21/11/2024
সহযোগিতা মুলক পোস্ট
যদি কারো সন্তান,পাড়াপ্রতিবেশী,নিকট আত্মীয়,নিজ গ্রাম,থানা বা নিজের জানাশোনার মধ্যে কোন DMD রোগী থাকে তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য এবং এই পোস্টটি বেশি বেশি শেয়ার করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম
আলরাজী ভাইকে আজকের (২০/১১/২০২৪)প্রাথমিক আলোচনা সুন্দরভাবে তুলে ধরার জন্য সর্বোপ্রথম আন্তরিক ধন্যবাদ।
আজকে (২০/১১/২০২৪)ঢাকা নিউরোসাইন্স হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ হুসনেয়ারা খান, ডঃ জোবেদা পারভীন এবং ডঃ মুহাম্মদ মনির হোসেন এর সাথে উপস্থিত ডিএমডি রোগীর অভিবাবকদের গুরুত্বপুর্ন আলোচনা হয়েছে। ডিএমডি রোগ নিয়ে (ডক্টর ও অভিবাবক) আমরা কিভাবে কাজ করতে পারি এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
#আজকের মিটিং এর আলোচনা সমূহ #
০১. প্রথমত আমাদের Whatsapp Group খুলতে বলা হয়েছে। যেখানে ডাক্তারগন এড থাকবেন। এবং কি ডাক্তারগন মাঝে মধ্যে আমাদের সবকিছু নিয়ে সার্বিক আলোচনা করবেন।
০২. গ্রুপের মাধ্যমে বাংলাদেশের মোট কতজন DMD আক্রান্ত রোগী আছে সেটার আপডেট লিষ্ট করা হবে।
০৩. প্রত্যেক DMD রোগীকে নিউরোসাইন্স হসপিটালে বাধ্যতামূলক রেজিষ্টেশন করতে হবে।
০৪. রেজিষ্টেশন ব্যা তিত কোন রোগীকে ডাক্তার গন কোন প্রকার চিকিৎসা প্রদান করবেন না।
০৫. রেজিষ্টেশন করতে হলে রোগীর নাম ও ১ কপি ছবি, জেনিটিকস রিপোর্ট, এবং বাবা অথবা মায়ের ন্যা শনাল আইডি কার্ড ও মোবাইল নাম্বার সহ whatsapp গ্রুপে দিতে হবে। গ্রুপের মাধ্যমে ডাক্তার গন সকল কাগজপত্র সংগ্রহ করে নিবে।( ফরম্যাট সংযুক্ত)
০৬. রেজিষ্টেশন করার পর শুধুমাত্র মাত্র ১০ টাকা খরচে প্রতি শনিবার সকাল ১১ টা হতে দুপুর ১ টা পযর্ন্ত মোট ৫ জন করে রোগী ডাক্তারগন চেকআপ করবেন
০৭. Whatsapp Group এর confirmation ছাড়া ডাক্তারগন কোন রোগী Allow করবেন না।
০৮.ডাক্তারের সকল ধরনের তথ্যa উপাত্ত আমাদের Whatsapp এর মাধ্যমে আদান প্রদান করবেন।
০৯. ডাক্তারদের ব্যবহার এবং তাদের অতিথি পরায়নতায় আমরা উপস্থিত সকল গার্ডিয়া সুচিকিৎসার আশার আলো দেখতে পাচ্ছি।
১০. ডাক্তারগন চিকিৎসা ব্যা পারে দেশের বাহিরে অনেক টায় এগিয়ে গিয়েছেন। শুধুমাত্র তাদের প্রয়োজন বাংলাদেশে মোট কতজন DMD আক্রান্ত রোগী আছে তার আপডেট তালিকা সমূহ।
১১. পরিশেষে ডাক্তার গন একটি কথায় বলেছেন ২০২৫ সালে একটি ঔষধ বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সব্বোর্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি