishmouja River Bank, Birgaon, Nabinagar
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Abul Khair Welfare Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Abul Khair Welfare Organization:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram