Nursing Home For B.Baria

Nursing Home For B.Baria জরুরি মুহূর্তে বাড়ীতে বসে স্বাস্থ্য ?

30/10/2017
নার্সিং হোম ফর ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সুস্ততাই আমাদের একমাত্র লক্ষ্য। আর তাই আপনারা যারা অ...
29/10/2017

নার্সিং হোম ফর ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সুস্ততাই আমাদের একমাত্র লক্ষ্য। আর তাই আপনারা যারা অসুস্থ হলে বাসা থেকে বের হয়ে স্যালাইন বা ইঞ্জেকশন দিতে পারেন না তাদের জন্য আমরা বাসায় গিয়ে সার্ভিস দিয়ে থাকি। যে কোন তথ্যের জন্য আমাদের পেজের কল বাটন থেকে কল করতে পারেন। ধন্যবাদ
আমাদের সার্ভিস সমূহ হচ্ছে:-
১/ বাসায় গিয়ে স্যালাইন দেয়া।
চার্জ:- প্রতি স্যালাইন ৩০০ টাকা।
২/ বাসায় গিয়ে ইঞ্জেকশন দেয়া।
চার্জ:- প্রতি ইঞ্জেকশন ২০০ টাকা।
৩/ বাসায় গিয়ে ক্যাথেটার অর্থাৎ(প্রশ্রাবের নল) দেয়া।
চার্জ:- প্রতি ক্যাথেটার ৫০০ টাকা।
৪/ বাসায় গিয়ে রাইস টিউব অর্থাৎ(নাকের নল) দেয়া।
চার্জ:- প্রতি রাইস টিউব ১০০০ টাকা।
৫/ বাসায় গিয়ে ড্রেসিং করা।
চার্জ:- প্রতি ড্রেসিং ৩০০ টাকা( ড্রেসিং এর আয়োজন ছাড়া)।
** প্রতি ড্রেসিং ৪০০ টাকা( ড্রেসিং এর আয়োজন সহ)।
৬/ বাসায় গিয়ে ব্লাড প্রেশার দেখা।
চার্জ:- ২০০ টাকা।
৭/ বাসায় গিয়ে ব্লাড গ্রুপ দেখা।
চার্জ:- ২৫০ টাকা।
৮/ বাসায় গিয়ে ডায়াবেটিকস দেখা(গ্লোকোমিটার দ্বারা)।
চার্জ:- ২৫০ টাকা।
৯/ বাসায় গিয়ে ব্লাড ট্রান্সফিউশন করা।
চার্জ:- ৩০০ টাকা।
১০/ বাসায় গিয়ে ইনসুলিন দেয়া।
চার্জ:- ১০০ টাকা।
১১/ বাসায় গিয়ে ক্যাথেটার অর্থাৎ(প্রশ্রাবের নল) খোলা।
চার্জ:- ২০০ টাকা।
১২/ বাসায় গিয়ে রাইস টিউব অর্থাৎ(নাকের নল) খোলা।
চার্জ:- ৩০০ টাকা।
১৩/ বাসায় গিয়ে নেবুলাইজার(গ্যাস) দেয়া।
চার্জ:- ১৫০ টাকা মেডিসিন বাদে।
*** ২০০ টাকা মেডিসিন সহ।
আরও ইত্যাদি ইত্যাদি.......
স্থানভেদে চার্জ কমবেশি হতে পারে।
আছে মহিলাদের জন্যও সু-ব্যাবস্তা।
বি:দ্র:- বর্তমানে আমাদের সেবা সমূহ শুধু মাত্র ব্রাহ্মণবাড়িয়া শহরের জন্য।
আমাদের সেবা নিতে হলে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন থাকতে হবে এবং কাজের আগে প্রেসক্রিপশনের ছবি তোলে পেজের ইনবক্সে অথবা ইমোতে পাঠাতে হবে।

ঝাল খাওয়া ভাল না খারাপ?হৃদ্‌রোগীদের সাধারণভাবে বলা হয় ঝাল মসলাযুক্ত খাবার কম খেতে। আসলেই কি মসলা বা ঝাল তাদের জন্য খারাপ...
27/10/2017

ঝাল খাওয়া ভাল না খারাপ?
হৃদ্‌রোগীদের সাধারণভাবে বলা হয় ঝাল মসলাযুক্ত খাবার কম খেতে। আসলেই কি মসলা বা ঝাল তাদের জন্য খারাপ? তেল–চর্বিযুক্ত খাবার বা রিচ ফুড খারাপ তো বটেই। কেননা, এগুলো রক্তে কোলেস্টেরল বাড়ায়, যা রক্তনালিতে ব্লক বা বাধা তৈরি করে। কিন্তু ঝাল তো আর চর্বি বা তেল নয়।
২০১৫ সালে হার্ভার্ড, অক্সফোর্ড ও পিকিং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি গবেষণায় দেখান যে যাঁরা মোটেও ঝাল খান না, তাঁদের তুলনায় যাঁরা প্রতিদিন বা সপ্তাহে অন্তত দুই দিন ঝাল খান, তাঁদের হৃদ্‌রোগ, ফুসফুস ও ক্যানসারজনিত রোগে মৃত্যুহার কম।
ঝালের মূল উপাদান হলো ক্যাপসেইসিন। এর নানামুখী উপকারিতা আছে। যেমন-
১. এটি পরিপাকতন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া সরিয়ে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা ওজন নিয়ন্ত্রণে ও বিপাকক্রিয়ায় সাহায্য করে।
২. ডায়াবেটিসের রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে ক্যাপসেইসিনের ভূমিকা আছে। রক্তচাপ নিয়ন্ত্রণেও ভালো।
৩. ক্যাপসেইসিন একধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয়।
৪. হৃৎপিণ্ড ও রক্তনালির স্নায়ুগুলো ক্যাপসেইসিনে সংবেদনশীল। এই স্নায়ুগুলোর সুস্থতায় ভূমিকা রাখে এই উপাদান।
কী ধরনের ঝাল ভালো?
শুকনো বা গুঁড়া মরিচের তুলনায় কাঁচা মরিচে ক্যাপসেইসিনের পরিমাণ বেশি। কাঁচা মরিচে ভিটামিন সি অনেক। তাই রান্নায় বা সালাদে কাঁচা মরিচ থাকলে ভালো। আবার দেখা গেছে, সবুজ কাঁচা মরিচের চেয়ে লাল রঙের তাজা কাঁচা মরিচ আরও ভালো। এই গুণ পাওয়া যাবে ক্যাপসিকামেও।
তাই ঝাল মানেই খারাপ, এ ধারণা ভুল। তেলবিহীন বা ভাজাপোড়া ছাড়া খাবার যেমন চটপটি, কাঁচা ছোলা, সালাদ, ফল ইত্যাদিতে কাঁচা মরিচের টুকরা দিয়ে খাওয়া হৃদ্‌রোগীদের জন্য বেশ ভালো একটি নাশতা।
Collection from health tips Bangla page.

16/10/2017

Address

Maddhapara
Brahmanbaria
3400

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

8801731649394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Home For B.Baria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram