মানবতার টানে রক্ত দান

মানবতার টানে রক্ত দান রক্ত দিন জীবন বাঁচান

18/08/2019

ডেঙ্গুর কোন ঔষধ নাই
জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন।

মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।
এইটা আপনি পারবেননা, কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না।

সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ।

ফ্লুইড খাবেন বেশি করে,
যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি।

জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন।
জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়।
তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন)
এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান।
পরামর্শ নিন।
ফোনে ইনবক্সের চিকিৎসা না, সিরিয়াস রোগী হোন।
আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন।
প্রতিবেশীদেরকেও সতর্ক করুন।
ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন।
কারো উপর নির্ভর করে আসলে কোন লাভ নেই।
নিজেদের কাজ নিজেদেরই করতে হবে এখন।

রক্তে প্লাটিলেট বাড়াবেন যেভাবে
(ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া)

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা

পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ

মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রস

লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকী

আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রস

অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম

ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

Collected

যদি হয় রক্ত দাতা,জয় করব মানবতা।২য় বারের রক্ত দান করায় আমাদের গ্রুপের অন্যতম সদস্য ডাঃ সুমন সেন কে আন্তরিক অভিনন্দন ও ধন্...
11/12/2017

যদি হয় রক্ত দাতা,
জয় করব মানবতা।
২য় বারের রক্ত দান করায় আমাদের গ্রুপের অন্যতম সদস্য ডাঃ সুমন সেন কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

যদি হয় রক্ত দাতা,জয় করব মানবতা।২য় বারের রক্ত দান করায় আমাদের গ্রুপের অন্যতম সদস্য দেলুয়ার হোসেন কে আন্তরিক অভিনন্দন ও ধন...
11/12/2017

যদি হয় রক্ত দাতা,
জয় করব মানবতা।
২য় বারের রক্ত দান করায় আমাদের গ্রুপের অন্যতম সদস্য দেলুয়ার হোসেন কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

২য় বার রক্ত দান করায় আমাদের সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ আক্কাছ খন্দকার কে আন্তরিক অভিনন্দন। মানব সেবাই স্রস্টার সেবা।ম...
11/10/2017

২য় বার রক্ত দান করায় আমাদের সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ আক্কাছ খন্দকার কে আন্তরিক অভিনন্দন। মানব সেবাই স্রস্টার সেবা।মানব সেবাই স্রস্টাকে খুশি করার অন্যতম প্রধান উপায়। আসুন আমরা মানব কল্যানে নিজেকে বিলিয়ে দেয়।

আমাদের একটি ক্ষুদ্র সহযোগিতায় একজন অসুস্থ মানুষের বিশাল উপকার হতে পারে। মানব সেবাই স্রষ্টার সেবা। আসুন আমরা সবাই একে অপ...
13/09/2017

আমাদের একটি ক্ষুদ্র সহযোগিতায় একজন অসুস্থ মানুষের বিশাল উপকার হতে পারে। মানব সেবাই স্রষ্টার সেবা। আসুন আমরা সবাই একে অপরকে সহযোগিতার হাত বাড়াই।আমাদের সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ বেলায়েত হোসেন কে আন্তরিক ধন্যবাদ একজন মুমূর্ষু রোগিকে রক্ত দান করায়।

আমাদের সংগঠনের সদস্য মোহাম্মদ দেলুয়ার একজন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছেন। রক্ত দান করায় আমাদের সংগঠনের পক্ষ থেকে তাক...
11/09/2017

আমাদের সংগঠনের সদস্য মোহাম্মদ দেলুয়ার একজন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছেন। রক্ত দান করায় আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

মানবতার টানে রক্তদান সংগঠনের অন্যতম সদস্য মোঃ ফরহাদ খন্দকার ২য় বারের মত রক্ত দান করায় সংগঠনের পহ্ম থেকে তাকে অসংখ্য ধন...
25/07/2017

মানবতার টানে রক্তদান সংগঠনের অন্যতম সদস্য মোঃ ফরহাদ খন্দকার ২য় বারের মত রক্ত দান করায় সংগঠনের পহ্ম থেকে তাকে অসংখ্য ধন্যবাদ।যদি কেউ আমাদের সংগঠনের সদস্য হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ

02/07/2017

Address

Brahmanbaria

Telephone

01722048995

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার টানে রক্ত দান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category