আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার

  • Home
  • Bangladesh
  • Chakaria
  • আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার

আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার It is a service oriented Health Centre where the sick or injured are given medical or surgical care.

আমাদের সম্মানিত চেয়ারম্যান ডা: মোসলে উদ্দিন ফারুক স্যার কানাডা থেকে চোখের উপর উচ্চতর  ডিগ্রি নিয়ে আগামী ২০ তারিখ থেকে ...
15/09/2024

আমাদের সম্মানিত চেয়ারম্যান ডা: মোসলে উদ্দিন ফারুক স্যার কানাডা থেকে চোখের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে আগামী ২০ তারিখ থেকে আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার নিয়মিত রোগী দেখবেন। যারা চোখের সমস্যায় ভুগছেন তারা হসপিটালে যোগাযোগ করুন।

20/02/2024

আগামীকাল একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষ আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার এর পক্ষ থেকে সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আগামীকাল রোজ মঙ্গলবার১৫ ই আগস্ট জাতীয় শোক  দিবস উপলক্ষে আল রাজি   চক্ষু হাসপাতাল এন্ড ডক্টর চেম্বার এর পক্ষ থেকে সারাদি...
14/08/2023

আগামীকাল রোজ মঙ্গলবার১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আল রাজি চক্ষু হাসপাতাল এন্ড ডক্টর চেম্বার এর পক্ষ থেকে সারাদিন ব্যাপী বন্যা কবলিত রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হইবে। তাই আর দেরি না করে জরুরী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আর রাজী চক্ষু হাসপাতালে যোগাযোগ করুন। আগামীকাল সারাদিন রোগী দেখবেন নিম্নলিখিত ডাক্তারগণ----

আর রাজি চক্ষু এন্ড ডক্টর চেম্বার এ প্রতিদিন সকাল 9 টা থেকে রাত আটটা পর্যন্ত মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার শহীদুল ইসলাম ...
22/01/2023

আর রাজি চক্ষু এন্ড ডক্টর চেম্বার এ প্রতিদিন সকাল 9 টা থেকে রাত আটটা পর্যন্ত মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার শহীদুল ইসলাম শহীদ নিয়মিত চেম্বার করছেন। তাই স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা পেতে আজই যোগাযোগ করুন।

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন  হাত, চোখ পরিষ্কার রাখত...
13/09/2022

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন হাত, চোখ পরিষ্কার রাখতে। পরিষ্কার করা ছাড়া চোখে হাত দিবেন না। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে সাথে রাখুন। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করুন। এটি কিন্তু অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠা রোগে কী করবেন?

চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ আপনার রোগের কথাও বলে। চোখের সাদা অংশটি লালচে হলে, চোখ দিয়ে পানি পড়লে, প্রদাহ হলে তাকে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলে।

চোখ ওঠার লক্ষণ ও উপসর্গ
১. চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া;
২. চোখের পাতা ফুলে যাওয়া;
৩. চোখ দিয়ে পানি পড়া;
৪. চোখে জ্বালাপোড়া করা, খচখচ করা;
৫. ঘুম হতে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা;

কীভাবে চোখ উঠার জীবাণু ছড়ায়
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। অপরিষ্কার হাত, আক্রান্ত ব্যক্তির স্পর্শে, আক্রান্ত ব্যক্তির তোয়ালে, গামছা ব্যবহারে চোখ উঠতে পারে।
২. অ্যালার্জি ধুলাবালির মাধ্যমে;

চিকিৎসা :-
যেসব কারণে চোখ ওঠে, সেসব বিষয় থেকে দূরে থাকতে হবে।
১. হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে।
২. চোখে কালো চশমা পরতে পারেন।
৩. পর্যাপ্ত বিশ্রাম ও ভিটামিনযুক্ত খাবার খান।


কখন চিকিৎসকের কাছে যাবেন:-
১. যখন আপনার চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের ময়লা পদার্থ বের হয়;
২. চোখ ব্যথা থাকলে;
৩. চোখে ঝাপসা দেখতে পেলে অথবা দেখতে সমস্যা হলে;

৪. চোখের সাদা অংশ ফুলে উঠলে কিংবা লাল হয়ে গেলে।

যা করবেন না :-
১. কোনো চিকিৎসকের অনুমতি ছাড়া চোখের ড্রপ ও ওষুধ ব্যবহার করা যাবে না।

প্রতিকার :-
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করুন।
২. চোখে হাত দেবেন না;
৩. ঘন ঘন সাবান দিয়ে হাত ভালোমতো পরিষ্কার করুন;
৪. যেসব জিনিসে অ্যালার্জিক তা থেকে দূরে থাকুন;
৫. সাথে জ্বর সর্দি কাশি থাকলে তার চিকিৎসা নিন।
৬. আক্রান্ত হলে ঘরে বিশ্রাম নিন।

ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা। সর্বপরি সাবধানে থাকার চেষ্টা করুন।

আর আক্রান্ত যারা যাচ্ছেন তারা সবসময় চোখে সানগ্লাস ব্যাবহার করুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু/রুমাল রাখুন।বিনা প্রয়োজনে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন। কনজাংটিভাইটিস কিন্তু অতিমাত্রায় ছোয়াছে। হাত সবসময় পরিষ্কার রাখুন। আর আপনার ব্যাবহৃত রুমাল/টিস্যু যেখানে সেখানে ফেলা থেকে বিরত রাখুন।

সর্বপরি সবাই সাবধানে থাকার চেষ্টা করুন।
সবার জন্য শুভকামনা রইলো।

10/07/2022
আলহামদুলিল্লাহ আজকের দিনের সফল অপারেশন।
15/05/2022

আলহামদুলিল্লাহ আজকের দিনের সফল অপারেশন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সারাদিন আল রাজি হেলথ সেন্টারে ফ্রিতে চোখ, গাইনি, শিশু, মেডিসিনও ডায়াবেটিস রোগীদের চিকিৎস...
26/03/2022

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সারাদিন আল রাজি হেলথ সেন্টারে ফ্রিতে চোখ, গাইনি, শিশু, মেডিসিনও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করে আপনার কাঙ্খিত সেবা গ্রহণ করুন।

Address

Akter Market, 1st Floor, South Side Of Govt. Hospital
Chakaria
4741

Telephone

+8801747508350

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram