Dr. Sujan Ahmed

  • Home
  • Dr. Sujan Ahmed

Dr. Sujan Ahmed ▫️
Servant of Allahﷻ
Homoeopathic Physician | Entrepreneur | Traveler

আপনি কি BMC Systematic Reviews জার্নালে প্রকাশিত এই গবেষণাটি পড়েছেন?এই গবেষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে—১। হোমি...
05/07/2025

আপনি কি BMC Systematic Reviews জার্নালে প্রকাশিত এই গবেষণাটি পড়েছেন?
এই গবেষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে—
১। হোমিওপ্যাথির কার্যকারিতা সন্দেহাতীত, এমনকি যখন তা শুধুমাত্র উচ্চমানের ট্রায়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, তখনও।
২। ব্যক্তিসাতন্ত্রিক হোমিওপ্যাথির (individualised homeopathy) ইতিবাচক প্রভাবের ক্ষেত্রে প্রমাণের মান “উচ্চ” (high), এবং অ-ব্যক্তিসাতন্ত্রিক ও মিশ্র ধরণের হোমিওপ্যাথিক হস্তক্ষেপের ক্ষেত্রে প্রমাণের মান “মধ্যম” (moderate)।

গবেষণার লেখকেরা উপসংহারে বলেছেন যে, হোমিওপ্যাথির বিরুদ্ধে কোনো নিয়ন্ত্রক (regulatory) বা রাজনৈতিক (political) পদক্ষেপ গ্রহণের জন্য কোনো যুক্তিসংগত ভিত্তি নেই।

অনুগ্রহ করে গবেষণাটি পড়ুন এবং শেয়ার করুন।
সম্পূর্ণ গবেষণাপত্র পড়তে, অনুগ্রহ করে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করুন।
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10559431/pdf/13643_2023_Article_2313.pdf

কার্টেসী: ডা. ধিমান রায়

কিছু বিভ্রান্তি ও বাস্তবতাসম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ...
27/06/2025

কিছু বিভ্রান্তি ও বাস্তবতা

সম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

বিষয়টি এমন দাঁড়িয়েছে, যেন এক চোর জুতা চুরি করল, অথচ মসজিদের সকল মুসল্লিকেই চোর বলা হচ্ছে। চোর হয়তো মুসল্লির বেশে মসজিদে গিয়েছিল। কিন্তু তাই বলে পুরো মুসল্লি সমাজকে দোষারোপ করা কতটা যুক্তিসঙ্গত? এভাবে চিন্তা করলে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, যা যার যার প্রেক্ষাপটে মিলিয়ে দেখা যেতে পারে।

একজনের ভুলের কারণে পুরো একটি চিকিৎসা পদ্ধতির সম্মানহানি করা এক ধরনের তথ্যসন্ত্রাস ও অন্যায়। এটি যেমন বিভ্রান্তিকর, তেমনি অমানবিকও।

আমরা সবসময়ই বলি—চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভুয়া ও অপচিকিৎসকের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটি অত্যন্ত দুঃখজনক। এজন্য যেমন সরকারের ও প্রশাসনের দায়িত্ব আছে, তেমনি আমাদের সাধারণ মানুষেরও কিছু দায়িত্ব রয়েছে।

চিকিৎসা গ্রহণের আগে আমরা যেন নিশ্চিত হই—চিকিৎসক রেজিস্টার্ড কিনা, তার নৈতিকতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ কেমন। কারণ একজন প্রকৃত, রেজিস্টার্ড এবং নৈতিক হোমিওপ্যাথ চিকিৎসক কখনোই লোভে পড়ে অপচিকিৎসা করবেন না। ইনশাআল্লাহ, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে না।

সর্বোপরি, একজন চিকিৎসকের (!) জন্য সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে দোষারোপ করা অন্যায্য ও অগ্রহণযোগ্য। হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন—এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এমন অনেক নজির আছে যেখানে গতানুগতিক চিকিৎসায় সুরাহা না পেয়ে শেষমেশ হোমিওপ্যাথিতেই রোগী আরোগ্য লাভ করেছেন।

সংযুক্ত ছবিটি একটি প্রাসঙ্গিক উদাহরণমাত্র। এরকম শত শত বাস্তব ঘটনা আমাদের চারপাশেই বিদ্যমান। বরং স্কিন ডিজিজেই হোমিওপ্যাথি সবচেয়ে বেশি সফল।

সবার সুস্বাস্থ্য কামনা করছি।

~ Dr. Sujan Ahmed

30/05/2025

গোধূলির আবছা আলো আর বৃষ্টির প্রতীক্ষায় মোড়া লালবাগ কেল্লায় কাটানো কিছু মুহূর্ত...

হিজামা বিষয়ক দেশের প্রথম ম্যাগাজিন ‘আল হিজামা’-এর প্রথম সংখ্যায় আমাদের প্রতিষ্ঠান AroggoKanon - আরোগ্যকানন—এর বিজ্ঞাপন প...
12/05/2025

হিজামা বিষয়ক দেশের প্রথম ম্যাগাজিন ‘আল হিজামা’-এর প্রথম সংখ্যায় আমাদের প্রতিষ্ঠান AroggoKanon - আরোগ্যকানন—এর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এটি আমাদের জন্য একটি আনন্দের মুহূর্ত।

আমরা বিশ্বাস করি, সেবার মান ও মানুষের আস্থার জায়গা অর্জন করেই আরোগ্যকানন একদিন চিকিৎসা সেবায় একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বাংলা সাহিত্য ও স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনের ইতিহাসে নতুন সংযোজন—হিজামা বিষয়ক প্রথম ম্যাগাজিন ‘আল হিজামা’।এই ম্যাগাজিনের প...
10/05/2025

বাংলা সাহিত্য ও স্বাস্থ্যবিষয়ক ম্যাগাজিনের ইতিহাসে নতুন সংযোজন—হিজামা বিষয়ক প্রথম ম্যাগাজিন ‘আল হিজামা’।

এই ম্যাগাজিনের প্রথম সংখ্যায় আমার লেখা নির্বাচিত করায় ‘আল হিজামা’-এর সাথে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকুমুল্লাহু খায়রান।

10/05/2025

"A short clip from the International Seminar on 'Hijama: Prophetic Medicine and the Bridge with Modern Science"'

বাংলাদেশে এই প্রথম হিজামা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো।
ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন (বাংলাদেশ চ্যাপ্টার) এর আয়োজনে এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজের সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজন আজ সম্পন্ন হয়।
সেমিনারের বিভিন্ন পর্ব থেকে একটি সংক্ষিপ্ত ক্লিপ এখানে প্রকাশ করা হলো

Dr. Sujan Ahmed

#হিজামা

আপনি কেন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন? ©️ AroggoKanon - আরোগ্যকানন হোমিও ক্লিনিক  #হোমিওপ্যাথি
03/05/2025

আপনি কেন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন?

©️ AroggoKanon - আরোগ্যকানন হোমিও ক্লিনিক

#হোমিওপ্যাথি

স্ক্যাবিস/Scabiesবেশ কিছুদিন যাবত চেম্বারে স্ক্যাবিস এ আক্রান্ত প্রচুর রোগী আসছে। সবচেয়ে বেশি পেয়েছি মাদ্রাসার আবাসিক ...
01/05/2025

স্ক্যাবিস/Scabies

বেশ কিছুদিন যাবত চেম্বারে স্ক্যাবিস এ আক্রান্ত প্রচুর রোগী আসছে। সবচেয়ে বেশি পেয়েছি মাদ্রাসার আবাসিক ছাত্রদের। রোগটি যার হয়েছে সে বুঝে কত কষ্ট। এটি একটি প্যারাসাইটিক ডিজিস। মারাত্মক রকমের ছোঁয়াচে রোগ। স্ক্যাবিস এর মূল কারিগর মি. 'Sarcoptes scabiei var. hominis' মানুষের ত্বকের মধ্যে ঢুকে গিয়ে সেখানে বাস করে ও ডিম পাড়ে।

🔳 লক্ষণ :
খুব কমন কয়েকটা লক্ষণ মনে রাখতে হবে—
• রাতে প্রচুর চুলকাবে,
• আঙুলের ফাঁকে চুলকাবে এবং ছোট ছোট পানির দানার মত,
• কবজিতে, কোমরে, বগলে, গোপনাঙ্গে প্রচুর চুলকাবে,
• বিশেষ করে ছেলে বাচ্চাদের গোপনাঙ্গে।

🔳 আক্রান্ত ব্যক্তিদের যে পরামর্শ দিয়ে থাকি:
• আক্রান্ত ব্যক্তির জামাকাপড়, বিছানাপত্র গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে এবং আয়রন করে পড়বে।
• একজনের গামছা, জামা কাপড় আরেকজন ব্যবহার করবে না।
• আক্রান্ত ব্যক্তির সাথে একই বিছানায় না থাকা।
• নিয়মিত গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
• হোস্টেলে বা মেসে থাকলে সেখান থেকে সাময়িক বিরতি নিতে হবে।

🔳 চিকিৎসা:
যদিও এলোপ্যাথিতে Permethrin 5% cream সবচেয়ে প্রচলিত ও কার্যকর চিকিৎসা, চুলকানি কমানোর জন্য Antihistamines সহ আরো বেশ কিছু মেডিসিন প্রয়োগ করা হয়।
স্ক্যাবিস এ আক্রান্ত ব্যক্তির পাশাপাশি পরিবারের সদস্যদেরও চিকিৎসা নিতে হয়, উপসর্গ উপস্থিত থাকুক বা না থাকুক।

🔳 হোমিওপ্যাথিক চিকিৎসা:
স্কেবিসের চিকিৎসায় হোমিওপ্যাথিকেও রোগীরা বেশ আগ্রহের সাথে গ্রহণ করছেন, ক্ষেত্র বিশেষ এলোপ্যাথিক ঔষধ সেবনের পরও আমাদের কাছে আসছেন।

• Sulphur,
• Rhus tox,
• Arsenic album,
• Kali sulph,
• Lycopodium,
• Psorinum,
• Graphites,
• Mercurius solubilis,
• Hepar sulphuris সহ আরো বিভিন্ন রেমিডি লক্ষণ ভেদে প্রয়োগ হয়ে থাকে।

• Azadirachta indica Q (Neem),
• Echinacea angustifolia Q,
• Berberis aquifolium Q,
• Urtica urens Q,
• Sarsaparilla Q,
ক্ষেত্রবিশেষ কিছু কিছু হোমিওপ্যাথিক মাদার টিংচার সেবন ও বাহ্যিক প্রয়োগের জন্য দেওয়া হয়ে থাকে।

যদি প্রাথমিক স্টেজে চিকিৎসা নিয়ে নেয় তাহলে খুব সহজে এবং অল্প টাকায় এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে বেশ কমপ্লিকেটেড হয়ে পড়ে; ফোড়া, পুঁজ, ফাটল (secondary bacterial infection) হয়ে যায়। তখন কষ্ট,অর্থ, সময় বেশি লাগে।

যত্রতত্র এন্টিবায়োটিক সেবন না করে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন।

Dr. Sujan Ahmed

#স্ক্যাবিস

আজকে দোয়ার মাধ্যমে নতুন ঠিকানায় ' AroggoKanon - আরোগ্যকানন হোমিও ক্লিনিক' উদ্ভোদন করা হলো। দোয়ায় অংশগ্রহণ করার জন্য সকলক...
25/04/2025

আজকে দোয়ার মাধ্যমে নতুন ঠিকানায় ' AroggoKanon - আরোগ্যকানন হোমিও ক্লিনিক' উদ্ভোদন করা হলো।

দোয়ায় অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।

নতুন ঠিকানা:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
৬৮১/২, মোল্লা বাড়ি, পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া। (তোফায়েল আজম স্কুলের সামনেই)।

Plank Exercise— দেখেন তো সর্বোচ্চ কয় মিনিট করতে পারেন। জানেন! সর্বোচ্চ একজন একটানা কয়মিনিট প্লাংক এক্সারসাইজ-এ বিশ্ব রেক...
21/04/2025

Plank Exercise— দেখেন তো সর্বোচ্চ কয় মিনিট করতে পারেন। জানেন! সর্বোচ্চ একজন একটানা কয়মিনিট প্লাংক এক্সারসাইজ-এ বিশ্ব রেকর্ড করেছে? ৯ ঘন্টা ৩০ মিনিট😀

Plank Exercise:
পেটের মেদ কমায় – এটি মূলত পেটের পেশি (core muscle) শক্তিশালী করে এবং মেদ ঝরাতে সাহায্য করে।

মেরুদণ্ড ও পিঠ শক্ত করে – নিয়মিত প্ল্যাঙ্ক করলে পিঠের ব্যথা কমে।

দেহের ভারসাম্য উন্নত করে – এটি শরীরের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

পেশি শক্তিশালী করে – পেট, কোমর, হাত ও কাঁধের পেশি শক্তিশালী হয়।

মনোযোগ ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে – ধৈর্য ধরে এক জায়গায় থাকার ফলে মানসিক শক্তি বাড়ে।

মেটাবলিজম বাড়ায় – এটি শরীরের বিপাক ক্রিয়া (metabolism) বাড়াতে সাহায্য করে, ফলে দ্রুত ক্যালোরি পোড়ে।

কে কয় মিনিট ব্যায়ামটি করতে পেরেছেন পারলে জানায়েন।

AroggoKanon - আরোগ্যকানন

আলহামদুলিল্লাহ! নতুন ঠিকানায়, AroggoKanon - আরোগ্যকানন এ প্রথম রোগীর আগমন।গোছগাছ চলছে, ব্যানারটাও লাগানো হয়নি। সিলিং ফ্য...
14/04/2025

আলহামদুলিল্লাহ! নতুন ঠিকানায়, AroggoKanon - আরোগ্যকানন এ প্রথম রোগীর আগমন।

গোছগাছ চলছে, ব্যানারটাও লাগানো হয়নি। সিলিং ফ্যান, লাইট সহ ইলেক্ট্রিক কাজ প্রায় পুরোটাই বাকী। ভেতরেও সব এলেমেলো পড়ে আছে।

থাই গ্লাস মিস্রি প্যাচ লাগানোতে কাজের সিডিউল সব নষ্ট হয়ে গিয়েছে। কাজের লোক আর সময়ের সঙ্গে তাল মেলানো—এদেশে যেন একরকম যুদ্ধই!

এদিকে ঢাকা যেতে হবে দ্রুত। একূল ধরলে ওকূল হারানোর মতো অবস্থা আমার। চেম্বারের কাজকাম শেষ করে লম্বা সময় ঢাকা অবস্থান করব ইনশাআল্লাহ।

দোয়া চাই...
এই ছোট্ট প্রচেষ্টা যেন মানুষের আরোগ্যের পথে একটুকরো শান্তির ছায়া হয়ে দাঁড়ায়।

নতুন ঠিকানা:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
৬৮১/২, মোল্লা বাড়ি, পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া। (তোফায়েল আজম স্কুলের সামনেই)।

Address


Telephone

+8801763582438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sujan Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram