22/08/2024
—ফেনী আপডেট —
প্রথম কথা ফেনীর অবস্থা আপনারা যা ভাবছেন তার চেয়ে অনেক বেশী খারাপ।
পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়াতে সাধারণ মানুষ দ্বারা রেস্কিউ অসম্ভব। যারা যাবে তাদেরকেও রেস্কিউ করতে হবে।
আর্মিসহ সব বাহিনীর সমন্বিত উদ্ধারকর্ম ছাড়া এ থেকে পরিত্রান পাওয়া কঠিন।
কিছুক্ষন আগে সোনাগাজী ফেনীর রাস্তা অনেক জায়গায় ডুবে গেছে ফলে সোনাগাজি-মতিগঞ্জ-বাংলা থেকে ফেনী বলা চলে বিচ্ছিন্ন। ধারনা করছি আজকে রাতের মধ্যে সোনাগাজীর দিকে পানি ধাবিত হতে পারে। সবাইকে একটু সাবধান থাকার পরামর্শ।
ফেনী শহর তলিয়ে গেছে। ডুবে গেছে দোকানপাট। ডাক্তারপাড়া সম্ভবত এখনো ঠিক আছে৷ এছাড়া কোথাও কোথাও কোমর সমান পানি। বৃষ্টি হচ্ছে, পাল্লা দিয়ে পানি বাড়ছে। মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। পুরাতন জিমনেসিয়ামে সম্ভবত কিছু লোককে নেয়া হয়েছে।
যারা বাইরের লোক, তারা আজকে বেরোতে না পারলে আটকা পড়ে যেতে পারেন৷ মহীপাল থেকে এখনো কিছু লোকাল বাস ঢাকা এবং চট্টগ্রামের দিকে যাচ্ছে। তবে আশংকা করছি ঢাকা থেকে ফেনী কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ইতোমধ্যে ঢাকা থেকে ফেনীতে বাস চলাচল বন্ধ বলা যায়।
ফেনী শহরে এবং সোনাগাজী এলাকায় এখন পর্যন্ত নেটওয়ার্ক এবং কারেন্ট আছে। তবে আজকে রাতের মধ্যে সোনাগাজী এরিয়ায় সতর্ক থাকার দরকার আছে৷
যারা ব্যক্তিগত বা অন্যভাবে ঢাকা থেকে ফেনী আসবার চেষ্টা করছেন তাদের না আসাই ভালো। গতরাত থেকে ঢাকা-ফেনী রাস্তা তথা ঢাকা-চট্টগ্রাম রাস্তায় প্রচন্ড জ্যাম।
যে সমস্ত ভলান্টিয়ার আসতে চাচ্ছেন বুঝেশুনে আসার অনুরোধ রইলো। আটকে পড়তে পারেন সে প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ। যারা শহুরে আবেগের বশে আসতে চাচ্ছেন তাদের না আসাই ভালো৷ পরিস্থিতি আসলেই খারাপ।
ত্রান সহায়তা এখনও সেকেন্ডারি। ফেনী মোটামুটি ধনী এলাকা, ঢাকার পাশেই। ফলে ত্রান নিয়ে তেমন সমস্যা এখনো তৈরি হয়নি৷ ফলে বহু ভলান্টিয়ারের কিছু করারই নাই।
অনেকে আমাকে নানাভাবে মেসেজ করেছেন, উদ্ধারের জন্য। বস্তুতপক্ষে বন্যাক্রান্ত এলাকায় যাওয়াই সম্ভব হচ্ছে না। কিছু লোকাল ছেলে এবং সিজনড ভলান্টিয়ার রিস্ক নিয়ে অল্প কিছুদূর পর্যন্ত পৌঁছাতে পারছে।
রাষ্ট্রের সব বিভাগের সমন্বিত উদ্যোগ না নিতে পারলে বড় ধরনের ডিজাস্টারের আশংকা করছি। শুধু আর্মিকেই দেখলাম। ব্যাপক আকারে কোস্টগার্ড এবং নৌবাহিনী এনগেঞ্জ করা দরকার।
আজকে রাতের মধ্যে উদ্ধার করতে না পারলে অনেককেই হয়ত আর উদ্ধারের দরকার হবে না.
-murad kibria