CBC International

CBC International Ensure Best Quality

07/06/2025

“পবিত্র ঈদুল আজহা আসুক আমাদের মাঝে ভালোবাসা আর বন্ধনের বার্তা নিয়ে। আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানাই ঈদ মোবারক!”

✅⏩
মোঃ মাহমুদুল হাসান (শিমুল)
সিভিসি ইন্টারন্যাশনাল
ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়া।

Dengue NS1Dengue IgG,IgMAvailable Contact: CBC International Phone: 01723-722525
18/11/2024

Dengue NS1
Dengue IgG,IgM

Available

Contact: CBC International
Phone: 01723-722525

29/02/2024

নতুন কিছু নিয়ে আসছে CBC গ্রুপ।সাথেই থাকুন।

22/01/2024

সুলভ মূল্যে পাওয়া যায়।
সার্জিকেল প্রোডাক্ট, প্রেসার মেশিন,নেবুলাইজার,পালস অক্সিমিটার,সিরিঞ্জ,হাট ওয়াটার ব্যাগ,ওয়ানটাইম ব্যান্ডেজ,ডিজিটাল প্রেসার মেশিন সহ জরুরী সার্জিকেল সামগ্রী পাওয়া যায়।।

CBC International
Brahamanbaria
Contac- 01723-722525

‘পালস অক্সিমিটার’য়ের কাজ হল রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা।সুলভ মূল্যে পাওয়া যায়।CBC Internationa...
22/01/2024

‘পালস অক্সিমিটার’য়ের কাজ হল রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা।

সুলভ মূল্যে পাওয়া যায়।
CBC International
Brahmanbaria
Contact- 01723-722525

শ্বাসকষ্টকে আস্কারা দিতে নেই 🧏‍♀️নেবুলাইজার ছাড়া গতি নেই💁‍♀️FM Nebulizer এর পোর্টেবল হ্যান্ড নেবুলাইজার✨✔️বহন যেমন সহজ, ...
17/01/2024

শ্বাসকষ্টকে আস্কারা দিতে নেই 🧏‍♀️
নেবুলাইজার ছাড়া গতি নেই💁‍♀️

FM Nebulizer এর পোর্টেবল হ্যান্ড নেবুলাইজার✨

✔️বহন যেমন সহজ, কাজও তেমন কড়কড়ে।
✔️আর দাম ও মাণ নিয়ে আপস নয় একচুলও।

বিস্তারিত: 01723-722525
CBC International
Brahmanbaria

নেবুলাইজার (আমেরিকান ইংরেজি) বা নেবুলাইসার (ব্রিটিশ ইংরেজি) একটি ওষুধ সরবরাহকারী যন্ত্র যা ফুসফুসে শ্বাস নেওয়া কুয়াশার...
03/12/2023

নেবুলাইজার (আমেরিকান ইংরেজি) বা নেবুলাইসার (ব্রিটিশ ইংরেজি) একটি ওষুধ সরবরাহকারী যন্ত্র যা ফুসফুসে শ্বাস নেওয়া কুয়াশার আকারে ওষুধ পরিচালনা করতে ব্যবহৃত হয়। নেবুলাইজারগুলি সাধারণত হাঁপানি, সিস্টিক ফাইব্রোসিস, সিওপিডি এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগ বা ব্যাধিগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।

CBC International
Brahmanbaria,
01723-722525
এখানে সকল ধরণে সার্জিকেল আইটেম পাওয়া যায়।

কখন নেবুলাইজার ব্যবহার করবেনঃঅ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের বহুল পরিচিত যন্ত্রটির নাম নেবুলাইজার। ...
25/10/2023

কখন নেবুলাইজার ব্যবহার করবেনঃ

অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের বহুল পরিচিত যন্ত্রটির নাম নেবুলাইজার। এই যন্ত্রটি দিয়ে তরল ওষুধকে সংকুচিত করে বায়ু বা অক্সিজেন দিয়ে স্প্রে বা অ্যারোসলে রূপান্তরিত করা হয়, যা খুব সহজেই নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের শ্বাসনালী ও অ্যালভিউলিতে ঢুকে শ্বাসকষ্ট দূর করে।

নেবুলাইজার কোনও ওষুধ নয়, এটি একটি বিশেষ ধরনের শ্বাস-প্রশ্বাসের ডিভাইস বা যন্ত্র যা ফুসফুসের বিভিন্ন সমস্যা, যেমন- অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টজনিত সমস্যা, সিস্টিক ফাইব্রোসিস ইত্যাদিতে ব্যবহার করা হয়। তবে এর সঠিক ব্যবহার না জানা থাকলে ঠিকমতো ওষুধ প্রয়োগ করা হয় না আর ওষুধ প্রয়োগেই যদি ভুল হয় তবে অসুখ সারানো নিয়ে সন্দেহ থাকবেই। আর বেশির ভাগ মানুষ এর সঠিক যত্নও নিতে পারেন না।

নেবুলাইজার ব্যবহারে সচেতনতা প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন ব্র্যাক গবেষক ড. কামরান-উল-বাসেত। তিনি বলেছেন, নেবুলাইজার নিয়মিত ব্যবহার কোনও স্থায়ী সমাধান নয়। এতে রোগীর শ্বাসকষ্টজনিত সমস্যার সাময়িক সমাধান হয় মাত্র। দুইবারের বেশি ব্যবহারে শ্বাসকষ্ট না কমলে হাসপাতালে নিতে হবে।

অনেকেই প্রয়োজনে চিকিৎসকের কাছে গিয়ে নেবুলাইজার দেন। আবার কেউ কেউ বাসাতেই নিয়ে আসেন নেবুলাইজার মেশিন। তিন ধরনের নেবুলাইজার পাওয়া যায়। জেট, আলট্রাসাউন্ড ও মেশ বা জালের মতো নেবুলাইজার। এদের মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতির বলে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় জেট নেবুলাইজার। অ্যাজমা, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট ও অন্যান্য শ্বাসনালীজনিত রোগের তীব্রতা বাড়লে নেবুলাইজার দেয়ার প্রয়োজন হয়। এর কয়েকটি অংশের মধ্যে তরল ওষুধ প্লাস্টিকের টিউবের মাধ্যমে স্প্রে করে দেহে প্রবেশ করানো হয়।

নেবুলাইজারে ওষুধের মাত্রা
নেবুলাইজ করার সময় রোগীকে আরামদায়কভাবে শোয়া অবস্থায় রাখতে হবে। নেবুলাইজারের বিভিন্ন অংশগুলো জোড়া দিয়ে ২৩ মিলি পানি, ৫-১ সালবিউটামল ও প্রয়োজনে ৫ মিলি ইপ্রাট্রোসিয়াম সলিউশান মিশিয়ে নিতে হবে। বিদ্যুৎ সুইচ অন করে মাস্ক মুখে নিয়ে রোগীকে ধীরে ও লম্বা শ্বাস নিতে হবে। ৩-৬ মিলি তরল ৫/১০ মিনিটে নেবুলাইজ করা হয়।

নেবুলাইজারের ব্যবহারের নিয়ম
নেবুলাইজার ব্যবহারের আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ব্যবহারের পর নেবুলাইজারের কমপ্রেসর, টিউব, মাস্ক ও নেবুলাইজার আলাদা করে ফেলতে হবে। মাউথপিস ও নেবুলাইজার গরম পানিতে ৩০ সেকেন্ড ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। টিউব ও কমপ্রেসর ভেতরে পরিষ্কার করা যায় না বলে বাইরের দিকটা পরিষ্কার করতে হবে। মাস্ক ছয় মাস পর পর বদলাতে হবে। ফিল্টারে ময়লা দেখা দিলেই তা বদলে ফেলতে হবে।

নেবুলাইজার ব্যবহারে কখনো কখনো অক্সিজেন দেয়ার প্রয়োজন হতে পারে। এর ব্যবহারে অনেক সময় পটাসিয়ামের মাত্রা কমে যাওয়ায় পটাসিয়াম সাপ্লিমেন্ট দিতে হতে পারে। তাই নেবুলাইজার ব্যবহারে সতর্কতা ও সচেতনতা জরুরি।

তথ্যসূত্রঃ ইন্টারনেট থেকে নেওয়া।

ভালো মানের নেবুলাইজার পাওয়া যায়।
CBC International
Contact : 01723-722525 (Whatsapp)
01844-666609,01891-151546

আলহামদুলিল্লাহ আমাদের নতুন পণ্য সংযোজন।হট ওয়াটার ব্যাগ হলো এমন একটি ব্যাগ যা এক ধরনের বিশেষ রবারের তৈরি ব্যাগ যার মধ্যে...
22/10/2023

আলহামদুলিল্লাহ
আমাদের নতুন পণ্য সংযোজন।

হট ওয়াটার ব্যাগ হলো এমন একটি ব্যাগ যা এক ধরনের বিশেষ রবারের তৈরি ব্যাগ যার মধ্যে গরম পানি পূর্ণ থাকে। এটি মূলত মানুষের শরীরে কোন স্থানে ব্যাথা বা ব্যাথার উপশম কিংবা মানসিক চাপ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয়।

যোগাযোগঃ 01844666609,01891151546,
01723-722525 (whatsapp),
CBC International
Brahmanbaria.

Address

Kalaishreepara
Brahmanbaria
3400

Telephone

+8801723722525

Website

Alerts

Be the first to know and let us send you an email when CBC International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CBC International:

Share